ওপার বাংলা

সংকটমোচক ভারতঃ এবার বন্ধুপ্রতিম বাংলাদেশকে হাইড্রোক্সিক্লোরোকুইন দেবে নয়া দিল্লি

ভারত-বাংলাদেশের বন্ধুত্ব চিরকালের! করোনা মোকাবিলায় আমেরিকা, ব্রাজিল, ইজরায়েলের পর প্রতিবেশি বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশকে হাইড্রোক্সিক্লোরোকুইন দেবে নয়া দিল্লি।

সারা বিশ্বে ২৫ টি দেশে রফতানি শুরু করেছেন ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার সরকারি একটি সূত্রে ২৫টি দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়। ভারতে এই ওষুধটি পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে আশ্বস্তও করা হয়।

জানা গেছে, আমেরিকাসহ মোট ৩০টি দেশ ভারতের কাছে ওষুধের জন্য অনুরোধ জানিয়েছিল। সেখানে ২৫টি দেশে রফতানির ছাড়পত্র দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ টন ওষুধ নিয়ে মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার একটি বিমান শ্রীলঙ্কা পৌঁছে গেছে। এতে বাংলাদেশ, ভুটান,  আফগানিস্তান, নেপাল, মায়ানমার, সেশেলস, মরিশাস এবং কিছু আফ্রিকার দেশ ভারতে তৈরি হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ পাবে।

শুধু তাই নয়, প্যারাসিটামল এবং হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে ভারতীয় ফার্মাসিউক্যালস কোম্পানিগুলির সঙ্গে বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

বেশ কয়েকটি দেশের রাষ্ট্রনেতা দুঃসময়ে দেশগুলোর পাশে থেকে সাহায্য করার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছেন।

এঁদের মধ্যে রয়েছেন, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ব্রাজিলের রাষ্ট্রপতি, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বৃহস্পতিবার টুইটারের মাধ্যমে প্রকাশ করেছেন সে আবেগঃ “হাইড্রোক্সিক্লরোকুইন পাঠানোর জন্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। ইজরায়েলের সকল নাগরিক আপনাকে ধন্যবাদ জানিয়েছে।”

ইজরায়েলের আগে ব্রাজিল, আমেরিকাও ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এ সন্দর্ভে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সংকটের সময় বন্ধু বন্ধুর কাজে আসে। সাহয্যের জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ, আমেরিকা আপনার সাহায্য কোনদিন ভুলবে না।”

অন্যদিকে, ব্রাজিলের রাষ্ট্রপতি জের বোলসোনারওয়ে মোদিএক চিঠির মাধ্যমে এই ওষুধ পাঠানোর জন্যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এবং মোদিকে হনুমানের সঙ্গে তুলনা করেছেন তিনি। যেভাবে লক্ষণের জন্যে হনুমান সঞ্জীবনী নিয়ে গিয়েছিলেন ঠিক তেমনি মোদি।

 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 weeks ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

3 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

3 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 weeks ago