কলকাতা: গণতন্ত্র দিবসের দিন প্রকাশ্যে এল ‘বাঘা যতীন’-এর ফার্স্ট পোস্টার লুক।
অবাক করা পোস্টার, চেনাই যাচ্ছে না দেবকে।

২০২৩-এর ২০ অক্টোবর মুক্তি পাবে বাঘাযতীন।
উস্কো-খুসকো চুল, গাল ভর্তি গোঁফ দাড়ি, চোখের-মুখে ধুলোবালি মাখা, কপালে লাল-হলুদ তিলক কাটা দেব।
সবার প্রশ্ন ছিল, এটা কি দেব?

‘বাঘা যতীন’ হয়ে ধরা দিলেন অভিনেতা দেব।
বাংলার স্বাধীনতা সংগ্রামীর জীবন এবার রুপোলি পর্দায় তুলে ধরবেন দেব।

Dev এর ছবির সঙ্গে লেখা, ‘‘অজস্র কঠিন লড়াইয়ের পর দু’শো বছরের ইংরেজ শাসন ধূলিসাৎ করে ভারত পেয়েছিল স্বপ্নের স্বাধীনতা। সেই সব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীরযোদ্ধা, তাদের মধ্যে এক অন্যতম সংগ্রামী ‘বাঘাযতীন’ এর গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে।’’ ছবির পরিচালনায় অরুণ রায়।