প্রবাসের খবর

অস্ট্ৰেলিয়ায় মিলল বিশাল সাইজের ব্যাঙ, যার নাম ‘টোডজিলা’

গুয়াহাটিঃ উত্তর অস্ট্রেলিয়ার রেইনফরেস্টে (North Australian rainforest) একটি বিশাল আকারের ব্যাঙ (Toad) পেয়েছেন বনকর্মীরা। ব্যাঙের সাইজ এবং আকা এতটাই বড় ছিল যে বন্যপ্রাণী কর্মকর্তারা এটিকে প্ৰথমে নকল বলে মনে করেছিলেন। ‘কেন টোড’ প্ৰজাতির এই ব্যাঙটিকে ‘টোডজিলা’ (Toadzilla) নাম দেওয়া হয়েছে।

কুইন্সল্যান্ডের (Queensland) পরিবেশ ও বিজ্ঞান বিভাগ শুক্ৰবার জানিয়েছে- বিশাল সাইজের ব্যাঙটি সাধারণ ব্যাঙের থেকে ছয় গুণ বড়, ওজন ২.৭ কেজি, বনকর্মীরা মনে করছেন এটি বিশ্ব রেকর্ড ভাঙতে পারে। তার কারণ এর আগে এতো বড় সাইজের ব্যাঙের হদিশ পাওয়া যায়নি।

ব্যাঙটি খুঁজে পেয়েছেন কাইলি গ্ৰে (Kylee Gray) নামে কুইন্সল্যান্ডের কনওয়ে ন্যাশনাল পার্কের এক মহিলা কর্মী। তিনি গত সপ্তাহে পার্কের ভেতরে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি সাপ দেখে তিনি গাড়ি থামাতে বাধ্য হন। সাপটি মূলত কোনও টোড ব্যাঙ থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিল।

কাইলি বলেন- সাপটি চলে যাওয়ার পর ব্যাঙটির ওপর তাঁর নজর পড়ে। তারপর তিনি সেটিকে ধরে বুঝতে পারলেন ব্যাঙটি কতো বড় এবং ভারী ছিল। তিনি ব্যাঙটির নাম দিয়েছেন টোডজিলা (Toadzilla)। তারপর সেটিকে নিরাপদ পাত্ৰে রাখা হয়েছে। অন্য প্ৰাণীরা যাতে আক্ৰমণ করতে না পারে।

কেন টোড ব্যাঙের বৈজ্ঞানিক নাম রাইনেলা মেরিনা। এ প্ৰজাতির ব্যাঙ নিওট্ৰপিক্যাল টোড বা মেরিন টোড নামেও পরিচিত। এ ধরনের ব্যাঙ দক্ষিণ আমেরিকা(South America), ওশেনিয়া (Oceania) ও ক্যারিবিয়ান অঞ্চলের কিছু কিছু স্থানে পাওয়া যায়। ১৯৩৫ সাল থেকে অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি স্থানে এসব ব্যাঙ পাওয়া যেত।

কৃষি রাসায়নিক ব্যবহারের আগে কুইন্সল্যান্ডের আখ শিল্পের কীটপতঙ্গ নিয়ন্ত্রণে চাষিরা এসব ব্যাঙয়ের ব্যবহার করতেন। দেশটির সরকারের মতে, এখন উত্তর অস্ট্রেলিয়া জুড়ে কেন টোড পাওয়া যায়। কুইন্সল্যান্ডে কনওয়ে ন্যাশনাল পার্কের রেঞ্জার কাইলি আরও বলেন, ব্যাঙটির মুখের আকার এতটাই বড়, এটি বড় ধরনের পোকা মাকড়, সরীসৃপ বা ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী খেয়ে ফেলতে পারে। যে সাপটি পালিয়ে গেছে, ব্যাঙটি হয়তোবা সেটিকে খাওয়ার জন্য আক্রমণ করেছিল।

কাইলিকে উদ্ধৃত করে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এবিসি নিউজ বলেছে, ব্যাঙটি মহিলা ও দেখতে প্রায় ফুটবলের মতো। এটি পার্কের ৩৯৩ মিটার উচ্চতায় বসবাস করে বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের ব্যাঙ ১৫ বছর পর্যন্ত বাঁচতে পারে। আকারে বিশাল হওয়ায় কুইন্সল্যান্ড মিউজিয়াম(Queensland Museum) টোডজিলাকে (Toadzilla) নিতে আগ্রহী।

উল্লেখ্য, শিকারি থেকে বাঁচতে কেন টোড ব্যাঙ বিষ ছুড়তে পারে। স্ত্রী কেন টোড এক মৌসুমে ৩০ হাজার পর্যন্ত ডিম দেওয়ার ক্ষমতা রয়েছে। 

টোডস – যা ১৯৩৫ সালে অস্ট্রেলিয়ায় প্রথম দেখা যায়। দেশের সবচেয়ে ক্ষতিকারক কীটপতঙ্গগুলির মধ্যে হচ্ছে এটি একটি। বর্তমানে এদের সংখ্যা ২  বিলিয়নেরও বেশি।১৯৯১ সালে প্ৰিন্সেন নামের সুইডেনের একটি পোষা টোড, যার ওজন ২.৬৫কেজি – বৃহত্তম টডের জন্য বর্তমান গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করিছিল। মিসেস গ্রে বলেছেন যে এই দৈত্য নমুনার ব্যাঙটি সম্ভবত পোকামাকড়, সরীসৃপ এবং ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীদের খেয়ে এত বড় আকার হয়েছে।

অস্ট্রেলিয়ায় টোডদের কোন প্রাকৃতিক শিকারী নেই এবং বিষাক্ত এই প্রজাতিগুলি স্থানীয় প্রাণীর জনসংখ্যাকে খেয়ে ধ্বংস করেছে। মিসেস গ্রে নিশ্চিত নন – টোডজিলার বয়স কত ছিল। এই প্রজাতিটি বনে ১৫ বছর পর্যন্ত বাঁচতে পারে। তবে তিনি মনে করছেন ব্যাঙটি “দীর্ঘ সময় ধরে” জঙ্গলে রয়েছে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

10 hours ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 day ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 day ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago