ওপার বাংলা

বাংলাদেশে ২৪ ঘণ্টায় ৫ স্থানে অগ্নিকাণ্ড!

ঢাকা: জোড়া আগুনের খবর প্রকাশের মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশের রাজধানী ঢাকার আরও তিন স্থানে অগ্নিকাণ্ড ঘটেছে। এনিয়ে ২৪ ঘণ্টায় পাঁচস্থানে আগুনের খবর মিললো। অর্থাৎ আগুন অভিশাপ যেন নিত্যসঙ্গী হয়ে গিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার।

ঢাকার মধ্য বাড্ডার ইউলুপ সংলগ্ন পোস্ট অফিস গলিতে একটি মিষ্টির দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে দমকলের দুইটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে দোকানে আগুন লাগে। হতাহত বা ক্ষয়ক্ষতির কোন তথ্য সংশ্লিষ্টরা দিতে পারেননি। এর মধ্যে সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার রায়েরবাগে একটি ভুসির গুদামে আগুন লাগে। পরে দমকলের তিনটি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মধ্য বাড্ডা ইউলুপ সংলগ্ন পোস্ট অফিসের গলিতে একটি মিষ্টির দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। তিনি আরো বলেন, আগুনে মিষ্টির দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।

এছাড়া সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাটাবনের বাটা সিগন্যাল এলাকার শেলটেক কম্পিউটার সিটি ভবনের পঞ্চম তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকলের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে নিয়ন্ত্রনে আনে। আগুনে চারটি দোকান পুড়ে যায়।

আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে দমকলের একজন সদস্য আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।    

এরআগে সোমবার ঢাকার মহাখালির ৭ তলা বসতি এবং কাপ্তানবাজারের সুইপার কলোনিতে আগুনে পুড়ে গিয়েছে বহু ঘর, নগদ টাকা-সহ বহু সম্পদ। এদিন সকাল পৌনে ৭টা নাগাদ মহাখালির সাততলা বসতিতে আগুন লাগে।

খবর পেয়ে দমকলের ৯ ইউনিট ও বস্তিবাসীদের প্রচেষ্টায় দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ভস্মীভূত হয়েছে বহু ঘর। এতে দেড় শতাধিক ঘর ও কয়েকটি দোকান পুড়ে ছাই হয়েছে। দগ্ধ হয়েছেন সাতজন। কাপ্তানবাজারে সুইপার কলোনিতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ভোর সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ হয়েছে সাতজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাপ্তানবাজারের এই আগুনের পাশে মেয়র হানিফ উড়ালসেতুর পিলার ও নিচের কংক্রিটের একাংশ।

ফায়ার সার্ভিস বলছে, আগুনের কারণে হানিফ ফ্লাইওভারে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষ। উড়ালসেতুর নিচে এভাবে বসবাস ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায় বসবাসকারীদের অন্যত্র সরিয়ে না নিলে এ রকম ঝুঁকি আরো বাড়বে।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

4 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

5 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

5 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

5 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

6 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

6 days ago