কলকাতা: পরিষ্কার থাকলে শুধু বাইরে নয়, ভিতরের জিনিসও পরিষ্কার করতে হয়। বিছানার চাদর, গামছা এগুলো খুব পরিষ্কার রাখা দরকার। তাছাড়া ব্যাক্টেরিয়ার সাথে সহবাস করা হবে।

বিশ্বাস করবেন যে, চাদর ও বালিশের খোলে একটি টয়লেট সিটের চেয়েও বেশি ব্যাক্টিরিয়া বাসা বেঁধে রয়েছে।
শুধু মাত্র এক সপ্তাহ পর একটি বালিশের খোলে টয়লেট সিটের তুলনায় ১৭ হাজার গুণ বেশি ব্যাক্টিরিয়া থাকে। আবার যে খোল মোট ৪ সপ্তাহ ধোয়াই হয়নি, সেখানে আপনার পোষ্যর খাবারের পাত্রের তুলনায় ৩৯ গুণ বেশি ব্যাক্টিরিয়া থাকে।
ব্যাক্টিরিয়া ও জীবাণু উষ্ণ আর স্যাঁতস্যাঁতে পরিবেশ খুব ভালোবাসে। তাই আপনার বিছানাই হচ্ছে সঠিক স্থান।