ওপার বাংলা

মাথা উঁচু করে চিরকাল আমাকে চলতে শিখিয়েছেন, হে বন্ধু বিদায়!ভাস্কর শামীম শিকদারের মৃত্যুতে অতীতের স্মৃতি মনে করলেন তসলিমা নাসরিন

ঢাকা: চলে গেলেন দাপুটে এক নারী। যিনি তোয়াক্কা করতেন না কাউকে। নিজের দাপটে চলতেন। দেখিয়ে দিয়েছেন নারী কি না পারে। তিনি শামীম সিকদার। সিরাজ সিকদারের বোন তিনি।

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার শিক্ষক ও অনেক বিখ্যাত ভাস্কর্যের শিল্পী শামীম সিকদার মারা গেছেন।

মঙ্গলবার, ২১মার্চ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ইউনাইটেড হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছেন।

জানা গিয়েছে, ভাস্কর শামীম শিকদারের মরদেহ বুধবার অর্থাৎ আজ ২২ মার্চ সকাল ১১টায় চারুকলা প্রাঙ্গণে সব স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে কিনা, সে বিষয়ে তখন জানানো হবে।

মৃত্যুকালে শামীম শিকদারের বয়স হয়েছিল ৭০ বছর। শামিম এক ছেলে এবং এক মেয়ে রেখে গিয়েছেন। তারা দুজনই যুক্তরাজ্য প্রবাসী।

উল্লেখ করা জরুরি যে, ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে ‘স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্যটি তৈরি করেছিলেন শামীম সিকদার। এবং জগন্নাথ হলের সামনে ‘স্বাধীনতার সংগ্রাম’ ভাস্কর্যটি শামিমের করা।

মহৎ কাজের স্বীকৃতি স্বরূপ ২০০০ সালে একুশে পদক পান। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন লেখক তসলিমা নাসরিন।


“হে বন্ধু বিদায়! শামীম সিকদার অসাধারণ মহিলা। ছোটবেলায় সাইকেল চালাতেন। কোনও এক ছেলে তাঁর ওড়না টান মেরে নিয়ে গিয়েছিল। এর পর থেকে আর ওড়না পরেননি, সালোয়ার কামিজও না। প্যান্ট শার্ট পরতেন।

কে কী বলল না বলল, তার কোনও দিন ধার ধারেননি। সিগারেট খেতেন। তাও আড়ালে নয়। সবার সামনে। আমি যদি ডাকাবুকো মেয়ে হই, আমার চেয়ে শত গুণ বেশি ডাকাবুকো শামীম সিকদার। উনি কিন্তু আমার আগের জেনারেশনের মেয়ে, যখন সমাজ আরও রক্ষণশীল ছিল। ঢাকার আর্ট কলেজে পড়াশোনা করেছেন। ভাস্কর্য ডিপার্টমেন্টের মাস্টার হয়েছেন।

কিছু পুরুষ-মাস্টার তাঁকে আর্ট কলেজ থেকে সরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছিলেন একসময়। শামীম সিকদার মোটেও দমে যাননি। মাথা উঁচু করে ফাইট করেছেন। ফাইটার ছিলেন। প্রয়োজনে পকেটে পিস্তল নিয়ে চলতেন। ওই পুরুষ-মাস্টারদের কিন্তু নাম-যশ হয়নি। হয়েছে শামীম সিকদারের।

ঢাকা শহরে তাঁর বিশাল বিশাল ভাস্কর্য শোভা পাচ্ছে ‘স্বোপার্জিত স্বাধীনতা’, ‘স্বাধীনতা সংগ্রাম’ ইত্যাদি। কৈশোরে শামীম সিকদারের জীবন পড়ে চমকিত হতাম। সেই শামীম সিকদার আমার বিরুদ্ধে মৌলবাদীদের ফতোয়া ঘোষণা হওয়ার পর ঢাকার রাস্তায় আমার পক্ষে ব্যানার নিয়ে হেঁটেছেন”।

তসলিমা লিখেছেন, দুঃসময়ে যখন বন্ধুরাই সরে গিয়েছিল, এগিয়ে এসেছিলেন তিনি। শুধু শুধু বসে বসে দুশ্চিন্তা করার বদলে আমাকে কাগজ কলম দিয়েছেন লেখার জন্য।

ইজেল, ক্যানভাস আর রং তুলি দিয়েছিলেন ছবি আঁকার জন্য। অনেক রাত পর্যন্ত আমার সঙ্গে কথা বলতেন। দু’মাস অনেকের বাড়িতে আমাকে লুকিয়ে থাকতে হয়েছিল। সবাই একটা সময় বেঁধে দিয়েছিলেন, ক’দিন থাকতে পারব তার।

শামীম সিকদার কিন্তু কোনও সময় বেঁধে দেননি। কাউকে কোনও দিন ভয় পাননি তিনি। পকেটে অস্ত্র নিয়ে কোর্টেও চলে যেতে চেয়েছিলেন যেদিন জামিনের জন্য আমার যাওয়ার কথা ছিল। এই এক জন মানুষ আমার জীবনে আমি দেখেছি, ‘পাছে লোকে কিছু বলে’-র ভয় যাঁর কোনও দিন ছিল না। মাথা উঁচু করে চিরকাল চলেছেন। আমাকেও চলতে শিখিয়েছেন।

কে বলেছে তিনি আর নেই! আমার হৃদয়ে আছেন তিনি”।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago