কলকাতা: আজ বঙ্গ তনয়া অভিনেত্রী রানি মুখার্জির জন্মদিন। বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন Rani Mukherjee।
সম্প্রতি মুক্তি পেয়েছে রানির নতুন ছবি Mrs Chatterjee vs Norway। ছবিতে তাঁর প্রাণবন্ত অভিনয় রীতিমতো মন কেড়ে নিয়েছে দর্শকদের।
একজন দর্শক ফেসবুকে লিখেছেন:
This is a Heartfelt Stories। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি মাতৃত্বের আকুল টান। সত্যি বলতে বাঙালিয়ানার ছোঁয়া, আর নিজের সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আর Rani Mukherjee – র অনবদ্য অভিনয়।
একটা কথা বলতে বাধ্য হচ্ছি সবার মা-ই সবার কাছে সেরা। ভালো মা, কি খারাপ মা এই সব জানিনা। মা তো মা’ই হয়। 3 বছর টানা অক্লান্তভাবে গোটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই, নিজের পরিবারের বিরুদ্ধেও লড়াই, আর হার না মানা জেদ ধরে অবশেষে নিজের সন্তানদের ফিরে পাওয়া। A Must Watch Movie For Everyone… दुनिया में सबसे विशुद्ध शब्द है मां।
রানি মুখার্জির অভিনয় সবসময় মুগ্ধ করেছে দর্শককে।

