ওপার বাংলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভারতের প্রতিনিধিত্বকে বাদ দেওয়ার কথা ভাবাও যায় নাঃ ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,

“মুক্তিযুদ্ধের প্রধান সাহায্যকারী এবং সবচাইতে বড় মিত্র দেশ হলো ভারত। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্বকে আমরা বাদ দেবো-এটাতো চিন্তাও করা যায় না।”

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উল্লেখযোগ্য যে, বাংলাদেশের বিরোধি রাজনৈতিক দল উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কোন অবস্থাতেই মুজিব বর্ষে বাংলাদেশে আনা যাবে না।

এ বিষয়ে মোদিকে ‘স্বীকৃত দাঙ্গাবাজ’ বলে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক। মোদির হাতে মুসলিমসহ গণমানুষের রক্ত লেগে আছে- মন্তব্য করে নুরুল বলেছেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মোদি এলে ছাত্রসমাজের রক্তের গঙ্গা বয়ে যাবে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর মতো একটি মহৎ অনুষ্ঠানে মোদিকে অংশ নিতে দেব না।”

পাল্টা মোক্ষম জবাবটি এবার দিয়ে দিলেন মন্ত্রী ওবায়দুল কাদের।

“মুক্তিযুদ্ধের প্রধান সাহায্যকারী ও মিত্র দেশ হিসেবে ভারতকে মুজিববর্ষে আমন্ত্রণ করেছি। তাদের দেশের অভ্যন্তরের কোনো বিষয়ে যে সংঘাত, সংঘর্ষ, রাজনৈতিক বিরোধ-এটা চিন্তা করে তো আমরা তাদের আমন্ত্রণ জানাইনি।
আর তাদের অভ্যন্তরীণ সংঘাতে আমাদের এখানে কোনো বিরোধ-প্রতিক্রিয়া হলে এ বিষয়ে আমরা ভারত সরকারের সঙ্গে আলাপ আলোচনা করেই সমাধান করতে পারি। কিন্তু এ রকম একটা অনুষ্ঠানে সবচেয়ে বড় মিত্র দেশ ভারত এবং স্বাধীনতার যুদ্ধে সহযোগিতাকারী প্রধান দেশ হিসেবে সে দেশের প্রতিনিধিত্বকে আমরা বাদ দেবো-এটাতো চিন্তাও করা যায় না।”

প্রসঙ্গত উল্লেখ্য যে, সোশ্যাল মিডিয়ায় নয়া দিল্লির মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে।

এদিকে আওয়ামি লীগ সদস্যরাও কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধদের।

মন্ত্রী বলেছেন, নয়া দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যে দাঙ্গা হচ্ছে, তা সম্পূর্ণই ভারতের আভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমরা কেন অযথা নাক গলাতে যাবো। তাদের অভ্যন্তরীণ সমস্যার সমাধান তারাই খুঁজে নেবে।

তিনি মিত্র দেশ ভারতের পক্ষে আরো বলেন যে, “আমাদের রক্তের সঙ্গে ভারতের রক্ত মিশে আছে। সুতরাং ভারতকে এই মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো কৃতঘ্নতার পরিচয়।”

 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

16 hours ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 day ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago