ওপার বাংলা

বাংলাদেশে কনস্টেবল খুনের পর ঢাকাকে ছিনতাইকারীমুক্ত
করতে সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানালো পুলিশ

ঢাকা: এর আগে বাংলাদেশের রাজধানী ঢাকায় বহু ছিনতাই কাণ্ড ঘটেছে। প্রশাসনের সর্বোচ্চ পদ সচিব থেকে শুরু করে সাধারণ মানুষ ছিনতাই শিকার হওয়ার পাশাপাশি প্রাণও হারিয়েছেন।

এনিয়ে পুলিশ যতো না উদগ্রিব হওয়ার কথা ছিল তা দেখা যায়নি। কিন্তু এবার ঢাকায় পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যাকাণ্ডের পর ঘুরে দাঁড়িয়েছে পুলিশ।

পাকড়াও করা হয়েছে অভিযুক্ত তিন ছিনতাইকারীকে।সাংবাদিক জখম কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে দুই ছিনতাইকারীকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় খুন করা হয় কনস্টেবল মনিরুজ্জামানকে।

ঢাকাকে ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।সাধারণতঃ পুজো-পারবণ ও ইদের সময় ভোরের দিকে মানুষ বাড়ি যেতে ঢাকা ত্যাগ ও করমস্থলে ফিরতে ছিনতাইকারীদের খপ্পড়ে পড়েন।

ঢাকার শের-ই-বাংলা নগর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিনতাইকারীর হামলায় জখম ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী প্রযোজক রাকিবুল হাসানকে দেখতে গিয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ইদের বন্ধে রাজধানীতে বিচ্ছিন্নভাবে কয়েকটি ছিনতাই কাণ্ড ঘটেছে। আমরা ইদের আগেই অনেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করছিলাম। কিন্তু এর পরও দুঃখজনকভাবে বিষয়গুলো ঘটেছে।

এছাড়া এই হত্যাকাণ্ডের পর দুদিনে ১৪৫ জন ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। ইদের আগেও ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে এক হাজার ৭৬৪ জন গ্রেপ্তার করা হয়। সাংবাদিক রাকিবুল হাসানকে কুপিয়ে জখম করায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নজরদারিতে থাকা অন্য আসামিদেরও যে কোনো সময় গ্রেপ্তার করা হবে। সাংবাদিক রাকিবুল হাসানের ওপর হামলকারী ধৃত দুইজনের মধ্যে একজন পাঠাও চালক ও আরেকজন ইলেক্ট্রেশিয়ান।

তারা নিজেদের পেশার পাশাপাশি ছিনতাইয়ে জড়িত।পুলিশের ডাটাবেজ অনুযায়ী, ঢাকায় প্রায় ৬ হাজার ছিনতাইকারী আছে। আমরা প্রত্যেককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। এরপর আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা জামিনে বের হয়ে এসেছে।

ইদের ছুটি শেষে করমদিবস শনিবার ভোরে ফার্মগেট সেজান পয়েন্টের সামনে নিহত হন পুলিশ সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার। তাকে বুকে-পিঠে ছুরিকাঘাত করা হয়। তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন তিনি।

গ্রামে পরিবারের সঙ্গে ইদ উদযাপন শেষে ঢাকায় ফেরেন মনিরুজ্জামান। তেজগাঁও রেলস্টেশনে নেমে হেঁটে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। এ সময় মরমান্তিক কাণ্ডটি ঘটে। তার বয়স ৪০ বছর। হত্যাকাণ্ডে ট্রাফিক তেজগাঁও বিভাগের সার্জেন্ট এসএম হাবিবুল্লাহ বাদী হয়ে ডিএমপির তেজগাঁও থানায় মামলা করেছেন।

মনিরুজ্জামান খুনের কাণ্ড গ্রেপ্তার করা হয়- রাব্বি, লিটন ও কামরুল। সংবাদ সম্মেলনে জানানো হয়, ছিনতাই করার উদ্দেশ্যে মনিরুজ্জামানকে আক্রমণ করে তিনজন। এ সময় মনিরুজ্জামান তাদের বাঁধা দেন।

তখন এক ছিনতাইকারী পেছন দিক দিয়ে তাকে ছুরিকাঘাত করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়।

এরআগে ইদের দিন রাতে (২৯ জুন) হাতিরঝিল এলাকায় একজন সাংবাদিক ছিনতাইকারীদের কবলে পড়ে জখম হন। এর দুদিন বাদে ছিনতাইকারীদের হাতে খুন হন পুলিশ কনস্টেবল মনিরজ্জিামান।

কনস্টেবল মনিরুজ্জামান প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্টের টাকা নিতেন না। তিনি খুব সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন। গ্রেপ্তার রাব্বি, লিটন ও কামরুল আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 weeks ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

3 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

3 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 weeks ago