ওপার বাংলা

শুভ উদ্বোধন হলো অমর একুশে গ্রন্থমেলার, তবুও বিরাট ফাঁক!

ফেব্রুয়ারি মাস! মিলনের মাস! ভাষা শহীদের মাস! বইমেলার মাস! বড় নস্টালজিক এ মাস!

প্রতিবছরের মতো এবারও সাড়ম্বরে যাত্রা আরম্ভ করল ‘অমর একুশে গ্রন্থমেলা–‌২০২০’। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে গ্রন্থমেলার শুভ উদ্বোধন করেন।

পাশাপাশি এদিনই উন্মোচিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তৃতীয় বই ‘আমার দেখা নয়া চীন’ বইয়ের মলাট।

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ১০০টি গবেষণাধর্মী বই প্রকাশের উদ্যোগ নিয়েছে মেলার আয়োজক বাংলা একাডেমি।

উন্মোচিত বইটি প্রসঙ্গে মুজিব কন্যা হাসিনা বলেন, “কারাগারে খাতা সেন্সর করে দেওয়া হত। সেই সেন্সরের সিল থেকে আমরা জানতে পারি, এটি ১৯৫৪ সালে লেখা। মলাটটি অনেকটা চীনা অক্ষরের আদলে। মনোগ্রামটি পিকাসোর তৈরি করা।”

এই বইয়ে রয়েছে ৫২ সালে মুজিবর রহমান চীনে শান্তি সম্মেলনে যোগ দিয়েছিলেন। পূর্ববঙ্গ থেকে প্রতিনিধি দলের সদস্য হিসেবে  তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে যাওয়ার পথটি কেমন ছিল, কীভাবে গিয়েছেন সেখানে, সমস্ত বর্ণনা রয়েছে ‘আমার দেখা নয়া চীন’ এ।

এত আনন্দের মাঝেও কোথাও যেন বিরাট ফাঁক। রাজনীতির ফাঁকটা বড় নিষ্ঠুরভাবে চোখে পড়ে। ঘটনাবহুল মাস, শোকের মাস, শক্তির মাস, বিদ্রোহের মাস, আক্রান্ত হওয়ার মাস, উৎসবের মাস, আনন্দের মাস, বইমেলার মাস, গণজাগরণের মাস, ভালোবাসার মাস, পরাজয়ের মাস, রক্তাক্ত মাস, বইমেলার মাসে শোকাতুর বাংলাদেশের কিছুসংখ্যক মুক্তমনা লেখক, শিল্পী এবং সাধারণ জণগণেরা।

 

দেশের এক-এক সম্ভাবনা মৃত্যু ঘটাচ্ছে মৌলবাদ। তসলিমা নাসরিন কোনক্রমে বেঁচে আছেন বিদেশ বিভূঁইয়ে গিয়ে। মৌলবাদ বিষাক্ত ভাইরাসের আকার ধারণ করেছে দেশে।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার সময় টিএসসি’র কাছে সময়ের সাহসীতম লেখক হুমায়ুন আজাদের উপরে চাপাতি আক্রমণ! সেই প্রথম চাপাতি আক্রমণ! হুমায়ুন আজাদের রক্ত মাখা বীভৎস ছবি চোখের সামনে ভেসে ওঠে।

ধারাবাহিকতায় হেফাজত ও ধর্মান্ধ মোল্লারা সারাদেশে নাস্তিক বিরোধী ঘৃণার চাষ করছে প্রবলভাবে।

২০১৩ সালের ফেব্রুয়ারিতেই আবার আক্রমণ। ১৫ ফেব্রুয়ারি রাতে আহমেদ রাজীব হায়দারকে বাড়ির সামনের রাস্তায় চাপাতি দিয়ে নৃশংসভাবে কুপিয়েই মারে। এরপরে সেই ফেব্রুয়ারি মাস জুড়েই ধর্মান্ধ মোল্লারা সংগঠিত হয়, হেফাজত সংগঠিত হয়- ওয়াজ মাহফিলে নাস্তিকের কল্লা দাবি করা হলেও অবশ্য প্রকাশ্য মিছিল সমাবেশে দাবি উত্তাপিত হয়- ফাঁসীর।

আবার সেই ফেব্রুয়ারি মাস! আরেকবার বইমেলা! শুরু হয় রোদেলা প্রকাশনীকে ধর্মবিরোধী বই প্রকাশের অভিযোগে নিষিদ্ধ করার মধ্য দিয়ে। তারপর ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি। বইমেলা উপলক্ষেই মুক্তমনা ব্লগার অভিজিৎ রায়  এবং বন্যা এসেছিলেন বইমেলায়। ২৬ ফেব্রুয়ারিতে ঠিক টিএসসি মোড়েই দুজনের উপরে চাপাতি আক্রমণ, মূল টার্গেট ছিল অভিজিৎ। বন্যার চিৎকার, খালি হাতে আঘাত ঠেকানোর চেষ্টা- কোনকিছুই অভিজিৎ রায়কে বাঁচাতে পারে না! বন্যা সেদিন বেঁচেছিলেন।

আহমেদ রাজীব হায়দার, নিলয় নীল, ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয়, দীপন, হুমায়ুন আজাদ, তসলিমা নাসরিন!  একেকটা তরজাতা জীবন, কিভাবে খুব অসময়ে প্রাণ দিল! কেউ কেবল টিকে আছে। কত কত সম্ভাবনার নির্মম মৃত্যু!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সাগরিকা দাস

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

4 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

4 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

4 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

5 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

5 days ago