ওপার বাংলা

Bangladeshএ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ থামাতে টিয়ার শেল-রাবার বুলেট, পুলিশ বক্সে আগুন, জখম ২৫০

ঢাকা: বাংলাদেশের (Bangladesh) উত্তর জনপদের সরবোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী (rajshahi) বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সঙ্গে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আড়াই শতাধিক জখম হয়েছে।

তবে ১০ জনকে আইসিইউতে ভরতি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটের সামনে এক শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এক শিক্ষার্থীকে মারধোর নিয়ে এ সংঘর্ষ শুরু হয়।

আধাসামরিক বাহিনি বিজিবি এসে  রাত ১২টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে  আড়াইশতাধিক শিক্ষার্থী জখম হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত সাড়ে ১০ টার দিকে পুলিশ টিয়ার শেল-রাবার বুলেট নিক্ষেপ করে। এতে করে আহত শিক্ষার্থীর সংখ্যা আরও বেড়ে যায়। নতুন করে আরও ১০ জনকে বিশ্ববিদ্যালয় মেডিক্যালে নেওয়া হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সদ্য বিদায়ী ব্যাচের শিক্ষার্থী শেখ ইউসুফ বাপ্পী জানান, যে পুলিশ আমাকে বলল, আমরা আপনাদের সাথে আছি।

সেই পুলিশের গুলিতে রক্তাক্ত হয়ে ভার্সিটির বাসে মেডিক্যালে যাচ্ছি। শিক্ষার্থীদের কয়েকজনের অবস্থা গুরুতর। ইট-পাটকেলের আঘাতে অনেকের মাথা ফেটে গেছে। জখম হয়েছেন সংবাদকর্মীরাও।

উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেছেন, সংঘর্ষে জখম শিক্ষার্থীর সংখ্যা দুইশ’র বেশি। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা জানান, এদিন সৈয়দপুর থেকে রাজশাহি আসছিলেন সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক ছাত্র। বাসে তার সঙ্গে সুপারভাইজার ‘বাজে’ আচরণ করেন।

বাসটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে পৌঁছালে ওই শিক্ষার্থী বাস সুপারভাইজারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় বিনোদপুরের এক স্থানীয় বাকবিতণ্ডায় যুক্ত হন।

স্থানীয় ব্যক্তি ওই শিক্ষার্থীকে লাঞ্ছিত করেন। এর সূত্র ধরে স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। স্থানীয়রা কয়েক দফা বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট দিয়ে প্রবেশ করে শিক্ষার্থীর ওপর হামলা চালায়। ইট পাটকেল ছুঁড়তে থাকে।

তারা এসময় পেট্রোল বোমা ছোড়ে । কয়েকজন শিক্ষার্থী বলেন, স্থানীয়রা তুচ্ছ ঘটনায় প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন, এর আগেও অনেকবার শিক্ষার্থীদের লাঞ্ছিত করেছেন। এই ঘটনা ওইসবের পুনরাবৃত্তি।

সংঘর্ষের সময় বিনোদপুর পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়েছে। আগুন বাজারেও ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ফাঁড়িতে কারা আগুন দিয়েছে তা  নিশ্চিত হওয়া যায়নি। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল-রাবার বুলেট নিক্ষেপ করে।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

7 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago