কলকাতা: সারা আলি খান কলকাতার ফুচকায় বুঁদ হয়ে গেছেন। কলকাতায় এসেছেন সারা। আগামি ছবি জারা হাটকে জারা বাচকে ছবির প্রচারে সারা কলকাতা এসেছিলেন।
২৫ মে সারা আলি খানকে কলকাতার পথে দেখা গেল। পরনে ছিল সবুজ রঙের একটি স্লিভলেস চুড়িদার।
কলকাতায় এসে ভারতের যে কোন প্রান্তের লোকজন প্রথম খাওয়াতেই ডুবে যান। এবং সবার মধ্যে অন্যতম হল স্ট্রিট ফুড এবং মিষ্টি।

সারাও লোভ সামলাতে পারেননি। বা হয়তো নিজেকে সরলভাবে প্রচার করতে চেয়েছেন আরো।
অভিনেত্রী সবার আগে বলরাম মল্লিক রাধারমন মল্লিকে যান মিষ্টি খেতে। মিষ্টিমুখ সেরে অভিনেত্রীর নজর পড়ে টক ঝাল ফুচকার দিকে। ভিড়ের মধ্যে দাঁড়িয়েই একটার পর একটা ফুচকা খেয়ে চলেন অভিনেত্রী। এমনকি বাদ দেন না সাংবাদিকদের অনুরোধ মেনে ফুচকা নিয়ে সেলফি তুলতে।
ফুচকা খেতে খেতেই সারা ফুচকাওয়ালাকে জিজ্ঞেস করেন ‘ঝালমুড়ি হবে? আমার খুব ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে। খুব ভালো লাগে আমার ঝালমুড়ি।’