‘Man of the Hole’: Last of his tribe dies in Brazil: মারা গেছেন সভ্যতার সাথে যোগাযোগহীন আদিবাসী ‘Man of the Hole’

কলকাতা:  মারা গেলেন ব্রাজিলের (Brazil) একটি আদিবাসী জনগোষ্ঠীর সর্বশেষ জীবিত সদস্য। তিনি ‘দ্য ম্যান অব হোল’ (man of the hole) নামে পরিচিতি পেয়েছিলেন।

উল্লেখযোগ্য যে,ব্রাজিলের সরকারি সংস্থা ‘ফুনাই’ শনিবার এই তথ্য জানিয়েছে।

সভ্যতার সাথে তাঁর কোনো সংযোগ ছিল না। ব্রাজিলে সভ্যতার সাথে যোগাযোগহীন আদিবাসী গোষ্ঠীর শেষ সদস্য মারা গিয়েছেন। দীর্ঘ ২৬ বছর ধরে একাকি বসবাস করার পর মারা গেলেন ম্যান ওব দ্য হোল (man of the hole) । তাঁকে বলা হয় বিশ্বের সবচেয়ে একাকি মানুষ। এবং উল্লেখ করতে হয়, তিনিই তাঁর গোত্রের শেষ সদস্য ছিলেন।
সভ্যতার সাথে কোনোরকম যোগাযোগ না থাকার জন্যে তাঁর নাম জানা যায়নি। তিনি ‘ম্যান অফ দ্য হোল’ ‘Man of the Hole’। অন্ধকারে প্রায় জীবন কেটেছে।

জানা গিয়েছে, বাসস্থানের কাছেই এই ম্যান অব দ্যা হোল (man of the hole) বেশ অনেকগুলো গভীর গর্ত খনন করেছিলেন, যার মধ্যে কিছু প্রাণীদের ফাঁদে ফেলতে ব্যবহার করতেন। বন্যপ্রাণী শিকার করার জন্যে বিশেষ কিছু কায়দায় গর্ত খুঁড়তেন।

আর বাকিগুলো লুকানোর জায়গা বলে ধারণা করা হয়। এ কারণে তাকে ম্যান অব দ্যা হোল (man of the hole) নামেই ডাকা হতো।

পৃথিবীতে কত আশ্চর্যই আছে, যা আমাদের অজানা। বিস্মিত করে ঘটনাগুলো। জানা যাচ্ছে, গত ২৩ আগস্ট তাঁর ঘরের বাইরে নাকি একটি হ্যামকের উপর তাঁর মৃতদেহ পাওয়া যায়।

তবে মৃতদেহ যে কেউ মেরে ফেলেছে সেরকম কোনো সহিংসতার চিহ্ন ছিল না, তাই এটাকে স্বাভাবিক মৃত্যু বলে অনুমান করছে কর্তৃপক্ষ।


সবকিছুই স্বাভাবিক অবস্থায় আছে। তবে ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে। কর্মকর্তারা এ বিষয়ে বলেছেন, পুলিশ ময়নাতদন্ত করবে। মৃত্যুকালে ম্যান অব দ্যা হোলের (man of the hole) যে খুব বয়স হয়েছিল তা নয়, তাঁর বয়স ৬০ বছর হয়েছিল বলে মনে করা হচ্ছে।

ধারণা করা হয়, ১৯৭০ এর দশকের শুরুর দিকে আবাদি জমি সম্প্রসারণের জন্য পশুপালক কৃষকরা উপজাতি গোত্রটির অনেক সদস্যকেই হত্যা করেছিল। এবং তাঁর গোত্রেরই শেষ ছয় সদস্যকে ১৯৯৫ সালে হত্যা করা হয় বলে জানা যায়।

এবং এর পরের বছর অর্থাৎ আজ থেকে ২৬ বছর আগে ১৯৯৬ সাল থেকে ব্রাজিলের আদিবাসী বিষয়ক এজেন্সি (ফুনাই) এর কর্মকর্তারা ‘ম্যান অফ দ্য হোল’কে (man of the hole) পুরো নিরাপত্তা দেয়ার জন্য তাঁর গতিবিধি সম্পর্কে পর্যবেক্ষণ করছিলেন। তিনি কখন কী করেন না করেন এসব পর্যবেক্ষণ করার জন্য।

এবং ২০১৮ সালে ফুনাইয়ের সদস্যরা জঙ্গলে গিয়ে তাঁর একটি ভিডিও ধারণ করেন। হয়তো তিনি একটি গাছ কাটছিলেন। কিন্তু জানা যায় তারপর থেকে আর দেখা যায়নি তাঁকে। সেই  Man of the hole মারা গিয়েছেন।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

4 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

4 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

5 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

5 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

6 days ago