ওপার বাংলা

বাংলাদেশে Sheikh Hasinaর হাত ধরে উদ্বোধন হলো kalna setu, ৬ ঘণ্টায় পৌঁছানো যাবে kolkata

ঢাকা: স্বপ্নের পদ্মা সেতুর পর এবার চালু হলো পদ্মার সিস্টার কালনা ব্রিজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার দুপুর দেড়টায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর আরেকটি স্বপ্নপূরণ হলো দেশের প্রথম ছয় লেনের কালনা সেতু kalna bridge উদ্বোধনের মধ্য দিয়ে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দুপুরে  তার ঢাকার dhaka চামেলী হল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু উদ্বোধন করেন।দেশের ১৮ জেলার বাসিন্দাদের প্রত্যক্ষ সুবিধার পাশাপাশি কলকাতা kolkata ও ঢাকাকে dhaka আরও কাছে নিয়ে এলো।

ফরিদপুর ও নড়াইল জেলার মাঝ দিয়ে প্রবাহিত মধুমতী modhumoti নদীর ওপর নির্মিত হয়েছে দেশের প্রথম ছয় লেনের দৃষ্টিনন্দন ‘মধুমতী সেতু’ তথা কালনা সেতু kalna bridge। ঢাকার সঙ্গে কলকাতার দূরত্ব কমে এলো ১৫০ কিলোমিটর।

এর ফলে শুধু ভারতগামী ভ্রমন পিপাসুরাই নয়,পণ্য আমদানি রপ্তানি খাতে পরিবহণ খরচেও বিপুল সাশ্রয় হলো।সময়ও কমে গেলো অন্তত:ছয়ঘণ্টা।

সড়ক ও জনপথ অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে কালনা সেতু নির্মিত হয়েছে।

কালনা kalna সেতুটি চালু হওয়ায় পদ্মা সেতুর সুফলটি কয়েকগুন বেড়ে গেল। পদ্মার মতোই কালনাঘাটে এসে ফেরি পারাপারের বিড়ম্বনায় পড়তে হচ্ছিল মানুষকে।

ফেরি পার এড়াতে বহু বাসসহ নানা যানবাহন ফরিদপুর, মাগুরা এবং গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা ঘুরে কলকাতায় যেতে হয়েছে। এজন্য সবাই কালনা সেতু kalna bridge উদ্বোধনের অপেক্ষায় ছিলেন।

এপারে গোপালগঞ্জের শংকরপাশা এবং ওপারে নড়াইলের কালনাঘাট। মাঝে প্রবাহিত মধুমতি নদী। এই নদীর ওপরই নির্মিত হয়েছে দেশের প্রথম ছয় লেনের কালনা সেতু kalna bridge।

কালনা সেতুর kalna প্রকল্প ব্যবস্থাপক এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) নড়াইলের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, “কালনা দেশের প্রথম ছয় লেনের সেতু। নেলসন লোস আর্চ টাইপের (ধনুকের মতো বাঁকা) সেতু এটি।

সেতুটির দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭ দশমিক ১ মিটার। দুই পাশে ছয় লেনের সংযোগ সড়ক প্রায় সাড়ে ৪ কিলোমিটার। সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯৬০ কোটি টাকা। এশিয়ান হাইওয়ের ওপর অবস্থিত এটি।

সড়ক যোগাযোগের ক্ষেত্রে কলকাতা পর্যন্ত সরাসরি ভূমিকা রাখবে। কালনা সেতু চালু হওয়ায় শুধু কলকাতা নয়, অসম-সহ ভারতের উত্তর-পূবাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের মাইলফলক রচিত হয়েছে।

২০১৫ সালের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কালনা সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কালনাঘাট থেকে ঢাকার দুরত্ব মাত্র ১০৮ কিলোমিটার। ফলে ঢাকার সঙ্গে নড়াইল, বেনাপোল, যশোর, খুলনাসহ আশেপাশের সড়ক যোগাযোগ ১০০ কিলোমিটার কমে গেলো।

উদ্বোধনের দিন থেকেই সেতুতে চলতে শুরু করেছে যানবাহন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ১৯ ডিসেম্বর নড়াইলের নির্বাচনি জনসভায় এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী ২০১৫ সালের জানুয়ারি মাসে সেতুর কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন।গত ২৫ জুন পদ্মা সেতু চালু হওয়ার পর যশোর ও নড়াইলসহ দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের মানুষের কাছে কালনা kalna ঘাটে সেতুর প্রয়োজনীয়তা বহু গুণ বেড়ে যায়।

পদ্মা সেতু পার হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রবেশদ্বার কালনাঘাট। তাই পদ্মা সেতুর সুফল পেতে মধুমতী নদীর এ সেতুটি নির্মাণ জরুরি হয়ে পড়েছিল। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, পদ্মা সেতু চার লেনের হলেও দেশের প্রথম ছয় লেনের সেতু মধুমতী।

পদ্মা সেতুর পাইলক্যাপ জলের ওপর পর্যন্ত। কিন্তু এ সেতুর পাইলক্যাপ জলের নিচে মাটির ভেতরে। তাই নৌযান চলাচল সমস্যা হবে না, পলি জমবে না এবং নদীর স্রোতও কম বাধাগ্রস্ত হবে।

এদিকে আজ একই সময়ে নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই সেতুটিও উদ্বোধন করেন।তৃতীয় শীতলক্ষ্যা সেতু নারায়ণগঞ্জ শহর ও বন্দর উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হলো।

সেতুটি বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের নামে নামকরণ করা হয়েছে। এটি নারায়ণগঞ্জ শহরকে বন্দর উপজেলার সাথে সংযুক্ত করবে, অর্থনীতি চাঙ্গা করবে, পদ্মা সেতুর মাধ্যমে চট্টগ্রাম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলার মধ্যে যোগাযোগ সহজতর করবে।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

23 hours ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

2 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

4 days ago