কলকাতা: শরীরে অনেকেরই ফাটা দাগ বা স্ট্রেচ মার্ক দেখা যায়। এটা পুরুষ, মহিলা দুইয়েরই হতে পারে। এটি কিন্তু আপনার বাহ্যিক সৌন্দর্য অনেকটাই নষ্ট করে দিতে পারে।
আবার এই সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নারীদের ক্ষেত্রে সন্তান হওয়ার পর। সন্তান গর্ভে এলে পেট বড় হতে থাকে। এরপর সন্তান ভূমিষ্ঠের পর পেট আবার আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু ফাটা দাগগুলো আর যেতে চায় না।

কিছু ঘরোয়া সমাধান আছে, যেগুলো ব্যবহার করতে পারেন। তার সাইড এফেক্ট নেই।ত্বক থেকে দাগ-ছোপ দূর করতে সাহায্য করে আমন্ড অয়েল। নিয়মিত এই তেলের ব্যবহারে সুফল পাওয়া যায়। যেকোনো উপাদানের সঙ্গে আমন্ড অয়েল মিশিয়ে লাগাতে পারেন।
ত্বক থেকে ফাটা দাগ দূর করতে সাহায্য করে লেবুর রস ও বেকিং সোডা। এটি কিছু সময় রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন।

হলুদের ব্যবহার করতে পারেন। টক দই আর হলুদ একসাথে মিশিয়ে স্ট্রেচ মার্কের উপর ব্যবহার করতে হবে।