Bangladesh-Myanmar সীমান্তে উত্তেজনা বাড়ছেই

ঢাকা: বাংলাদেশ-মিয়ানমার (bangladesh- myanmar,) সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। মিয়ানমারে (myanmar) জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যাপক সংঘর্ষ চলছে। এতে শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে মন্দির ও গির্জায়।

তবে সেখানেও গোলাবর্ষণ করছে জান্তা সেনারা। মিয়ানমারে (myanmar) জান্তা বাহিনীর ছোড়া একটি মর্টারশেল গত শুক্রবার বান্দরবানের (bandarban) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া এলাকার সীমান্তে পড়ে।

বিস্ফোরণে একজন নিহত ও পাঁচ জন আহত হন। এই ঘটনার পর থেকে বাংলাদেশ-মিয়ানমার (bangladesh- myanmar) সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে। এখনো থেমে থেমে চলছে গোলাগুলির ঘটনা।

বান্দরবানের (bandarban) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের গোলাগুলির ঘটনায় সেনা মোতায়েন নিয়ে সরকার এখনই কিছু ভাবছে না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।

রোববার মিয়ানমান (myanmar) সীমান্তে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে। এই ঘটনায় সীমান্তবর্তী এলাকায় প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। অনেকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য অন্যত্র চলে যাচ্ছেন।

তবে দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, বাড়ি-ঘর ছেড়ে চলে যাওয়ার তথ্য তাদের কাছে নেই। সবাইকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। মিয়ানমার থেকে অবৈধ কাউকে বাংলাদেশে (bangladesh) প্রবেশ করতে দেওয়া হবে না।

এই পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। তবে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশের মিয়ানমার সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের বাড়তি সদস্য মোতায়েন করতে যাচ্ছে সরকার।

সীমান্তে স্বাধীনতাকামীদের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষে অনুপ্রবেশ ঠেকাতে ও বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমার থেকে গোলা আসার ঘটনার পর এ পদক্ষেপ নেয়া হচ্ছে। রোববার এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনি কোনো সেনা মোতায়েন করা হচ্ছে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের একের পর এক গোলাবর্ষণ ও আক্রমণের ঘটনায় দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে রোববার তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তীব্র অসন্তোষ জানিয়ে রাষ্ট্রদূতকে প্রতিবাদলিপি দেয়া হয়।

গত শুক্রবার রাতে মিয়ানমারের পাহাড় থেকে ছোড়া মর্টারের একাধিক গোলা রাখাইনের ওয়ালিডং পাহাড়ের পাদদেশে সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গা আশ্রয়শিবিরে এসে পড়ে। এতে মো. ইকবাল নামে এক কিশোরের প্রাণ যায়।

আহত হন আশ্রয়শিবিরের পাঁচজন। একই দিন বেলা ৩টার দিকে তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখার ৩৫ নম্বর পিলারের কাছাকাছি জায়গায় গরু আনতে গেলে স্থলমাইন বিস্ফোরণে অথোয়াইং তঞ্চঙ্গ্যা (২২) নামে বাংলাদেশি এক তরুণের বাঁ পায়ের গোড়ালি উড়ে যায়।

গত ৯ সেপ্টেম্বর মিয়ানমার (myanmar) থেকে ছোড়া একটি গুলি তুমব্রু বাজারের পাশে কোনারপাড়ার কৃষক শাহজাহানের বাড়ির আঙিনায় এসে পড়ে। বাড়ির পাশেই শূন্যরেখায় রোহিঙ্গা আশ্রয়শিবির। এর আগেও বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের হেলিকপ্টার থেকে ছোড়া দুটি গোলা এসে পড়েছিল। এসব ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছিল ঢাকা।

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর তথ্য মতে, মিয়ানমারের শান, চিন ও রাখাইন প্রদেশে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ও জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। বিভিন্ন স্থানে গোলাবর্ষণ করছে মিয়ানমার বাহিনী।

এতে শত শত বেসামরিক নাগরিক আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে মন্দির-গির্জায়। গত শুক্রবার সকাল দক্ষিণাঞ্চলীয় শান প্রদেশের মোবাই এলাকায় একটি মন্দিরে বোমাবর্ষণ করে মিয়ানমার সেনারা।

এতে দুই শিশুসহ অন্তত চার উদ্বাস্তু বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ওই অঞ্চলে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি ও কারেন ন্যাশনাল ডিফেন্স ফোর্স কারেন এবং জান্তা বাহিনীর লড়াই অব্যাহত রয়েছে।

এ অবস্থায় জান্তা বাহিনীর বিরুদ্ধে একাট্টা হতে চলেছে মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো। এরই মধ্যে রাখাইন রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং ওয়া রাজ্যের ইউনাইটেড ওয়া স্টেট আর্মির শীর্ষ নেতারা সাক্ষাৎ করেছেন।

এদিকে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের গোলাগুলির ঘটনায় সেনা মোতায়েন নিয়ে সরকার এখনই কিছু ভাবছে না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।

গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব এবং দেশের এজেন্সিগুলোকে নিয়ে বৈঠকের পর বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান।

পররাষ্ট্রসচিব বলেন, রোববার একটি উচ্চপর্যায়ের মিটিং করেছি সবাইকে নিয়ে। বাংলাদেশের যত এজেন্সি আছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। আমরা বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও কোস্টগার্ডকে বলে দিয়েছি, বর্ডারে সজাগ থাকতে।

রি-এনফোর্সমেন্ট যেখানে যতটুকু লাগে, করবে। সাগর দিয়ে বা অন্য জায়গা দিয়ে কোনো রোহিঙ্গা যাতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করেছি।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সীমান্তে সেনা মোতায়েনের কথা ভাবছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মুহূর্তে সরকার সেনা মোতায়েনের বিষয়ে ভাবছে না।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago