খেলা

Christian Eriksen is picked in Denmark’s world Cup : Denmarkএর বিশ্বকাপ দলে নাম মৃত্যুমুখ থেকে ফিরে আসা Christian Eriksenএর

নয়াদিল্লিঃ Manchester Unitedএর মিডফিল্ডার Christian Eriksen, যিনি ইউরো ২০২০ চলাকালীন কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছিলেন। সেই বার খেলবেন কাতার বিশ্বকাপে (Qatar World Cup)। ফের ডেনমার্কের ১০ নম্বর জার্সি গায়ে মাঠ কাঁপাবেন তিনি। সেই Manchester United midfielder Christian Eriksen এবার খেলবেন কাতার বিশ্বকাপে (Qatar World Cup)। ফের ডেনমার্কের ১০ নম্বর জার্সি গায়ে মাঠ কাঁপাবেন তিনি।

সোমবারই আসন্ন কাতার বিশ্বকাপের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছে ডেনমার্ক (Denmark)। এমনিতে World Cupএর জন্য ২৬ জনের দল ঘোষণা করা হয়। তবে চূড়ান্ত দল ঘোষণার জন্য আরও প্রায় সপ্তাহখানেক সময় দলগুলির কাছে আছে। তার আগে ডেনমার্ক প্রাথমিকভাবে এই ২১ জনকে বেছে নিয়েছে। কোচ আগামী দিনে বাকি পাঁচজন খেলোয়াড়ের নাম ঘোষণা করবেন। প্রাথমিকভাবে এই ২১ জনের মধ্যেই জ্বলজ্বল করছে ১০ নম্বর জার্সিধারী Christian Eriksenএর নাম। ডেনমার্কের বিশ্বকাপ দলে এরিকসনের ঢুকে যাওয়াটা কোনও রূপকথার চেয়ে কম নয় যদিও।

গত বছরের ১২ জুন কোপেনহেগেনে ফিনল্যান্ডের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ডেনমার্কের উদ্বোধনী খেলায় পতনের পর এরিকসেন আট মাস খেলার বাইরে ছিলেন।

গত বছর ইউরো কাপে (Euro Cup 2021) ফিনল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে অচেতন হয়ে পড়েন এরিকসন। হৃৎপিন্ড মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায় ডেনমার্কের (Denmark) ১০ নম্বর জার্সিধারীর। আদৌ তাঁকে বাঁচানো যাবে কিনা সংশয় তৈরি হয়ে যায়। মাঠেই CPR দেওয়া হয় তাঁকে। উদ্বিগ্ন ফুটবলবিশ্ব এরিকসনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে দেয়। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ টেলিভিশন দর্শক ভয়ের দৃশ্য দেখেন। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁর অস্ত্রোপচার করতে হয়। প্রায় সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হয় এরিকসনকে। তারপরও দীর্ঘদিন এরিকসনকে থাকতে হয়েছে পর্যবেক্ষণে। তাঁর মাঠে ফেরা নিয়ে যথেষ্ট সংশয় ছিল। তাঁর ক্লাব ইন্টার মিলানও (Inter Milan) তাঁর সঙ্গে চুক্তি ছিন্ন করে নেয়। 

তিনি এই বছরের শুরুর দিকে ব্রেন্টফোর্ডে (Brentford) চলে আসেন কারণ প্রিমিয়ার লিগের পেসমেকারদের বিষয়ে এমন কোনও নিয়ম নেই। 

তিনি মাস কয়েকের মধ্যেই মাঠে ফেরেন। প্রথমে ইংল্যান্ডের অখ্যাত এক ক্লাবের সঙ্গে মাস ছ’য়েকের চুক্তি করেন। স্রেফ পরিশ্রমের জোরে ফের নিজের পুরনো ফর্মে ধরা দেন এরিকসন। এ বছর জানুয়ারি মাসে ফের জাতীয় দলের হয়ে ডাক পান তিনি। সেরা ফর্মের এরিকসন ফিরে আসতেই ডাক আসে বড় ক্লাবের।

তারপরে তিনি মার্চে নেদারল্যান্ডসের বিপক্ষে তার আন্তর্জাতিক প্রত্যাবর্তনে গোল করেন এবং জুলাই মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) সাথে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেন। এখনও ম্যান ইউয়ের হয়েই খেলছেন তিনি। এবার তাঁকে দেখা যাবে বিশ্বকাপেও।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago