ওপার বাংলা

Bangladeshএ বিয়ের আয়োজনের সব শেষ করে দিল ভয়াবহ আগুন

ঢাকা: আগুন কাণ্ড পিছু ছাড়ছে না বাংলাদেশের (Bangladesh)। প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগার খবর মিলছে। ধন-সম্পদ পুড়ে ছাই তো হচ্ছেই, সঙ্গে ঝড়ছে প্রাণহাণীও।

এবার আগুন কাণ্ডে বিয়ের আয়োজন-উৎসবে বাগড়া দিল আগুন। ছেলের বিয়ের প্রস্তুতি চলছে। মেয়েপক্ষ ঘরবাড়ি দেখতে আসবে। বিয়ের বাজার-সদাই প্রায় শেষ। কিন্তু হঠাৎ গভীর রাতে আগুনে সবকিছু শেষ করে দিল।

পুড়ে ছাই সব কিছু। শনিবার রাতে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চর সিফলি গ্রামে এ কাণ্ড।আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নাছির হোসেন।  শোকে বিমূঢ় নাছির হোসেন ও তাঁর স্ত্রী সামসুন্নাহার।

এ দম্পত্তির ছেলে ইসমাঈল হোসেনকে (৩২) বিয়ে দেবেন বলে সব কিছুর আয়োজন শেষ করে ফেলেছেন। মেয়ে দেখা হয়েছে। বিয়ের বাজার-সদাই করেছেন। শনিবার স্বর্ণালংকার, কসমেটিকস, ঘরের আসবাব কিনেছেন।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে আগুনে লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে। বরের মা সামসুন্নাহার আর বলেন, আগুনে ঘর, আসবাব, চাল, টাকা, স্বর্ণালংকার, জামা-কাপড়, পানির ট্যাংক, খামারের হাঁস-মুরগি সব পুড়ে ছাই হয়ে গেছে।

এ ছাড়া জমির সনদ, ছেলেমেয়েদের পরীক্ষার সনদ, ব্যাংকের চেক বই, এটিএম কার্ড কিছুই আর অবশিষ্ট নেই। নাছির হোসেন বলেন, ‘তিল তিল করে গোছানো প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

ইসমাইল হোসেন বলেন, ‘রাত দেড়টা-দুইটার দিকে দেখি, রান্না ঘর থেকে আগুন আসছে। দুই ভাই, বোন, ভাগনি ও মাকে বাঁচাতে পেরেছি। চোখের সামনে সব পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভিয়েছেন। পুলিশ ও গ্রামের লোক তাঁদের সাহায্য করেছেন। কিন্তু মালপত্র রক্ষা করতে পারেননি।’

আগুনের সূত্রপাত সম্পর্কে ইসমাইল বলেন, রান্নাঘরে গ্যাসেই রান্না হয়। কীভাবে আগুনের সূত্রপাত বলতে পারব না। কেউ শত্রুতা করে আগুন দিয়েছে কিনা, বুঝতে পারছি না। আশপাশে আমাদের এমন কোনো শত্রু নেই।

এদিকে রাজধানী ঢাকার (Dhaka) মিরপুরে বাসায় আগুন লেগে দগ্ধ হওয়া দুজনের একজন মারা গেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গৃহবধূ হাজেরা বেগম (৪৫)।

একই হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ গৃহকর্মী আরিয়ান (১৪)। তার অবস্থা আশঙ্কাজনক।হাজেরা বেগমের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। আরিয়ানের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে Mirpur ১৩ নম্বর সেকশনের টিনশেড বাড়ির একটি কক্ষে আগুন লাগে।

এতে গৃহকর্ত্রী হাজেরা বেগম ও গৃহকর্মী আরিয়ান গুরুতর দগ্ধ হয়। পরে দুজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। হাজেরা বেগমের স্বামী আবদুস সালাম বলেছেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত হতে পারেননি।

এছাড়া রাজধানীর চকবাজারের ইমামগঞ্জের একটি হার্ডওয়্যার মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত শনিবার রাত পৌনে ১১টার দিকে । আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় রাত ১টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। একইদিন রাজধানীর কুর্মিটোলায় পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে অগ্নিকাণ্ড হয়েছে।

এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

4 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

5 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

5 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

5 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

6 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

6 days ago