ওপার বাংলা

বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কার পক্ষে? বাক স্বাধীনতা না ফতোয়ার? বিজ্ঞানের নাকি কোরানেরঃ শাণিত তসলিমা

বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্তি পেয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব নাছিমা বেগম।

২২ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়েছে।

নারীবাদী, মানবতাবাদী সর্বোপরি বাক-স্বাধীনতার পক্ষে লড়ে যাওয়া একজন লেখক যিনি জীবন যুদ্ধে ‘হার’ শব্দকে কোনদিন গ্রহণ করেননি। সর্বদা মুক্ত মানসিকতা নিয়ে চলা একজন মানুষ তসলিমা মুখ খুলেছেন নাছিমা বেগমকে নিয়ে।

তিনি লিখেছেন, আসলে হিজাব পরিধান করা নাছিমা কোন পক্ষকে সমর্থন করবেন? তিনি কি বিশ্বাস করতে পারবেন যাঁরা আল্লায় বিশ্বাস করেন না তাঁদের বাক-স্বাধীনতায়? নারীর ওপর ইসলাম যেভাবে পুরুষকে আধিপত্য করার অধিকার দিয়েছে, সে বিষয়ে যদি কেউ খোলাখুলি নিজের মত প্রকাশ করে, মানবাধিকার লঙ্ঘন করা ইসলামের আইনের বিরোধিতা করে, নাছিমা কি পারবেন তাঁদের সমর্থন করতে? 

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আসলে কার পক্ষ নেবেন বাক স্বাধীনতার না ফতোয়ার? বিজ্ঞানের নাকি কোরানের? 

“বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন হিজাবি নাছিমা বেগম। হিজাবি মহিলা নিশ্চয়ই কট্টর মুসলমান। নিশ্চয়ই কোরানের সেই সব আয়াতে উনি বিশ্বাস করেন, যে সব আয়াতে বিধর্মী এবং ইসলামে অবিশ্বাসীদের পেছন থেকে বাঁ হাত ডান পা আর ডান হাত বাঁ পা তলোয়ার দিয়ে কেটে ফেলে হত্যা করার উপদেশ দেওয়া হয়েছে। উনি কি আল্লাহ রসুলে যাদের বিশ্বাস নেই, তাদের বাক স্বাধীনতায় বিশ্বাস করেন? তারা যদি নিন্দে করে মানবাধিকার লঙ্ঘন করা ইসলামের আইনগুলোর, তারা যদি সমালোচনা করে নারীর ওপর ইসলাম যেভাবে পুরুষকে আধিপত্য করার অধিকার দিয়েছে, তার? তারপর মোল্লা মৌলবাদিরা যদি ফতোয়া দেয় অবিশ্বাসীদের বিরুদ্ধে, তাদের মাথার দাম ঘোষণা করে? নাছিমা বেগম কার পক্ষ নেবেন? বাক স্বাধীনতার না ফতোয়ার? কার পক্ষ নেবেন? সমানাধিকারের নাকি প্রভু-দাসির সম্পর্কের? বিজ্ঞানের নাকি কোরানের? তাঁর হিজাবই বলে দেয় তিনি কার পক্ষ নেবেন। তাহলে ধারণা করা যায়, বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সব রকম বিশ্বাসের এবং জেন্ডারের মানুষের মানবাধিকারে বিশ্বাস করবেন না। তা না করলে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে নিশ্চয়ই তিনি অযোগ্য এক লোক।”

তসলিমা নাসরিন অত্যন্ত পরিষ্কার ভাষায় নিজেই উত্তর দিয়েছেন, নাছিমার “হিজাবই বলে দেয় তিনি কার পক্ষ নেবেন”। 

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদের জন্যে নাছিমা বেগম কোনমতেই যোগ্য নন। কারণ মানবাধিকারে বিশ্বাসী একজন মানুষ শুধু মানবাধিকারে বিশ্বাস করবেন, কোন ধর্ম নয়, জাত নয়। 

আমরা দেখেছি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন যখনই কেউ বিপদে পড়েছে, তা যে ধর্মই হোক না কেন, হিন্দু অথবা মুসলমান খ্রিশ্চান অথবা বৌদ্ধ, তিনি তাঁদের মানবাধিকারের পক্ষে লড়েছেন। বর্তমানেও লড়ে চলেছেন।

এনআরসি নিয়ে খোলাখুলি তসলিমা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা সর্বধর্মের মানবাধিকার নিয়ে তিনি ভাবছেন। লিখে চলেছেন একের পর এক সূক্ষ্ম লেখা।

জাতি-ধর্ম নির্বিশেষ তসলিমা পাশে দাঁড়াচ্ছেন সকলের, সবসময়।

 

 

 

 

সাগরিকা দাস

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 day ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

2 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

4 days ago