খেলা

Bangladeshএ সাকিবকে ১ম ও দ্বিতীয় সেরা ক্রীড়াবিদ নির্বাচিত করায় সালাউদ্দিনের পুরস্কার প্রত্যাখ্যান

ঢাকা: Bangladesh স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন-বিএসপিএর বিবেচনায় Sakib বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ ও সালাউদ্দিন সর্বকালের দ্বিতীয় সেরা ক্রীড়াবিদ মনোনীত হয়েছেন।

শুধু ফুটবলই নয়, Bangladeshর যে কোনো খেলাধুলার সর্বকালের সেরা ক্রীড়াবিদ বলা হয়ে থাকে কিংবদন্তি তারকা ফুটবলার কাজী মো. সালাউদ্দিনকে। অনেকে আবার ক্রীড়াঙ্গনের মধ্যে তাকে সীমাবদ্ধ করে রাখতে চান না।

তাদের মতে, কাজী সালাউদ্দিন শুধু ক্রীড়াঙ্গন নয়, সবমিলিয়ে Bangladeshর অন্যতম সফল ও জনপ্রিয় ব্যক্তিত্ব। সেই সালাউদ্দিন ওই সংগঠনের বিবেচনায় দেশের ইতিহাসের দ্বিতীয় সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হওয়ায় পুরস্কার প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিয়েছেন।এ নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে এখন আলোচনা-সমালোচনার ঝড় চলছে।

বিএসপিএর ষাট বছরপূর্তি উপলক্ষে স্বাধীনতাপরবর্তী বাংলাদেশের দশজন সেরা ক্রীড়াবিদ নির্বাচন করে তাদের সংবর্ধনা দিয়েছে। Dhaka র একটি হোটেল ঘোষিত দশজনকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি।

প্রতিষ্ঠানটির বিবেচনায় বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ ক্রিকেটার সাকিব আল হাসান। দ্বিতীয় সেরা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ও বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন।

প্রথম ও দ্বিতীয় ক্রীড়াবিদের নাম ঘোষণার পরপরই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বাফুফে ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি, দেশের সর্বকালের সেরা এই ফুটবলার।

ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরের দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জরুরি বৈঠকে বসে সম্মাননা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয়। বাফুফে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের পর দ্বিতীয় হওয়া পুরস্কারের অর্থের চেক ও ক্রেস্ট শনিবার সন্ধ্যায় বিএসপিএর কার্যালয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিএসপিএর এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বাফুফে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন-এর বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড়, শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারপ্রাপ্ত এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) পরপর চতুর্থ মেয়াদে নির্বাচিত সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে প্রদত্ত ‘দ্বিতীয় সেরা ক্রীড়াবিদ’-এর পুরস্কার প্রত্যাখ্যানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

একজন বীর মুক্তিযোদ্ধাকে ওই প্রহসনের পুরস্কার প্রদান আমাদের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও স্বাধীন বাংলা ফুটবল দলকে অবমাননা করার শামিল।

একই সঙ্গে ক্রীড়াঙ্গন তথা ফুটবলসংশ্লিষ্ট সকলের জন্য অবমাননাকর।’ সভায় ফুটবলের রাজা ও সর্বকালের সেরা খেলোয়াড় ব্রাজিলের পেলের মৃত্যুতে নীরবতা পালন করা হয়।

এ ছাড়া জাতীয় টিমস কমিটির আওতাধীন জাতীয় ফুটবল দলসহ ওই কমিটির আওতাধীন বিভিন্ন বিষয় ছাড়াও চলমান ঘরোয়া ফুটবলের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।এরপর পর্যায়ক্রমে তৃতীয় থেকে দশম স্থান পেয়েছেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার দাবাড়ু নিয়াজ মোর্শেদ, প্রয়াত কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্না, বক্সার মোশাররফ হোসেন, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, শূটার আসিফ হোসেন খান, স্প্রিন্টার শাহ আলম, সাঁতারু মোশাররফ হোসেন খান ও গলফার সিদ্দিকুর রহমান।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago