ভারত- বাংলাদেশ যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা

জন্ম শতবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে যে সিনেমা তৈরি হবে, তা নিয়ে আলোচনা করার জন্য ঢাকায় গেছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। সোমবার রাতে তিনি ঢাকায় পৌঁছান। এই ছবিটি নিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ও চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গেও আলোচনা করবেন। উল্লেখ্য, এই ছবির তৈরির জন্য এরই মধ্যে ভারত ও বাংলাদেশের ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের তথ্য মন্ত্রকের তরফ থেকে এ কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ছবিটি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হবে। ২০২০ সালে শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের প্রাক্কালে তাঁর জীবন নিয়ে যে চলচ্চিত্র বা বায়োপিক তৈরির পরিকল্পনা করা হয়েছে, তার পরিচালক হিসেবে বাংলাদেশ সরকার ভারতের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালকে বেছে নিয়েছেন। বলিউডের ৮৩ বছরের এই প্রবীণ পরিচালক অবশ্য অনেক আগে থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গবেষণা ও পড়াশোনা করছেন।
বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত হতে চলা ছবিটি সম্পর্কে শ্যাম বেনেগাল বলেছেন, ছবিটি বানানোর জন্য তিনি পুরোপুরি প্রস্তুত এবং ছবির নাম ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়েও তিনি ভাবনাচিন্তা করেছেন। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে তিনি চান বাংলাদেশ থেকে কোনো অভিনেতা এই চরিত্রে অভিনয় করুন।আর তিনি একটু রোগা হলেই ভালো, কারণ জীবনের বেশি অংশ শেখ মুজিব নিজেও বেশ পাতলা আর রোগা ছিলেন। খুব কম লোকই এটা জানেন যে শেখ মুজিবের যে বিশাল, ভারিক্কি চেহারার ছবিগুলোর সঙ্গে আমরা বেশি পরিচিত, সেটা তাঁর জীবনের শেষের দিকের। শেষ দিকে তাঁর কিছুটা ওজন বেড়েছিল ঠিকই, কিন্তু জীবনের বেশি সময় তিনি রীতিমতো রোগাই ছিলেন, যেমনটা টিপিক্যাল বাঙালি বুদ্ধিজীবী ও অ্যক্টিভিস্টরা হন আরকি!’
বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের সুত্রে জানা গেছে যে , ‘ঢাকায় শ্যাম বেনেগাল একটি পাঁচ তারকা হোটেলে উঠেছেন। আজ সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করেন। তিনি এ দেশের চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গেও কথা বলবেন। আগামীকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।তাঁর সঙ্গে তিনি ছবির অগ্রগতি নিয়ে কথা বলবেন।’
এদিকে গত বছর আগস্টে তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে বাংলাদেশ থেকে একজন পরিচালক থাকবেন। এ ছাড়া এতে কে কে অভিনয় করবেন, তা বাংলাদেশ ও ভারতের পরিচালকেরা ঠিক করবেন।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago