ওপার বাংলা

বাংলাদেশে দূষণ নিয়ে ব্যাখ্যা চেয়েছে হাইকোট

ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুদূষণ রোধে কী ব্যবস্থা, বুধবার জানতে চান হাইকোর্ট। পাশাপাশি পরিবেশ দূষণকারীদের নাম প্রকাশ করে ২ সপ্তাহের মধ্যে আদালতে অগ্রগতির প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পরিবেশ দূষণকারীদের নাম গণমাধ্যমে প্রকাশের ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যাখ্যা করতে বলেছেন আদালত। প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হিউমান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এবং রুল জারি করেন।

শুনানির সময় রিট আবেদনকারীর কৌঁসুলি মনজিল মুর্শিদ হাইকোর্টকে বলেন, কর্তৃপক্ষ তথ্য অধিকার আইন এবং পরিবেশ সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারাগুলোর অধীনে পরিবেশ দূষণকারীদের তথ্য প্রকাশ করতে বাধ্য। তিনি যুক্তি দেন, কিন্তু পরিবেশ অধিদপ্তর আইন লঙ্ঘন করে দূষণকারীদের পক্ষে অবস্থান নিয়েছে।

এক সপ্তাহ ধরে বায়ুদূষণে বিশ্বের মধ্যে শীর্ষে আছে ঢাকা। রাজধানী ঢাকার বায়ুদূষণ রোধে নেওয়া ব্যবস্থার বিষয়ে আগামী রবিবারের মধ্যে সরকার, পরিবেশ অধিদপ্তর ও ঢাকা সিটি করপোরেশনকে জানানোর নির্দেশ দিয়েছেন আদালত। এক রিট আবেদনের শুনানির সময় বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০১৯ সালে এ রিট আবেদন করেছিল। রিটকারীর আইনজীবী মনজিল মোরশেদ আদালতে বলেন, ঢাকার বায়ুদূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকার, পরিবেশ অধিদপ্তর ও ঢাকা সিটি করপোরেশনকে এর আগে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় গত ৭ দিন ধরে ঢাকার বায়ুদূষণ শীর্ষে রয়েছে।  হাইকোর্টের আদেশ মেনে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে ঢাকা এভাবে দূষিত হতো না বলে মন্তব্য করেন তিনি।

একই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বায়ুদূষণের জন্য দায়ীদের বিরুদ্ধে সপ্তাহে ২ বার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে ২০১৯ সালের ২৮ জানুয়ারি নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

২০২৩ সালের জানুয়ারি মাসে একদিনও বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিতে পারেনি ঢাকাবাসী। বাংলাদেশের বৃহত্তম শহর ঢাকা। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর দিকে একটি সমতল এলাকাতে অবস্থিত। এলাকার জনসংখ্যা প্রায় ২ কোটি ১০ লক্ষ।

যা দেশের মোট জনসংখ্যার প্রায় শতকরা ১১ ভাগ। রোজ প্রায় ৫ লক্ষ রিকশা চলাচল করে ঢাকায়। বাস, গাড়ি, ট্যাক্সি সবেরই আধিক্য বেশি। ফলে এমনিতেই এই শহরের বাতাস ভারী থাকে। শীতকালে এই পরিস্থিতি আরও গুরুতর হয়।

শীতের সময় যে পারিপার্শ্বিক অবস্থা হয়, সেখানে বায়ুতে দূষিত পদার্থের পরিমাণ বেড়ে যায়। এ কারণে বায়ুদূষণের   মাত্রাও বেড়ে গেছে। প্রতিদিনই বিষে ভরা বাতাস নাকে ঢুকছে ঢাকার বাসিন্দাদের। তাতে নানা শারীরিক সমস্যারও সৃষ্টি হচ্ছে। গত ২৬ জানুয়ারি ঢাকার বাতাস ছিল সবচেয়ে বেশি দূষিত।

আগামী ৭ দিনও ঢাকায় বাতাসের মানে কোনও উন্নতির সম্ভাবনা নেই বলেই খবর। অর্থাৎ আগামী সপ্তাহেও এ শহরের বায়ু থাকবে অস্বাস্থ্যকর।

বাংলাদেশে উচ্চ মাত্রার বায়ুদূষণের কারণে প্রতি বছর মারা যাচ্ছেন প্রায় ৮০ হাজার মানুষ। একই সঙ্গে মোট দেশজ উৎপাদন ও জিডিপির ক্ষতি হচ্ছে ৩.৯ থেকে ৪.৪ শতাংশ।

উল্লেখযোগ্যভাবে বায়ুদূষণের জেরে  বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং রোগের ঝুঁকি। স্বাস্থ্যগত ‍সমস্যা বাড়ার কারণে পাঁচ বছরের কম বয়সের শিশু, বয়স্ক এবং সহজাত রোগে আক্রান্ত ব্যক্তিরা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন।

এদের মধ্যে ডায়াবেটিস, হৃদরোগ বা শ্বাসযন্ত্রের রোগে আক্রান্তদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। কারণ ভোগান্তি তাঁদেরই সবচেয়ে বেশি।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago