ওপার বাংলা

বাংলাদেশের চট্টগ্রামে ম্যাজিষ্ট্রেট প্রতীক দত্তকে হুমকি দিয়ে ফোন

চট্টগ্রাম: মাত্র দু’ দিন আগে বন্দরনগরী চট্টগ্রামে ইসলামী সাম্প্রদায়িক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠানের অবৈধ দখলে থাকা কয়েক কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছিলেন প্রতীক দত্ত।

তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক এর অধীনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেই জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারিদের সহায়তায় এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন মাত্র। গত ৩০ মে চট্টগ্রাম নগরীর কলেজ রোড এলাকায় প্রায় ৮ শতকেরও বেশি জমিতে গড়ে ওঠা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ( ইসকপ) এর অফিস ও স্থাপনায় অভিযান চালিয়ে তা সরকারের দখলে আনেন।

এই ‘ ইসকপ’ সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী নরঘাতকদের দল জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের দ্বারা পরিচালিত। সেটি উদ্ধার করে দেয়ার দু’ দিনের মাথায়ই সাহসী ম্যাজিষ্ট্রেট প্রতীক দত্তকে হত্যার হুমকি দেয়া হলো তার মোবাইল ফোনে। চট্টগ্রাম জেলা প্রশাসনের এনডিসি ( নেজারত ডেপুটি কালেক্টর) তৌহিদুল ইসলাম জানিয়েছেন, জামায়াত-শিবিরের আস্তানা ও আঁতুড়ঘর ইসলামি সমাজ কল্যাণ পরিষদের উচ্ছেদ অভিযানের পর চট্টগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত কে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮ টা ৪৬ মিনিটে জেলা প্রশাসন, চট্টগ্রাম এর ওয়েবসাইটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের মোবাইল নম্বর +8801937-755842 এ +572582478 নম্বর থেকে একটি কল আসে। কল রিসিভ করার পর ম্যাজিস্ট্রেট কে জঘন্য ভাষায় গালিগালাজ এবং গলা কেটে জবাই করে প্রাণনাশের হুমকি দেয়া হয় (রেকর্ডিং সংযুক্ত)।

এরপর সকাল ৮টা ৪৮ এ +8801942206031 নম্বর থেকে কল আসে এবং একই ব্যক্তি গালিগালাজ শুরু করেন। ম্যাজিস্ট্রেট কথা না বলায় তিনি ১৯ সেকেন্ড পর কলটি কেটে দেন। তিনি আরো জানান, ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত যেহেতু ঢাকায় অফিসিয়াল কাজে হাইকোর্টে গিয়েছেন।

সেজন্য কল যখন পেয়েছেন সে জায়গার অবস্থান অনুসারে ঢাকার শাহবাগ থানায় জিডি দায়ের করেছেন। প্রতীক দত্তের মোবাইলে ফোন করে তাকে জবাই ও গুলি করে হত্যা করার হুমকি দেয়ার পাশাপাশি তাকে জঘন্যভাবে সাম্প্রদায়িক গালিগালাজও করেছে হুমকিদাতা। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সাংবাদিকদের বলেছেন, হুমকির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইসকপ অফিস দখলমুক্ত করতে যা ঘটেছিল ও প্রতিক্রিয়া ## — নগরীর কলেজ রোড এলাকায় দোতলা ভবনে ইসলামী সমাজকল্যাণ পরিষদের কার্যালয়ের পাশাপাশি দারুশ শেফা, হজ কাফেলাসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান পাওয়া যায়। তবে সেগুলো তালাবদ্ধ দেখা যায়। সেগুলোকে সিলগালা করা হয়েছে।

অভিযানে ইসলামী সমাজকল্যাণ পরিষদের কার্যালয় থেকে মতিউর রহমান নিজামীসহ যুদ্ধাপরাধীদের পক্ষে লেখা বিভিন্ন বিতর্কিত বই, জামায়াত-শিবিরের সাংগঠনিক নথিপত্র, প্রকাশনা, সংগঠনের ব্যানার উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী পাকিস্তান আমলে ইসলামী সমাজকল্যাণ পরিষদের শুরু হওয়া কার্যক্রম দেশ স্বাধীনের পর স্থিমিত হয়ে যায়। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর জামায়াত ইসলামী প্রকাশ্য রাজনীতির অনুমতি পেলে সংগঠনটিও পুনরুজ্জীবীত হয়।

১৯৭৭ সালে জামায়াত ঘরানার কয়েকজন ব্যক্তি চট্টগ্রামে ইসলামী সমাজকল্যাণ পরিষদকে (ইসকপ) আবার চাঙ্গা করার উদ্যোগ নেন। তারই অংশ হিসেবে ১৯৭৭ সালে ইসলামী সমাজকল্যাণ পরিষদ নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে প্রথম তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে।

পরের বছর কলেজিয়েট স্কুলের ‍মাঠে মাহফিলের আয়োজন করা হয়। এরপর লালদিঘী মাঠে ও পরবর্তী সময়ে জামায়াত-শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত চকবাজারের প্যারেড কর্নারে পাঁচদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করা হতো। টানা ৩০ বছর ধরে তাফসিরুল কোরআন মাহফিলে বয়ান দেন দেলোয়ার হোসাইন সাঈদী।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারের আগ পর্যন্ত সাঈদীর বয়ান অব্যাহত ছিল। এই মাহফিলের মাধ্যমে দেশে-বিদেশে ছড়িয়ে পড়েছিল সাঈদীর নাম, ছড়িয়ে পড়েছিল ইসলামী সমাজকল্যাণ পরিষদের পরিচিতিও।

আশির দশকের শুরুতেই ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকে খুনের মধ্য দিয়ে চকবাজারে চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসীন কলেজ দখলে নিয়েছিল ছাত্রশিবির।

তিন দশক পর ২০১৭ সালে ছাত্রলীগ ক্যাম্পাস থেকে শিবিরকে হটিয়ে দুই কলেজে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সেদিন ছাত্রলীগের সঙ্গে ছাত্রশিবিরের রক্তক্ষয়ী সংঘাত হয়। ওই সময় বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অদূরে ইসলামী সমাজকল্যাণ পরিষদের কার্যালয় ভাংচুর করেছিল।

তখন থেকেই জামায়াতে ইসলামীর অন্যতম বুদ্ধিবৃত্তিক ও কথিত ধর্মভিত্তিক প্রতিষ্ঠান ইসকপকে বন্ধ ও উচ্ছেদ করার দাবি জানিয়ে আসছিলেন তৎকালীন ছাত্রনেতা নুরুল আজিম রনিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

রনি বলেন, সাঈদীর বয়ানের অধিকাংশ জুড়ে থাকত মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বিভিন্ন বিদ্বেষপূর্ণ কথাবার্তা। জাতির পিতা, জননেত্রী শেখ হাসিনা, শহীদ জননী জাহানারা ইমামকে নিয়ে উসকানিমূলক নানা বক্তব্য দিতেন। ধর্মান্ধতা, উগ্র মৌলবাদ ছড়াতেন।

আমরা এই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানাচ্ছি। চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, ২০১৭ সালের ২১ আগস্ট আমরা দুই কলেজের ছাত্রলীগের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে ইসলামী সমাজকল্যাণ পরিষদের কার্যালয় উচ্ছেদের দাবি জানিয়ে আসছিলাম।

তবে এবার সরকারি প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়ায় কিছুটা স্বস্তিবোধ করছি। ## এদিকে বৃহস্পতিবার সকালে ম্যাজিষ্ট্রেট প্রতীক দত্তকে প্রাননাশের হুমকি দেয়ার পর তিনি ঢাকায় শাহবাগ থানায় একটি সাধারন ডায়েরি ( জিডি) করেছেন। শাহবাগ থানার একজন সাব ইন্সপেক্টরকে এর তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

: সমরেশ বৈদ্য

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

7 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

7 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago