প্রবাসের খবর

বহির্বিশ্বে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

 

সমগ্র বিশ্বে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। ডেনমার্কের রাজধানী কোপেনেহেগেনে বাংলাদেশ দূতাবাস-র ব্যবস্থাপনায় এদিন মুজিবনগর দিবসকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন। বিকালে দূতাবাস মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডেনমার্কে বসবাসরত বিভিন্ন শ্রেণি ও পেশার বাংলাদেশিরা অংশ নেন।

এদিন অনুষ্ঠানে, ঐতিহাসিক মুজিবনগর দিবসের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক মুজিবনগর সরকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত মুহিত তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। মুজিবনগর সরকারের তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সেই কঠিন মুহুর্তে মুজিবনগর সরকার বাঙ্গালীর স্বাধীনতা আন্দোলনের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে বর্হিবিশ্বে জনমত গঠন ও বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের সমর্থন আদায়ে মূল ভূমিকা পালন করে। শেষে, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ বাস্তবে রূপ দিতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভার আয়োজন করা হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। দিনটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য দেন রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন ও প্রেস মিনিস্টার শামীম আহমেদ।

বাংলাদেশ হাই কমিশন, লন্ডনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়। ভারপ্রাপ্ত হাইকমিশনার জুলকার নায়েনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফসহ বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির সিনিয়র প্রতিনিধিবৃন্দ অংশ নেন

আলোচনা সভায়, বক্তারা মুজিবনগর দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে নতুন প্রজম্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানানোর ওপর গুরুত্বরোপ করেন। তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের ১৭ এপ্রিল দিনটির তাৎপর্য বিশাল। মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে মেহেরপুরের বৈদ্ধনাথতলা গ্রামের আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরবর্তীতে এ বৈদ্ধনাথতলাকে ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।

গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশ দূতাবাসেও ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয় এদিন।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago