ভারত সফর শেষে Bangladeshএ পৌঁছেছেন প্রধানমন্ত্রী Sheikh Hasina

ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভারত থেকে বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তিন বছর পর প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে কূটনীতিক ও বিশেষজ্ঞদের পাশাপাশি সাধারণের আগ্রহ ছিল ব্যাপক।

এবারের সফরে বাংলাদেশ কী পেল আর কী দিল-এই সমীকরণ মেলাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার অপেক্ষায় মানুষ। বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার।

এর আগে তাদের রুদ্ধদ্বারসহ কয়েক দফা বৈঠক হয়। শীর্ষ বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী ঘোষণা করেন তাদের আলোচনায় মতৈক্য হওয়া বিষয়গুলো। সে অনুযায়ী বাংলাদেশের প্রাপ্তির তালিকায় রয়েছে- কুশিয়ারা নদীর ১৫৩ কিউসেক জল প্রত্যাহার, জ্বালানি সহায়তা, খাদ্যপণ্য আমদানি।

আর ভারতের প্রাপ্তির তালিকায় রয়েছে-চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার, ফেনী নদীর জল বণ্টন। এছাড়া ভারতের আশ্বাসের মধ্যে রয়ে গেছে বহুল প্রতীক্ষিত তিস্তা নদীর পানিবণ্টন, সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি (সেপা), রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্ত হত্যা ইস্যু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরে বাংলাদেশের প্রত্যাশা-প্রাপ্তি নিয়ে আলাপকালে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, প্রত্যাশা ও প্রাপ্তির বিস্তর ফারাক। আবার দেওয়া-নেওয়ার মধ্যে সামঞ্জস্য রয়েছে বলছেন কেউ কেউ। তারা বলছেন, কী পেলাম, কী দিলাম-বিষয়টি এমন নয়।

দুই দেশের মধ্যে যেসব সমঝোতা স্মারক সই হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সমঝোতা স্মারক ও আলোচনা দুই দেশের সম্পর্কের মজবুত ভিত স্থাপন করেছে। তবে তিস্তা চুক্তির বিষয়ে বিশেষজ্ঞরা একমত পোষণ করে বলেছেন, তিস্তার পানি বণ্টন বিষয়ক সুরাহা বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদীর পানিবণ্টন, রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতার পাশাপাশি দুই দেশের অনিষ্পন্ন বিষয়গুলো গুরুত্ব পাওয়া দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন, পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়াসহ বহুমুখী সম্পর্ক স্থাপিত হবে।

মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রগুলোতে সহযোগিতার পথ প্রশস্ত হবে। দুই দেশের মধ্যে শান্তিপূর্ণভাবে স্থল ও জলসীমার মতো বিষয়গুলো সমাধানে ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপনের সুযোগ সৃষ্টি হবে। দুই দেশের জুডিসিয়াল ও রেল বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণ বিনিময়ের ফলে তাদের দক্ষতা বাড়বে।

পাশাপাশি দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়, যেমন- নিরাপত্তা ইস্যু, আন্তসংযোগ, বিদ্যুৎ খাতে সহযোগিতা, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, জনযোগাযোগ, শিক্ষা ও সাংস্কৃতিক, আন্তদেশীয় বাস চলাচল, রেল ও নৌপথে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা ব্যাপকভাবে বাড়বে।

দিল্লির হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠক নিয়ে গত বুধবার বাংলাদেশ ও ভারত এক যৌথ বিবৃতি প্রকাশ করে। ৩৩টি অনুচ্ছেদের এই বিবৃতিতে বলা হয়-রাজনীতি, নিরাপত্তা, প্রতিরক্ষা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, সংযুক্তি, পানিসম্পদ, উন্নয়ন-সহযোগিতা, সাংস্কৃতিক ও জনগণের মেলবন্ধনসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন দুই প্রধানমন্ত্রী।

সীমান্তে প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় দুই শীর্ষ নেতা সন্তোষ প্রকাশ করেন। দুই পক্ষ সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে সম্মত হন।

দুই শীর্ষ নেতা পরিবেশ, জলবায়ু পরিবর্তন, অন্তর্জাল নিরাপত্তা, তথ্য যোগাযোগ, মহাকাশপ্রযুক্তি, পরিবেশবান্ধব ও সুনীল অর্থনীতির (ব্ল“ ইকোনমি) মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে রাজি হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেছেন।

কোভিড-১৯ মহামারি ও বৈশ্বিক পরিস্থিতির দরুন সরবরাহব্যবস্থা বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে তারা এ অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়নের স্বার্থে বন্ধুত্ব ও অংশীদারিত্বের চেতনায় ব্যাপক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন।
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় ও উপ-আঞ্চলিক রেল, সড়ক ও অন্যান্য সংযুক্তির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

ভারত থেকে চাল, গম, চিনি, পেঁয়াজ, আদা ও রসুনের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ভারত নিজেদের জোগানের বিষয়টি বিবেচনায় নিয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে।

এ লক্ষ্যে ভারত সব রকম প্রয়াস চালাবে। বাংলাদেশ ভারতের ত্রিপুরা সেক্টর থেকে শুরু করে সমগ্র সীমান্তের কাঁটাতারবিহীন অংশগুলোতে কাঁটাতার নির্মাণের কাজ শেষ করার বিষয়ে দুই দেশের নেতারা একমত হয়েছেন।

বাংলাদেশ-ভারতের এই দুই শীর্ষ নেতা সীমান্ত-হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে সম্মত হয়েছেন। তারা দক্ষিণ এশিয়া এবং এর বাইরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদের বিস্তার রুখতে তাঁদের জোরালো অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

জলসম্পদ বণ্টনে সহযোগিতার অংশ হিসেবে দুই শীর্ষ নেতা কুশিয়ারা নদীর পানি বণ্টনে সমঝোতা স্মারক সই হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। ত্রিপুরা রাজ্যের সেচের প্রয়োজনীয়তাকে বিবেচনায় নিয়ে ফেনী নদীর অন্তর্বর্তী চুক্তি সইয়ের জন্য বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে ভারত।

দুই দেশের প্রধানমন্ত্রীরা অন্তর্বর্তী চুক্তি সইয়ের রূপরেখা তৈরি এবং তথ্য-উপাত্ত বিনিময়ের লক্ষ্যে বাড়তি কয়েকটি নদী যুক্ত করতে যৌথ নদী কমিশনের সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে গঙ্গার পানির সর্বোচ্চ সদ্ব্যবহারে যৌথ সমীক্ষার জন্য যৌথ কারিগরি কমিটি গঠনকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতের আলোচনাগুলোর কথা স্মরণ করিয়ে তিস্তার অন্তর্বর্তী পানি চুক্তি সইয়ের জন্য বাংলাদেশের দীর্ঘদিনের অনুরোধ পুনর্ব্যক্ত করেছেন।

অভিন্ন নদীর পানি বণ্টনের অন্তর্বর্তী চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছিল ২০১১ সালে।দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের ফলাফলের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, প্রত্যাশার তুলনায় প্রাপ্তির পরিমাণটা এবার কম।

যে সাতটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ কোনো চুক্তি নয়। তিস্তাচুক্তি বা সীমান্ত হত্যা বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। তিস্তার বিষয়টি ২০১১ সাল থেকেই ঝুলে আছে উল্লেখ করে তিনি বলেন, ২০১১ সালে ভারত তিস্তার পানির ৩৭ দশমিক ৫ শতাংশ শেয়ার করতে সম্মত হয়েছিল এবং ডিসেম্বর থেকে মার্চের মধ্যে শুষ্ক মৌসুমে ৪২ দশমিক ৫ শতাংশ পানি ধরে রেখেছিল।

কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কঠোর বিরোধিতার কারণে চুক্তিটি হয়নি। সে চুক্তি নিয়ে নরেন্দ্র মোদী আশ্বাস দিলেও খুব একটা লাভ হবে না, কারণ মমতা ব্যানার্জি সম্মতি না দিলে তিস্তাচুক্তির সমাধান হবে না।
ইমতিয়াজ আহমেদ আরো বলেন, রোহিঙ্গা ইস্যুতেও আমাদের অপেক্ষা করতে হবে। জাতিসংঘে ভারত রোহিঙ্গাদের বিষয়ে পদক্ষেপ নিলে হয়তো সমাধান হতে পারে।

এছাড়া সীমান্ত হত্যা বন্ধের ক্ষেত্রেও তেমন কোনো আলোচনা হয়নি। অর্থাৎ শীর্ষ পর্যায়ের আলোচনায় দেশের মেজর ইস্যুগুলো নিয়ে সমাধান হয়নি। তবে একটি সফরে সবকিছু আশা করাও ঠিক নয় বলে মন্তব্য করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক।

তার মতে, বাংলাদেশ-ভারতের সম্পর্কের উন্নতি বজায় রাখতে রাষ্ট্রীয় সফর বেশি করা উচিত। যেন চাওয়া-পাওয়ার বিষয়টি আরো স্বচ্ছ হয়।

সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, একটি সফরে সব সঙ্কট সমাধান হবে, বিষয়টি তা নয়। পানিবণ্টন চুক্তির বিষয়ে আলোচনা হলেও কুশিয়ার নদী ছাড়া অন্য নদীর বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

অপরদিকে ভারত ফেনী নদীর পানিও চেয়েছে। তবে আমরা জ্বালানি বিষয়ক সহায়তা পেয়েছি। ভারত থেকে আমরা ডিজেল ও গ্যাস কিনতে পারব। খাদ্যপণ্য আমাদানিতেও আমরা ছাড় পাব। তবে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধান তেমন হয়নি।

এক্ষেত্রে বাংলাদেশ-ভারতের অভ্যন্তরীণ সম্পর্ক আরো দৃঢ় করা উচিত, যেন ভবিষ্যতে দুই দেশের সমস্যাগুলো সমাধান করা সহজ হয়।
চার দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। পরদিন মঙ্গলবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি শীর্ষ বৈঠক করেন। এর আগে মঙ্গলবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদি।

আনুষ্ঠানিকভাবে দেয়া হয় গার্ড অব অনার। চার দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে বৃহস্পতিবার জয়পুরের আজমিরে খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর দরগাহ শরিফ পরিদর্শন ও তার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে কবর জিয়ারতের পর তিনি সেখানে নফল নামাজও আদায় করেন।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 weeks ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

3 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

3 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 weeks ago