খেলা

বিশ্বকাপের জোড়া ম্যাচে জার্মানি কোস্টারিকাকে ৪-২ গোলে, আরেক ম্যাচে স্পেনকে জাপান হারায় ২-১ গোলে

গুয়াহাটিঃ বৃহস্পতিবার বিশ্বকাপের জোড়া ম্যাচে, জার্মানি কোস্টারিকাকে ৪-২ গোলে পরাজিত করে। অন্য আরেক ম্যাচে স্পেনকে জাপান হারায় ২-১ গোলে। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে নকআউটে উঠে যায় এশিয়ার দেশ জাপান।

তবে শেষ ম্যাচে জার্মানি (Germany) কোস্টারিকা (Costa Rica)র  বিপক্ষে জয় পেলেও টুর্নামেন্ট থেকে টানা দ্বিতীয়বারের মতো বিদায় নিয়েছে। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও গ্ৰুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। জাপান (Japan)এর কাছে পরাজয় হলেও রানার্স আপ হিসেবে শেষ ষোল নিশ্চিত হয়েছে স্পেন (Spain)এর। 

তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জাপান, ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে Spain, তৃতীয় স্থানে Germany এবং ৩ পয়েন্ট নিয়ে একেবারে শেষ স্থানে রয়েছে Costa Rica।

প্ৰথমার্ধে Spainএর পাসিং ফুটবলে কিছুটা গুটিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে Japan দেখিয়ে দিল প্ৰেসিং ফুটবল কাকে বলে! দ্বিতীয়ার্ধ জুড়ে আক্ৰমণ করে গেলেন জুনিয়া ইতো, ইউরি নাগাতোমো, হিদোমাসা মোরিতারা। Spainকে খেলার জায়গাই দেন নি তারা। প্ৰথমার্ধে খেলায় দাপট দেখালেও দ্বিতীয়ার্ধে সেটা বজায় রাখতে পারেনি।

Khalifa International Stadium এ প্ৰথম ১১ মিনিটেই দারুণ আক্ৰমণে গোল করে এগিয়ে যায় Spain। সেজার এজপিলিকুয়েতার মাপা ক্রসে হেড দিয়ে লা ফুরিয়া রোহাদের এগিয়ে দেন আলভারো মোরাতা।

প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। তবে Spainএর পাসের দাপট দেখেও থমকে যায়নি জাপান। প্রতিটি বল তারা মোকাবিলা করেছে। Spainএর ফুটবলারদের জায়গা দিতে চায়নি। কোণ ছোট করে এনেছে। সেই সুফল তারা পেয়েছে দ্বিতীয়ার্ধে। বিরতিতে তাকেফুসা কুবোকে তুলে রিৎসু দোয়ানকে নামান Japanএর কোচ হাজিমে মোরিয়াসু। সেই কৌশল কাজে দেয় সঙ্গে সঙ্গেই। ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুনভাবে ঘুরে দাঁড়ায় জাপানের খেলোয়াড়রা। ৩ মিনিটের ব্যবধানে গোল করেন দেওয়ান-তানাকা। এরপর বারবার আক্ৰমণ গড়েও সমতা ফেরাতে পারেননি স্প্যানিশ খেলোয়াড়ারা।

Japan যখন এগিয়ে ঠিক তখন আলবায়েত স্টেডিয়ামে অপর ম্যাচে Germanyর বিপক্ষে এগিয়ে যায় Costa Rica। এতে তৈরি হয় ২০১০ আসরের চ্যাম্পিয়নদের বাদ পড়ার পরিস্থিতিও। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় Germany। অন্যদিকে ৬ পয়েন্টে গ্ৰুপ সেরা হয়ে নকআউটে চলে যায় Japan।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

7 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago