ওপার বাংলা

বাংলাদেশে কক্সবাজার সৈকতে ভাসছে জালে পেঁচানো মৃত তিমি, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকা: বাংলাদেশে কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি মেরিন ড্রাইভ সংলগ্ন অদূরবর্তী সাগরে মাছ ধরার জালে পেঁচানো একটি বিশালাকৃতির মৃত তিমি ভাসতে দেখা গেছে।

মঙ্গলবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত হিমছড়ি থেকে দরিয়ানগর পয়েন্ট এ মৃত তিমিটি দেখা গেছে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী হাকিম মো. মাসুম বিল্লাহ।

স্থানীয়দের বরাতে মাসুম বিল্লাহ বলেন, মঙ্গলবার সকালে কক্সবাজার হিমছড়ি পয়েন্ট সংলগ্ন অদূরবর্তী সাগরে একটি বড় আকারের মৃত তিমি ভাসতে দেখেন স্থানীয় লোকজন ও জেলেরা। পরে স্থানীয়রা প্রশাসন, বনবিভাগ ও পুলিশের সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে জেলা প্রশাসনের পর্যটনের কয়েকজন বিচকর্মী স্প্রিডবোট করে সাগরে ভাসমান তিমিটির কাছে পৌঁছান। এ তিমিটির শরীরে মাছ ধরার জাল পেঁচানো অবস্থায় দেখা গেছে।

বিচকর্মীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, মৃত তিমিটি আনুমানিক ৫০ ফুট দৈর্ঘ্যের। ধারণা করা হচ্ছে-তিমিটি অন্তত সপ্তাহখানেক আগে মৃত্যু হয়েছে। এটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।

তিমিটির মৃত্যুর কারণ এখনও জানা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, বিকাল ৩টা পর্যন্ত তিমিটি সাগরের পানিতে ভাসতে দেখা গেছে। এটি জোয়ার-ভাটায় ভেসে না এলে কূলে আনার ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে বন বিভাগসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (বুরি) মহাপরিচালক ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মোহাম্মদ বেলাল বলেন, মঙ্গলবার সকালে সাগরে মৃত একটি তিমি ভাসার খবর পেয়ে বুরির একটি দল ড্রোনের মাধ্যমে ছবি ও ভিডিও চিত্র সংগ্রহ করে।

পরে ছবিগুলো পর্যালোচনা করে দেখা গেছে, মৃত তিমিটি ‘ব্রাইডস’ প্রজাতির। তিমিটির শরীর মাছ ধরার জাল পেঁচানো অবস্থায় রয়েছে। তিমিটি মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

তিনি আরও বলেন, মাছ ধরার বিশাল জালে আটকা পড়ে এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে কিংবা অন্যকোন কারণে মৃত্যু হয়ে থাকতে পারে।

তিমিটি জোয়ার-ভাটার কারণে প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করছে। এটি কূলে ভেসে এলে ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে জানান এই সমুদ্রবিজ্ঞানী।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

7 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

7 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago