ওপার বাংলা

‘বিয়েই যদি টার্গেট থাকতো, আগেই কোপাকুপি হতো’ নয়ন হত্যার পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র !

বাংলাদেশের বরগুনায় মর্মান্তিকভাবে প্রকাশ্য দিবালোকে রিফাত হত্যামামলা ক্রমশ জটিল হচ্ছে। বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপিত হচ্ছে। যে বিষয়গুলো সত্যিই ভাবাচ্ছে বিশ্বের মানুষকে।

প্রথমত, গত ২৬ জুন রিফাত শরীফকে প্রকাশ্যে সহস্র মানুষের সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেদিন রাতেই ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন মিন্নির বাবা।

মামলায় ঘটনার প্রত্যক্ষদর্শী রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে প্রধান সাক্ষী করা হয়। বিগত ১ জুলাই থেকে গ্রেপ্তারকৃত আসামিরা জবানবন্দি দিচ্ছেন একের পর এক। সে জবানবন্দী প্রকাশ পাচ্ছে না।  ফৌজদারি আইন অনুযায়ী সে জবানবন্দী প্রকাশ পাবার কথাও নয়। কিন্তু মিন্নি গ্রেপ্তার হবার পর পুলিশের কাছে প্রদান করা ১৬১ ধারার জবানবন্দি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে। এরপর ফের আদালতে ১৬৪ ধরায় মিন্নির দেওয়া জবানবন্দি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। ওই দৈনিকটি কোন সূত্র থেকে জবানবন্দির কপি পেয়েছে, তা উল্লেখ করেনি।

এ বিষয়ে মিন্নির পরিবারের প্রশ্ন হল, যারা প্রকাশ্য দিবালোকে রিফাতকে কোপাল, তারাও তো জবানবন্দি দিয়েছে। কিন্তু সেটি তো কোন সংবাদ মাধ্যমে আসছে না। তবে মিন্নির জবানবন্দিই কেন বারবার প্রকাশ হচ্ছে ? কে সরবরাহ করছে এই তথ্যগুলো?

কালের কন্ঠ’কে মিন্নির বাবা বলেছেন, ‘প্রভাবশালী চক্রটি নির্যাতন করে মিন্নির কাছ থেকে আদায় করা জবানবন্দি প্রকাশ্যে এনেছে। যাতে তারা প্রমাণ করতে পারে যে মিন্নির জন্যই রিফাত খুন হয়েছে। তাতে মামলা দুর্বল হবে। প্রভাবশালীদের ক্যাডাররা খুনের দায় থেকে বেঁচে যাবে।’

দ্বিতীয়ত, নয়ন বন্ড তো ‘নয়ন বন্ড’ হয়ে জন্ম নেয়নি। তবে তাকে কে নিজের কাজে ব্যবহার করে বন্ড বানালো? নয়নের মায়ের গভীর প্রশ্ন।

শাহিদা বেগম সরাসরি দাবি করেছেন, মিন্নি যদিও এই মামলার সঙ্গে জড়িত, কিন্তু এই ঘটনার পেছনে আরো রহস্য আছে।  ‘মিন্নি জড়িত থাকলেও এর পেছনে আরো কিছু আছে। তা নাইলে আমার পোলাডা ক্যান মারতে গেলো? সব বাইর না কইরা ওরেই ক্যান মারল? মিন্নি যহন রিফাতরে বিয়া করছে তখন তো মারে নাই। কোনো ঝামেলাই তো দেখি নাই।’

‘কারা এই ঘটনার পেছনে হেই মূল রহস্যডা আমি এহনো বুঝতে পারছি না। আমার ছেলেডা যদি বাইচা থাকতে, তাইলে মূল রহস্যডা বলা যাইতে। তারপর আইনে যে বিচার হইতে মাইনা নিতাম। তার বিচার কারা করলে আমি কিছুই বুঝতাছি না। আমার নয়ন বইলা যাইতে, এর পেছনে আরো কিছু লোক মনে হয় আছে। আমার এইয়া সন্দেহ হয়। এর কোথায় কী পরিকল্পনা তা পাইতাছি না। এর ভেতরে আরো কিছু লুকাইন্না আছে। এতো পোলাপাইন ক্যান আইলে। এক গুলিতে দুইডা পাখি মাইরা ফালাইছে। রিফাতরে যে কোপ দিলে, মারা না গেলেও ওর (নয়ন) দুই বছরের সাজাও তো হইতে। এগো (হামলাকারীদের) বড় ধরনের কিছু (লোভ) দেখাইছে।’

হে কি এক দিনে নয়ন বন্ড হইছে? কারা বানাইছে?

স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা বহু মানুষ অভিযোগ করেছেন, নয়ন এবং অন্যান্য অপরাধীদের সাহায্য করতেন জেলা আওয়ামী লীগ নেতা সুনাম দেবনাথ।

তৃতীয়ত, নিহত নয়নের মা শাহিদা বেগম বলেন, ‘বিয়া নিয়া যদি টার্গেট থাকতো, আগেই কোপাকুপি হইতে। এইডা তো হয় নাই। ক্যামনে যে হইলে জানি না।’

সূত্রঃকালের কন্ঠ

 

 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago