• About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact
Wednesday, March 29, 2023
NorthEast Now (Bengali)
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
NorthEast Now (Bengali)
No Result
View All Result
Home ওপার বাংলা

বাংলাদেশে ২ কাদিয়ানি হত্যা ও জলসায় হামলায় বিএনপি-জামাত নেতা-কর্মীরা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

হাবিবুর রহমান by হাবিবুর রহমান
March 7, 2023 9:19 am
বাংলাদেশে ২ কাদিয়ানি হত্যা ও জলসায় হামলায় বিএনপি-জামাত নেতা-কর্মীরা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী
45
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আহমদিয়া (কাদিয়ানি) সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে সহিংসতা কাণ্ডে BNP-জামাতের নেতা-কর্মীরা জড়িত বলে সরাসরি তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেছেন, এই ঘটনায় গ্রেপ্তার বিএনপির এক নেতা স্বীকারোক্তিও দিয়েছেন। সোমবার ঢাকায় সচিবালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক এক সভা শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আগামি ২৫ মার্চ গণহত্যা দিবস, পরদিন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলাবিষয়ক এই সভা হয়।

এদিকে পঞ্চগড়ে গুজব ছড়িয়ে পুলিশ ও মুসুল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

একইসঙ্গে Rohingya ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণও খোঁজা হচ্ছে বলে জানান তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই দুই ঘটনা নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব তথ্য জানান ওবায়দুল তাদের।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে জরুরি এক সংবাদ সম্মেলনে এ তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিএনপি যে স্বাভাবিক পথে যেতে চায় না, তাদের আন্দোলনে ভাটা নেমেছে; সে কারণে তারা এখন নাশকতার দিকে যাচ্ছে কি না, সেটা কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে।

রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগল কেন? একই সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে। আর সব দোষ আওয়ামি লিগের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ওখানে অক্সিজেন ব্লাস্ট হয়ে এক্সিডেন্ট হয়ে গেছে, দোষ কার?

আওয়ামি লিগের? চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্বনডাইঅক্সাইড আর নাইট্রোজেনের মধ্যে একই জায়গায় রাখাতে সংঘর্ষ হয়ে ব্লাস্ট হয়েছে। দোষ কার? আওয়ামি লিগের?

অপরদিকে পঞ্চগড়ের ঘটনা সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামাতের কর্মী ও বিএনপির নেতারা জড়িত হয়ে আহমদিয়া সম্প্রদায়ের অনুষ্ঠানটি (সালানা জলসা) করতে বাঁধা দেন।

একপর্যায়ে তাঁদের বাড়িঘরে আগুন দেন। যেখানে অনুষ্ঠান হচ্ছিল, সেখানেও আগুন দেওয়া হয়। এতে আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্য মারা যান। একজন শিবির নেতা, যিনি সেখানে গিয়েছিলেন, তিনিও এই ঘটনায় আহত হন। পরে মারা যান। আসাদুজ্জামান খান বলেন, এই ঘটনায় সাতটি মামলা হয়েছে।

এখন পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির নেতা ফজলে রাব্বী আছেন। তিনি স্বীকারোক্তি দিয়েছেন, তাঁরা অনুষ্ঠান বন্ধ করার জন্য এসেছিলেন। ঘটনার নেপথ্যে তিনি নেতৃত্ব দিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম ধৈর্যের সঙ্গে ঘটনাটি মোকাবিলা করেছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এখন মামলা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশের কোনো ব্যর্থতা আছে কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

ইতিমধ্যে একটি তদন্ত কমিটিও করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাফিলতি থাকলে তা অবশ্যই দেখা হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গতকাল কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরে   অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, তদন্তে যদি কোনো নাশকতা, যড়যন্ত্র বা অন্য কোনো ইঙ্গিত থাকে, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গা আশ্রয়শিবিরে এই অগ্নিকাণ্ডে দুই হাজারের বেশি ঘর পুড়ে গেছে। এর ফলে প্রায় ১২ হাজার রোহিঙ্গা গৃহহারা হয়েছে।  

পঞ্চগড়ে ধর্মকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ন্যক্কারজনক বলে অভিহিত করেছে জাতীয় মানবাধিকার কমিশন। আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ, হামলা, অগ্নিসংযোগ, সংঘর্ষ কাণ্ডে দুই তরুণ নিহত হন। এ ছাড়া পুলিশ-সাংবাদিকসহ শতাধিক জখম হন।

No Result
View All Result

Recent Posts

  • জিএসটিকে সমর্থন জানানো ভুল সিদ্ধান্ত ছিল, সিঙ্গুরে পথশ্রী, রাস্তাশ্রী প্রকল্প উদ্বোধনের পর বললেন মমতা 
  • নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের 
  • Kolkata Fatafat Result আজ – March 28, 2023 লাইভ আপডেট
  • Shillong Teer Result আজ – March 28, 2023, প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড লাইভ ফলাফল আপডেট
  • রাষ্ট্রপতিকে কী আর্জি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়?
 
Our Properties
 
  • ⚪ NORTHEAST NOW
  • ⚪ NORTHEAST NOW ASSAMESE
  • ⚪ NORTHEAST JOBS
  • ⚪ NORTHEAST TENDERS
  • ⚪ INNFINITY
  • About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd