Categories: খেলা

অবশেষে AIFFএর উপর থেকে নির্বাসন তুলে নিল FIFA

কলকাতাঃ অবশেষে সর্বভারতীয় ফুটবল সংস্থা AIFFএর উপর থেকে নির্বাসন তুলে নিল ফিফা। শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে ফিফার তরফে। ফলে অক্টোবরে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হতে আর কোনও বাধা থাকল না। এ দিন রাতের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভারতীয় ফুটবল সমর্থকরা।

সংস্থার কার্যকলাপে ‘তৃতীয় পক্ষের অনুপ্রবেশের’ কারণে গত ১৪ অগস্ট এই সিদ্ধান্ত নিয়েছিল ফিফা। ভারতীয় সময় মধ্য রাতে এআইএফএফ-কে নির্বাসিত করেছিল ফিফা। এআইএফএফ-কে পাঠানো চিঠিতে ফিফা খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসক কমিটিকে (সিওএ) অবিলম্বে বাতিল করতে হবে। দ্রুত নির্বাচন করতে হবে।

এর পরেই আসরে নামে কেন্দ্রীয় সরকার। গত সোমবার সুপ্রিম কোর্ট নিজেদের নির্দেশ ফিরিয়ে নেয় এবং সিওএ বাতিল করে। এআইএফএফের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সুনন্দ ধরের হাতে। পাশাপাশি, ফিফা এবং এএফসি যে ভাবে নির্দেশ দিয়েছে, তা মেনে চলার কথা বলা হয়। গোটা ঘটনার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের তরফে লিখিত আকারে সুপ্রিম কোর্টের আদেশ জানিয়ে দেওয়া হয় ফিফাকে।

শুক্রবার রাতে এআইএফএফকে একটি ইমেল করে ফিফার তরফে জানিয়ে দেওয়া হল, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। ঠিক ১১ দিনের মাথায় স্বস্তির খবর এল ভারতীয় ফুটবলে। ইমেলে লেখা হয়েছে, ‘এআইএফএফে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যুরো অফ ফিফা কাউন্সিলে।’

প্রশাসক কমিটিকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) থেকে প্রথমে নিশ্চিত হয় ফিফা। ‘তৃতীয় পক্ষ’ AIFFএর কাজে আর হস্তক্ষেপ করবে না – এই নিশ্চয়তা পাওয়ার পরেই ব্যান প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইমেলে জানানো হয়েছে, এআইএফএফের উপর নজর রাখবে ফিফা এবং এএফসি। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতেও সাহায্য করবে। ফিফার এই সিদ্ধান্তের ফলে ভারতের মাটিতে মহিলা অনূর্ধ্ব -১৭ বিশ্বকাপ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কেটে গেল। ফলে আগামী ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ভারতেই অনূর্ধ্ব -১৭ বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে কোনও বাধা থাকল না।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago