Categories: খেলা

Bhaichung bhutia gives his reaction on fifas ban to aiff: ফিফার শাস্তি কঠোর, কিন্তু খুব খারাপ দেখছেন না বাইচুং

নয়াদিল্লি: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) নির্বাসিত করেছে FIFA। এ নিয়ে হুলুস্থুল পড়ে গিয়েছে। এই সিদ্ধান্ত ভারতীয় ফুটবলের জন্য বিশাল ধাক্কা। তবে এত কিছু হয়ে গেলেও এই অভিশাপে আশীর্বাদও হতে পারে বলে মনে করছেন বাইচুং ভুটিয়া, bhaichung bhutia।

ভারতীয় ফুটবলকে ফিফার নির্বাসন করার এই সিদ্ধান্তকে অত্যন্ত কঠোর বলে উল্লেখ করেছেন বাইচুং ভুটিয়া bhaichung bhutia। বাইচুং এ বিষয়ে বলেছেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, ভারতীয় ফুটবলকে নির্বাসিত করেছে ফিফা।
পাশাপাশি ভারতীয় ফুটবলের প্রতি নেওয়া ফিফার কঠোর সিদ্ধান্ত এটি। তবে একই সঙ্গে আমি মনে করি এটা আমাদের কাছে একটা সুযোগ ঠিক মতো সিস্টেম গড়ে তোলার।

এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটা স্টেক হোল্ডার- এআইএফএফ, রাজ্য সংস্থাগুলি এবং ক্রীড়ামন্ত্রককে এগিয়ে আসতে হবে এবং ফুটবলের উন্নতির জন্য কাজ করতে হবে।’

উল্লেখ করা জরুরি যে, এআইএফএফ-এর ৮৫ বছরের ইতিহাসে এটাই প্রথমবার যেখানে ভারতীয় ফুটবলকে নির্বাসিত করেছে ফিফা।

সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে ফিফা পরিষ্কার জানিয়েছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (All India Football Federation) তৃতীয় পক্ষের হস্তক্ষেপের (Third-party Influences) জন্যেই এই সাসপেনশন।


মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ফেডারেশনের সভাপতি পদে প্রফুল্ল পটেল বসেছিলেন। এই নিয়ে সুপ্রিম কোর্টেও পর্যন্ত মামলা হয়। আর সুপ্রিম কোর্ট এই বছরেরই মে মাসে ফেডারেশনের কার্যকরী কমিটিকে ভেঙে দেয়।

ভারতীয় ফুটবলের দায়িত্ব তিন সদস্যের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সকে (সিওএ) দেয়। বলা হয়, যত শীঘ্রই সম্ভব ফেডারেশনের নির্বাচন করতে হবে।


এদিকে, এর মধ্যে সিওএ আদালতে অভিযোগ করে,প্রফুল্ল পটেল এখনও ফেডারেশনের কাজে পিছন থেকে হস্তক্ষেপ করছেন। এবং সোজা তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে সিওএ।

আর তখনই আদালতে জানানো হয়, মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজন করার কথা ভারতের। তার জন্য হাতে সময় আছে দু’মাস। ফিফা সিওএ-কে জানিয়ে দেয়, গণতান্ত্রিকভাবে ফেডারেশনের নির্বাচন হলে তবে ভারতকে বিশ্বকাপ আয়োজন করতে দেওয়া সম্ভব হবে।

জল অনেকদূর গড়িয়ে গেছে। পুরো বিষয়টি এখনও সুপ্রিম কোর্টর বিচারাধীন অবস্থায়। আর এমন চরম সঙ্কট থেকে ভারতীয় ফুটবলকে মুক্ত করতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি কেন্দ্রীয় সরকারের।
উল্লেখযোগ্য যে, ফিফা ‘থার্ড পার্টি’ হস্তান্তর কোনোভাবেই সহ্য করে না। যদিও ফুটবলারদের ওপর মানসিক চাপ তৈরি হয়েছে তবে পজিটিভ দিকও দেখছেন বাইচুং ভুটিয়া।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago