কলকাতা: ঝকঝকে সাদা দাঁতের সৌন্দর্যই ভিন্ন। আর দাঁত সুন্দর থাকলে ব্যক্তিত্ব বাড়ে। একথা তো অস্বীকার করা যাবে না।
আর এই দাঁতে যদি দাগ হয় তাহলে তো বাজে লাগবেই।

দাঁতে হলুদ বা কালো দাগ হয়ে যাওয়ার সমস্যায় ভুগলে দূর করবেন কীভাবে?
দাঁতের দাগ দূর করতে বেকিং সোডা বেশ কাজে আসে। এক চা চামচ বেকিং সোডার সঙ্গে একটি পাতিলেবুর অর্ধেকটার রস মিশিয়ে নিন। তারপর দাঁতের উপর লাগিয়ে দিন। এতে দাঁতের দাগ দূর হয়।
লবণও খুব কাজ করে। লেবুর খোসায় এক চিমটি লবণ দিয়ে দাঁতে ঘষুন।
পোড়া কাঠকয়লার পরিচিতি আমাদের অনেক আগে থেকেই। দাঁত পরিষ্কারের কাজে পোড়া কাঠকয়লা ব্যবহার করুন।
লবণ আর সরিষার তেলও ব্যবহার করতে পারেন।
