প্রবাসের খবর

লক্ষ্য ১০০ সন্তান! ৬০তম সন্তান জন্ম দেওয়ার পর বিয়ে করতে আরও মেয়ে খুঁজছেন!

নয়াদিল্লিঃ পাকিস্তানের (Pakistan) বালোচিস্তানের (Balochistan province) বাসিন্দা সর্দার হাজী জান মহম্মদ খান(Jan Muhammad Khan)। গত রোববার তিনি ৬০ তম সন্তানের বাবা (Father of 60 children) হয়েছেন। কিন্তু তাতেও তিনি সন্তুষ্ট নন। তাঁর লক্ষ্য ১০০টি সন্তানের বাবা (His target 100 children) হবেন।

নিজের লক্ষ্য পূরণ করতে বিয়ে করার জন্য তিনি আরও মেয়ে খুঁজছেন। জানা গেছে, জান মহম্মদের বর্তমানে ৩জন স্ত্ৰী রয়েছেন। এবার চতুর্থবার বিয়ে করে সংসারে চতুর্থ নম্বর স্ত্ৰী নিয়ে আসতে চাইছেন (Trying to find the fourth one)।

জানা গিয়েছে- জান মহম্মদের স্ত্ৰীরা এখন পর্যন্ত ৬০ টি সন্তান জন্ম দিয়েছেন। তাদের মধ্যে ৫৫টি বেঁচে আছে। সবগুলিই স্বাস্থ্যবান (Healthy children)। বাকি ৫ জনের মৃত্যু হয়েছে। জান মহম্মদ নিজের সন্তান এবং স্ত্ৰীদের সঙ্গে একইসঙ্গে থেকে দিব্যি সংসার করছেন।

৫০ বছর বয়সের সর্দার জান মহম্মদ কোয়েটা (Quetta) শহরের ইষ্টার্ণ বাইপাস অঞ্চলের বাসিন্দা। তিনি খালজী বংশের সদস্য। তিনি একজন ফার্মাসিস্ট(Pharmacist)। এলাকায় তাঁর একটি ক্লিনিকও (Clinic) রয়েছে। জান মহম্মদ তাঁর ৬০ তম সন্তানের নাম রেখেছেন খুশহাল খান(Khushhaal Khan)।

আপনার প্ৰত্যেকটি সন্তানের নাম মনে আছে? এই প্ৰশ্নে উত্তরে তিনি বলেন- ‘‘কেন থাকবে না?’’ তিনি আরও বলেন- তিনি চতুর্থবার বিয়ে করার জন্য পাত্ৰী খুঁজছেন। এর জন্য তিনি তাঁর আত্মীয় স্বজনদের (Relatives) পাত্ৰী খুঁজতে বলেছেন। অবাক করা কথা হচ্ছে তাঁর পাশাপাশি তাঁর স্ত্ৰীরাও একাধিক সন্তানের মা হতে চাইছেন। সতীনদের সঙ্গে একসঙ্গে সংসার করতেও তাঁদের কোনও আপত্তি নেই। তাঁদের সংসারে পুত্ৰ সন্তানের চেয়ে কন্যা সন্তানের সংখ্যা বেশি। বেশ কয়েকজনের বয়স ২০ বছরেরও বেশি। তাদের কারোরই এখনও বিয়ে হয়নি। তারা পড়শুনো করছে। জান মহম্মদ জানান- ক্লিনিকের (Clinic) উপার্জন দিয়েই তাদের সংসারের খরচ (Family expance) চলে যায়। সেই সঙ্গে তিনি এও জানান গত ৩ বছরে মুদ্ৰাস্ফীতির (Price rise) কারণে তাঁর পরিবারের খরচ (Family expance) চালাতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তিনি জানান- তাঁর ব্যবসার (Business) অবস্থা ভালো না, এদিকে বাজারে নিত্য প্ৰয়োজনীয় জিনিষপত্ৰের দাম হু হু করে বাড়ছে। গোটা বিশ্বের সঙ্গে সঙ্গে মুদ্ৰাস্ফীতি তাঁর ওপরও প্ৰভাব ফেলেছে। তবে তিনি এও জানান-এখনও পর্যন্ত সন্তানদের খাইয়ে পরিয়ে বড় করে তুলতে কারো কাছে হাত পাততে হয়নি। তিনি দাবি করে বলেন- অধিক সন্তান জন্ম দেওয়ার জন্য সরকার যদি তাঁকে আর্থিক সাহায্য করতো তাহলে তিনি লাভাম্বিত হতে পারতেন।

শুধু সর্দারই খানই প্ৰথম নয়, বালুচিস্তানে (Balochistan) এর আগেও আবদুল মজিদ মেংগাল নামের এক ব্যক্তি ৬ বার বিয়ে করে ৫৪টি সন্তানের বাবা হয়েছিলেন। তিনি খবরের শিরোনাম দখল করেছিলেন। ৭৫ বছর বয়সে আবদুল মজিদের মৃত্যু হয়। তিনি নিজের জীবনকালে ২জন স্ত্ৰী এবং ১২টি সন্তানের মৃত্যু শোক সহ্য করেছেন।

২০৫০ সালের ভিতর বিশ্বের জনসংখ্যা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করা দেশের মধ্যে পাকিস্তান (Pakistan) হচ্ছে অন্যতম। রাষ্ট্ৰসংঘের দেওয়া তথ্য অনুসারে ১৯৬০ সাল থেকে গোটা বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। ২০২০ সালে তা ১ শতাংশেরও নীচে নেমেছে। পাকিস্তানে (Pakistan) বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৯ শতাংশ।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago