ওপার বাংলা

আজ ভাষা দিবস, আমিও ভাষার উৎসব করবো আজ: Taslima Nasrin

নয়াদিল্লি: আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসে কী লিখলেন লেখক Taslima nasrin? তিনি বিতাড়িত দেশ থেকে, কিন্তু বাংলার কাছাকাছি আর বাঙালি পাওয়া যায় বলে তিনি ভারতেই আছেন, একথা তাঁর নিজের মুখেই বলা।

“আমরা ভাষা দিবস বলতাম না কখনও। বলতাম একুশে ফেব্রুয়ারি। এখনও একুশে ফেব্রুয়ারিই বলি। দিনটা এলে কেমন ঈদ ঈদ লাগতো। সারাদিন সাদা শাড়ি পরে রাস্তায় খালি পায়ে হেঁটে,শহিদ মিনারে ফুল দিয়ে, গান গেয়ে, কবিতা পড়ে সময় কেটে যেতো।

যে ভাষার জন্য যুদ্ধ করেছিলাম, সে ভাষায় আজ আমি কথা বলি, সে ভাষায় লিখি। ভাষা আমার স্বাধীনতার আরেক নাম। ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি। মানুষ টাকা পয়সার জন্য, ধর্মের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, ভূমি দখলের জন্য যুদ্ধ করে।

ভাষার জন্য যুদ্ধ করা সাধারণ মানুষের কাজ নয়। আমরা অসাধারণ সব কাজ করেছি। এখন অবশ্য সবাই মিলে নষ্ট হয়ে গেছি। তারপরও ভালো যে আলপনাটা আঁকি। এখনও কিছু ফুল দিই পাদদেশে। হঠাৎ একদিন যদি শুনি একুশে ফেব্রয়ারিতে শহিদ মিনারে ফুল দেওয়া নিষেধ, গান গাওয়া নিষেধ,বই বেরোনো নিষেধ —অবাক হবো না।

আমি আজকাল কোনও দুঃসংবাদে আর অবাক হই না। দুঃখ পেতে পেতে পাথর হয়ে গেছি।

বাংলা ভাষার লেখকদের বই নিষিদ্ধ করা হলেও যারা চুপ করে থাকে, বাংলা ভাষার লেখকদের অন্যায়ভাবে দেশ থেকে বিতাড়িত করা হলেও যারা চুপ করে থাকে, বাংলা ভাষার লেখকদের কুপিয়ে মেরে ফেলা হলেও যারা চুপ করে থাকে — তারা আজ শব্দ করে গাইছে ‘ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।

একুশে ফেব্রুয়ারির সকালে আমরা অনেক দূর থেকে সাদা শাড়ি বা সাদা জামা পরে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি –এই গানটি গাইতে গাইতে খালি পায়ে হেঁটে হেঁটে শহিদ মিনারে যেতাম ফুল দিতে। জানিনা এখনও আমাদের মতো করে নতুন ছেলেমেয়েরা গান গাইতে গাইতে ফুল হাতে শহিদ মিনারের দিকে হেঁটে যায় কিনা।

এটি সংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছিল। ধর্মের সঙ্গে সম্পর্ক নেই যেসব সংস্কৃতির–সেসবকে বাঁচিয়ে রাখতে হবে। একটি জাতির সংস্কৃতি যখন ঈদ, রোজা, জুম্মা, হজ্ব, শবে বরাত, শবে কদর, মিলাদ, কীর্তন, পুজা, বড়দিন হয়ে ওঠে, তখন আশংকা হয়।

এসব অলৌকিকের মধ্যে খাবি খেতে খেতে মানুষ নরকের ভয়ে তটস্থ, আর স্বর্গের লোভে ব্যাতিব্যস্ত। তার চেয়ে একুশে ফেব্রুয়ারি , পয়লা বৈশাখ , প্রথম ফাল্গুন , নবান্নের উৎসব হোক, বইমেলা হোক, ফুলের মেলা হোক, জ্ঞান বিজ্ঞানের মেলা হোক, নাটক সিনেমা নাচ গানের উৎসব হোক।

লৌকিকতার জয়গান গাক মানুষ। অলৌকিকতা অনুজ্জ্বল হতে থাকুক। ৪ আজ ভাষা দিবস। ঘরে আমি আর আমার বেড়াল, আর কেউ নেই। কোথাও যাবার নেই সারাদিন।

না আমার, না বেড়ালের। আজ তোমরা গান গাও, আজ নাচো। ভাষার উৎসব করো, স্বরবর্ণে সাজাও শহর, ব্যাঞ্জনবর্ণে শরীর। কবিতা পড়তে পড়তে চোখের জল ফেলো। গান গাইতে গাইতে শহিদ মিনারের দিকে হাঁটো। যত ফুল আছে দেশে,মিনারের পাদদেশে দাও। ভাষাকে ধন্য করো। আজ তোমাদের দিন।

তোমরা এক একজন সৈনিক ভাষার কসম খেয়ে বড় বড় প্রস্তুতি নাও আগামির, নিতে হয়, এই দিনে এমনই নিয়ম। এ দিন আমার নয়। ছিল কোনও একদিন আমার দিন। আমার ভাষা থেকে আমাকে তাড়িয়েছ আজ তিরিশ বছর, ভাষার ত্রিসীমানা থেকে আমাকে বিদেয় করেছ দেড়যুগ হলো।

অন্য ভাষাকে অনুচ্চারিত রেখে, অন্য দেশকে অস্বীকার করে, তোমাদের বন্ধ দরজার সামনে অপেক্ষা করছি অনেক বছর, দরজা কিন্তু কেউ খুলছো না। আমি যে দাঁড়িয়ে আছি, দেখছো, কিন্তু কোথাও বলছো না দেখছো যেন দেশটা তোমাদের একার, যেন তোমাদের একার ভাষা, যে ভাষায় আমি কথা বলি।

যে ভাষায় লিখি, তা আমার নয়, তোমাদের, তোমাদের একার। যে ভাষায় আমার শৈশব কৈশোর, যে ভাষায় যৌবন, যে ভাষায় স্বপ্ন দেখি, আমার নয়, কখনও ছিল না, তোমাদের সব। ভাষাকে যেন আমি যত বাসি, তার চেয়ে বেশি ভালোবাসো বা বেসেছিলে কোনওদিন!

আজ ভাষা দিবস, আমিও ভাষার উৎসব করবো আজ। তোমাদের ওই ভাষায় একটি শব্দও আমি উচ্চারণ করবো না আজ, একটি শব্দ কোথাও লিখবো না আজ, আজ উৎসব করবো কোনও স্বপ্ন না দেখে, আজ শুধু বেড়ালের সঙ্গে কথা বলবো, বেড়ালের ভাষায়”।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

7 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago