স্মৃতিতে অম্লান থাকবে ঢাকার অভিজ্ঞতা, বিদায়কালে ভারতীয় হাইকমিশনার Vikram Kumar Doraiswamy

ঢাকা: কূটনীতির গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন শেষে বাংলাদেশ (Bangladesh) থেকে বিদায় নেওয়ার মূহুর্তে স্মৃতি হাতড়ে বেড়ালেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী (Vikram Kumar doraiswamy)।

শনিবার ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় জাতীয় স্মৃতিসৌধতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি (Vikram Kumar doraiswamy) বাংলাদেশের মানুষের উচ্ছসিত প্রশংসা করেন।

বাংলাদেশ ও ভারতের (India Bangladesh) বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে জানিয়ে দোরাইস্বামী (Vikram Kumar doraiswamy) বলেন, ‘আজকে বাংলাদেশে (bangladesh) আমার শেষ দিন। আমরা বাংলাদেশের মানুষকে সুখী দেখতে চাই। তাদের উন্নয়ন চাই এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই।

আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন। আমাদের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। সেটাকেই চালিয়ে যেতে হবে। আমি সেটাই চাই।’ এদিকে গতকাল সন্ধ্যায় বিদেশ মন্ত্রকে বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন দোরাইস্বামী (Vikram Kumar doraiswamy)।

গত কয়েকদিন ধরেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়।

পাশাপাশি আগামী দিনে দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তাঁরা।

বিদেশমন্ত্রী মোমেন বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাত্রা যোগ করেছে, যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুত্বের সাক্ষ্য বহন করে।

গত বছর ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাংলাদেশ (bangladesh) সফরের সময় যথাযথ ভূমিকা রাখার জন্য ভারতীয় হাইকমিশনারকে কৃতিত্ব দেন এ কে আব্দুল মোমেন।

এ ছাড়া ২০২১ সালের ৬ ডিসেম্বর মৈত্রী দিবস যৌথভাবে উদযাপনে বিক্রম দোরাইস্বামীর (Vikram Kumar doraiswamy) সক্রিয় ভূমিকার প্রশংসা করেন তিনি। বাংলাদেশে (bangladesh) দায়িত্ব পালনের সময় সহায়তা ও সহযোগিতার জন্য বিদেশ মন্ত্রককে ধন্যবাদ জানান বিক্রম দোরাইস্বামী।

মোমেন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি শক্তিশালী আঞ্চলিক উদ্যোগের ওপর জোর দেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ও যথেষ্ট সহযোগিতা ভাগ করে নেয়।

দুই দেশ যদি একসঙ্গে কাজ করতে পারে, তবে সেটি দুই দেশের জনগণের জন্য উপকার হবে। সামগ্রিকভাবে এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতেও অবদান রাখবে।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

2 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

3 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

3 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

4 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

4 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

4 days ago