ওপার বাংলা

Bangladeshএ Durga Puja য় জঙ্গি হামলার শঙ্কা দেখছে না এলিট ফোর্স র‌্যাব

ঢাকা: বাংলাদেশে শারদীয় দুর্গোৎসবে (durga puja) জঙ্গি হামলার কোনো শঙ্কা দেখছেন না এলিট ফোর্স র‌্যাব। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, তবে এ নিয়ে আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না।

জঙ্গিদের যে কোনো নাশকতা নস্যাৎ করে দিতে র‌্যাবের কমান্ডো টিম ও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। সোমবার দুপুরে রাজধানী ঢাকার বনানী পুজোমণ্ডপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন র‌্যাব ডিজি।

এদিকে সন্ত্রাসবাদীরা দুর্গাপুজোয় (durga puja) নাশকতার চেষ্টা করতে পারে বলে এরআগে পুলিশের পক্ষ থেকে এমনটাই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

র‌্যাব মহাপরিচালক বলেন, যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে। পুজোমণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার পাশাপাশি র্যা বের বোম্ব ডিসপোজাল ইউনিট,র‌্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিম ও র‌্যাবের এয়ার উইংয়ের হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।

প্রতিমা বিসর্জনের দিন র‌্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে।গোয়েন্দা ও সাইবার তথ্য বিশ্লেষণ করে দুর্গাপুজোকে (durga puja)কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, তারপরও আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না।

জঙ্গিদের যে কোনো নাশকতা নস্যাৎ করে দিতে র্যা ব প্রস্তুত। হিন্দু সম্প্রদায়ের ওপর কোনোরূপ হামলা, পুজোমণ্ডপ (durga ) ভাঙচুর বা পুজোর উপকরনাদি ভাঙা, ডাকাতি, চুরি ইত্যাদি সংগঠিত হলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান র‌্যাব ডিজি।তিনি আরো বলেন, ভার্চুয়াল জগতে যে কোনো গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যা বের সাইবার মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে।

র‌্যাব ডিজি জানান, দুর্গাপুজোয় (durga puja) অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এসময় র‌্যাব মহাপরিচালক পুজোমণ্ডপে (durga puja) উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজো (durga puja) উদযাপনের পরামর্শ দেন।এ সময় আরো উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অধিনায়ক র‌্যাব-১, পরিচালক (লিগ্যাল ও মিডিয়া উইং),র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান এবং র‌্যাব সদরদপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে সন্ত্রাসবাদীরা দুর্গাপুজোয় (durga puja) নাশকতার চেষ্টা করতে পারে বলে এরআগে পুলিশের পক্ষ থেকে এমনটাই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মহম্মদ শফিকুল ইসলাম আগে গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন পুজোমণ্ডপে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন।

তিনি জানিয়েছিলেন, পুজোয় হামলার জন্য তৈরি হয়েছে ৫০ জন জঙ্গি।বৃহস্পতিবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার পুজোমণ্ডপে নাশকতার আশঙ্কা প্রকাশ করেন।

পুলিশকর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়ে মহম্মদ শফিকুল ইসলাম স্পষ্ট জানিয়েছেন, রাজনীতির নামে সন্ত্রাস ও সাম্প্রদায়িক হিংসা ছড়ালে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। ডিএমপি কমিশনার বলেন, “আমরা জঙ্গি হামলা প্রতিরোধ করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।

কারণ, বেশ কিছু পুজোমণ্ডপ ঝুঁকিতে রয়েছে।” প্রসঙ্গত, গত বছর দুর্গাপুজোয় গুজব ছড়িয়ে দেশের ১৮ জেলায় হিন্দুদের বাড়ি-ঘর, মন্দির ও দোকানপাটে অগ্নিসংযোগ, হামলা চালানোর পাশাপাশি লুটপাট করা হয়। মারাও যান বেশ কয়েকজন।

সংবাদ সম্মেলনে কমিশনার ইসলাম বলেন, “আমাদের কাছে তথ্য আছে, ৫০ জন জঙ্গি হামলার জন্য তৈরি হয়েছে। তারা বিভিন্ন পুজোমণ্ডপে হামলার জন্য ট্রেনিং নিয়েছে। এগুলোর ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”

ডিএমপি কমিশনার বলেন, “পুজোয় কোনও হিংসার ঘটনার আগে গোয়েন্দা তথ্য আমাদের থাকবে। যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য পুজোমণ্ডপে আমাদের কন্ট্রোল রুম-সহ সব জায়গায় আলাদা ফোর্স মোতায়েন থাকবে। পুজোয় কোনও ধরনের নাশকতা যাতে না ঘটে সেই বিষয়ে খেয়াল রেখে আমরা কাজ করছি।

তারপরেও কোথাও হামলা হলে সেটি মোকাবিলার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। জঙ্গিরা এখন অনলাইনে সক্রিয়। তারা নানা ধরনের পোস্ট দিচ্ছে। লোন উলফ হামলায় উদ্বুদ্ধ হয়েছে অনেকে, অন্যকে উদ্বুদ্ধ করছে। কেউ তাদের পোস্ট দেখে উদ্বুদ্ধ হয়েছে, এমন তথ্য পাওয়া যায়নি। তবে আমরা অ্যালার্ট আছি।”

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

2 weeks ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

2 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago