তীব্র গরম-যানজটে নাকাল Dhaka-বাসী

ঢাকা: বাংলাদেশের (bangladesh) রাজধানীতে (dhaka) আবারো শুরু হয়েছে তীব্র গরম। তীব্র গরমের সাথে দীর্ঘ যানজটের কারণে নগরবাসীকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। গতকাল রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীতে তীব্র যানজট দেখা দেয়।

বাসে ১০ মিনিটের পথ পার হতে লেগেছে এক ঘণ্টার বেশি সময়। অফিসগামী যাত্রী, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। এরফলে গরম আর যানজটের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।

জানা গেছে, রোববার সপ্তাহের প্রধম কর্মদিবসে রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। রাজধানীর মতিঝিল, কাকরাইল, মৎস্যভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি, মহাখালী, রামপুরা ও বিমানবন্দর এলাকা ঘুরে দেখা যায়, রাস্তায় ব্যক্তিগত গাড়িসহ গণপরিবহন খুবই ধীরগতিতে চলছে।

কোথাও কোথাও এক সিগনালেই আটকে থাকে ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত। এরপর কয়েক মিনিট চলার পর আবারো আটকা পড়ে জটে। একই অবস্থা ছিল ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর ও আসাদগেট এলাকাতেও। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শ্রমজীবী মানুষ ও গণপরিবহনের যাত্রীরা। সড়কে ছুটে চলা প্রতিটি গাড়ির ভেতরে যেন উনুনের মতো তাপ।

এতে ঘেমে একাকার যাত্রীসহ সবাই। তীব্র গরম আর দীর্ঘ যানজটের কারণে রাজধানীতে খেটে খাওয়া মানুষদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। গত দুইদিনে তীব্র গরমে মানুষের নাভিশ্বাস উঠে গেছে।

মিরপুরের (mirpur) বাসিন্দা সহিদুল ইসলাম রেজা বলেন, রোববার সকাল থেকে নগরীর সড়কগুলোয় অসহনীয় যানজট। প্রচণ্ড গরম এবং যানজটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছি। এভাবে এ নগরীতে টিকে থাকা দুষ্কর হয়ে পড়ছে।

শাহবাগ থেকে মিরপুরগামী (mirpur) বাসের যাত্রী সফিকুল ইসলাম বলেন, সপ্তাহের প্রথম দিন গতকাল রোববার রাস্তায় ছিলো তীব্র যানজট। ঢাকায় থাকতে আর ভালো লাগে না। বাংলামোটর থেকে বাড্ডার পথচারী আবুল কাশেম বলেন, ভেবেছিলাম গতকাল রোববার একটু যানজট কম হবে, এখন দেখি শুরুতেই যানজট। মালিবাগে কথা হয় মোহাম্মদপুরের যাত্রী নজরুল ইসলামের সঙ্গে।

তিনি বলেন, এমনিতেই মালিবাগে যানজট থাকে। গতকাল রোববার সপ্তাহের প্রথম দিন আরো তীব্রযানজটের সৃষ্টি হয়। গতকাল রোববার রাজধানীর মোড়ে মোড়ে যানবাহনের চাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে ট্রাফিক সদস্যদের। জ্যামে আটকা পড়ে বিরক্ত যাত্রীরা বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করেছে।

বাংলামোটর থেকে রমনা (Ramna) এলাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসা রওশন জাহেদ বলেন, আমার বাসা কাঁঠালবাগান। ব্যক্তিগত কাজে মন্ত্রণালয়ের উদ্দেশে গতকাল রোববার সকাল ১০টায় বাসা থেকে বের হয়ে দেখি রাস্তা ব্লক। কিছুক্ষণ হেঁটে একটু ফাঁকা দেখে রিকশা নিই।

রিকশায় বাংলামোটর আসার পর দেখি আর যাওয়ার মতো পরিস্থিতি নেই। তারপর বাকি পথ হেঁটেই এসেছি। আসার পথে দেখি, সব গাড়ি দাঁড়িয়ে আছে।

বাড্ডা থেকে মালিবাগ হয়ে সদরঘাটের যাত্রী শেখ নজরুল ইসলাম মিঠু বলেন, রামপুরা থেকে জ্যাম। এর আগে কখনো এরকম জ্যাম দেখিনি। ফ্লাইওভারের উপরে-নিচে সব ব্লক, কোনো গাড়ি চলছে না। তবে বিহঙ্গ পরিবহনের ওয়েবিল কর্মকর্তা জানান, সকাল থেকে আমাদের সব গাড়ি বন্ধ। সকাল ৬টায় মিরপুর থেকে ছেড়ে আসা গাড়ি ৬ ঘণ্টা পর সদরঘাট পৌঁছেছে।

সূত্র জানায়, রাজধানীজুড়ে তীব্র যানজট। প্রতিটি সড়ক কিংবা অলিগলি, সব খানেই যানবাহনের তীব্র চাপ। প্রচণ্ড গরম আর অসহনীয় বাহনজটে গতকাল রোববার দিনভর নাকাল ছিলো নগরবাসী। মাথার ওপর প্রখর রোদ, সঙ্গে গ্রীষ্মের প্রচণ্ড গরম। লাখো নগরবাসীর গন্তব্যে পৌঁছানোর অস্থিরতা।

এসবই যেন তুচ্ছ-অর্থহীন রাজধানীর যানজটের কাছে। প্রায় প্রতিটি সড়ক আর অলিগলির তীব্র যানজটের যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। তবে মেঘমুক্ত আকাশে বাতাসের আদ্রতা বেড়ে যাওয়ায় মাঠেঘাটে ঠাঠা রোদ। দুর্বিষহ গরমে হাঁপিয়ে উঠছে সবাই। বাংলা বর্ষপঞ্জী অনুযায়ী এখন তুমুল বৃষ্টির সময়।

অথচ দেশের বেশিরভাগ এলাকাজুড়ে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। অসহনীয় তাপ আগুনের হল্কা হয়ে বিঁধছে শরীরে। গরমে নাজেহাল জনজীবন। হাসপাতালে শিশু রোগীদের ভিড় বাড়ছে। গরমে রাজধানী ঢাকা যেন হয়ে উঠছে জ্বলন্ত কড়াই। ঘর থেকে বের হলেই লুহাওয়া এসে গায়ে জ্বালা ধরাচ্ছে।

সূর্য ডোবার পরও শীতল হচ্ছে না চারপাশ। রাজধানীর ফ্ল্যাটগুলোর ভেতরে ভ্যাপসা গরম। কংক্রিটের তৈরি সড়ক আর যানবাহনের গরম বাতাস তাপমাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে। অন্য এলাকার চেয়ে ঢাকার তাপমাত্রা গড়ে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি অনুভূত হচ্ছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার। এসব যন্ত্রের ব্যবহার যতই বাড়ছে, ভবনের বাইরের এলাকার তাপমাত্রা ততই বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির জন্য টাইলস ও কাচের ভবনকেও দায়ী করা হচ্ছে। তীব্র গরমে রোগী বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে।

তাদের বেশিরভাগই ঠান্ডা জ্বর, বমি ও পেটের সমস্যায় ভুগছে। চিকিৎসকরা বলছেন, গরমে ঘেমে গলাব্যথা, বমি ও জ্বরের রোগী আসছে বেশি। চিকিৎসকরা বলছেন, শিশুর জ্বর, বমি, ডায়রিয়া ও গলাব্যথা হলে দেরি না করে অভিভাবকদের উচিত চিকিৎসকের পরামর্শ মেনে চলা।

জানা গেছে, রোববার ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নানা কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। এ কারণে আশপাশের সড়কে যানচলাচল কিছুটা সীমিত করা হয়েছে। এতে ওই এলাকা এবং আশপাশের এলাকার সড়কে যানজট তৈরি হয়। অন্যান্য সড়কেও এর প্রভাব পড়ে।   যানজটে ভোগন্তিতে পড়া অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন।

শাহবাগ থেকে উত্তরাগামী যাত্রী কাওসার হোসেন লিখেছেন, বিজয় সরণির জ্যামে বসে আছি ৪০ মিনিট। তারিফ উল্লাহ নামে আরেক ব্যক্তি লিখেছেন, কুর্মিটোলা হাসপাতাল থেকে বিজয় সরণি পর্যন্ত পুরো প্যাকড।

গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে আয়োজিত কর্মসূচির বিষয়টি অবহিত করে যান চলাচল সীমিত করা হবে বলে আগেই জানিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার বিকেলে ট্রাফিক মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তারেক আহমেদ বলেন, ভিভিআইপি মুভমেন্টের কারণে সাড়ে ১২টা পর্যন্ত যানচলাচল সীমিত করা হয়েছিল। কোনো কোনো স্থানে নিয়ন্ত্রণও করা হয়। তবে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago