ওপার বাংলা

বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে

চলতি বছরের আগস্ট মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা গত ১৯ বছরে নথিভুক্ত সব ডেঙ্গু রোগীর মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত মোট ৬৯ হাজার ৪৩৫ জন ডেঙ্গু রোগী বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে আগস্টের ৩০ দিনে ভর্তি হয়েছে ৫০ হাজার ৯৭৪ জন। আর ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট ৫০ হাজার ১৪৮ জন ডেঙ্গুর চিকিৎসা নেওয়ার তথ্য নথিভুক্ত হয়েছে সরকারি হিসাবে।

এদিকে রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা হাজারে নেমে এসেছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৫। এর মধ্যে রাজধানী ঢাকায় ৪৬৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৪০।

পূর্ববর্তী ২৪ ঘণ্টায় (২৮ আগস্ট সকাল ৮টা থেকে ২৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) ঢাকায় ৫২৪ এবং ঢাকার বাইরে ৬৬৫ জন সহ মোট ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৮৯। এ হিসাবে গত ২৪ ঘণ্টায় মোট ভর্তি রোগীর সংখ্যা কমেছে ১৪ শতাংশ।

এদিকে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৬৪ হাজার ৫৫৮ জন ডেঙ্গু রোগী। অর্থাৎ ৯২ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে দেশে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৬৯৭ জন। এর মধ্যে রাজধানী ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৬১০ ও অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৮৭।

সরকারি হিসাবে চলতি বছরের এপ্রিলে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন, জুনে ১৮৮৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। জুলাই মাসে তা এক লাফে ১৬ হাজার ২৫৩ জনে পৌঁছায়। আর আগস্টে রোগীর সংখ্যা বেড়েছে জুলাইয়ের তিন গুণের বেশি।

গত এক মাসের মধ্যে ৭ আগস্ট সর্বোচ্চ ২ হাজার ৪২৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল ডেঙ্গু জ্বর নিয়ে। ২১ আগস্টের পর থেকে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ৮৪ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ৫৩ জন, ঢাকা শিশু হাসপাতালে ২৪ জন, শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭ জন ভর্তি হয়েছে। এছাড়া বিএসএমএমইউতে ২৪ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১০ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৪ জন, পিলখানা বিজিবি হাসপাতালে ভর্তি হয়েছে ২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪৩ জন, নিটোরে ৩ জন এবং কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ৫ জন রোগী ভর্তি হয়েছে।

অন্যদিকে, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৩৫ জন রোগী। পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন ও খুলনা বিভাগে ১৬০ জন, রংপুর বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৬০ জন, বরিশাল বিভাগে ৮৭ জন, সিলেট বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মুন্নি বেগম (৫২) নামে চিকিত্সাধীন এক রোগী মারা গেছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে মেডিসিন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় থাকেন তিনি। গত ৯ দিন ধরে জ্বর ছিল। পাশাপাশি শরীরেও ব্যথা ছিল। স্থানীয় একটি হাসপাতালে রক্ত পরীক্ষা করা হলেও ডেঙ্গু ধরা পড়েনি। বুধবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখন রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গু ধরা পড়ে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

5 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

6 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

7 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago