Categories: খেলা

Asia Cup 2022: এশিয়া কাপে সবচাইতে সফল ভারত, দেখুন

নয়াদিল্লি:Asia cup শুরু হতে আর দেরি নেই।এশিয়া কাপ শুরু হওয়ার আগে দেখে নেওয়া যাক কোন দল কত সফল টুর্নামেন্টে, গোটা তালিকাই দেখে নেয়া যাক:

ভারত: ভারতের সফলতা সবচেয়ে বেশি। এশিয়া কাপে সবচাইতে সফল দল হচ্ছে ভারত। এখনও পর্যন্ত মোট ৭ বার এশিয়া কাপের খেতাব জিতেছে টিম ইন্ডিয়া। উল্লেখযোগ্য যে, ১৯৮৪-র উদ্বোধনী মরশুমে ভারত ক্রিকেটে এশিয়ার সেরা হয়। তার পর থেকে তারা চ্যাম্পিয়ন হয়েছে ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬ এবং ২০১৮ সালে।

টিম ইন্ডিয়া রানার্স হয়েছে ১৯৯৭, ২০০৪ এবং ২০০৮ সালে। ভারত তিনটি ফাইনালে হেরেছে শ্রীলঙ্কার কাছে। তারা ৭টি খেতাবের মধ্যে ৫ বার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছে। শেষ ২ বার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। উল্লেখ করা জরুরি যে, এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান কখনোই মুখোমুখি হয়নি।

এদিকে, ভারতের পর এশিয়া কাপে সবচাইতে বেশি সাফল্য পেয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা মোট ৫ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশ: এশিয়া কাপে কখনোই চ্যাম্পিয়ন হয়নি বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি তিনবার ফাইনালে ওঠা। বাংলাদেশ ২০১২, ২০১৬ এবং ২০১৮ সালে তিনবার এশিয়া কাপের ফাইনালে ওঠে। তবে তিনবারই খেতাবি লড়াইয়ে হেরে রানার্স হয়েই শেষ অবধি সন্তুষ্ট থাকতে হয়।

বাংলাদেশ প্রথমবার ফাইনালে পাকিস্তানের কাছে হারে। আর শেষ দুই বার টিম ইন্ডিয়ার কাছে হার মানে।

এদিকে, বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় দলের উদ্দেশ্যে তাঁর গুরুত্বপূর্ণ বার্তাটি দিয়ে দিলেন। সংক্ষিপ্তাকারে দেখলে হবে না, সেটাই বলতে চেয়েছেন সৌরভ। নিজের যথেষ্ট অভিজ্ঞতা আছে খেলোয়াড় জীবনের, সেগুলোকেই কাজে লাগাচ্ছেন। এবং সে মতে পরামর্শ দিচ্ছেন।

রোহিতদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য শুধুমাত্র পাকিস্তান ম্যাচে জয় নয় এশিয়া কাপ জেতাটাই দলের লক্ষ্য হওয়া উচিত।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘আমি এটাকে এশিয়া কাপ হিসেবেই দেখছি। আমি কোনও টুর্নামেন্টকে শুধুমাত্র ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হিসেবে দেখি না। আমি যখন ক্রিকেটটা খেলতাম তখন ভারত বনাম পাকিস্তান আমার কাছে শুধু একটা ম্যাচ ছিল মাত্র।

আমার লক্ষ্য ছিল যে কোন টুর্নামেন্টে জয়। ভারতের এই দলটা খুব ভালো। তারা সাম্প্রতিক সময় খুব ভালো খেলছে। আশা করব এই দলটা এশিয়া কাপে খুব ভালো পারফরম্যান্স করবে।’

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

10 hours ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 day ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 day ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago