ওপার বাংলা

Daughters give marriage to their mother: bangladesh এ ৫৩ বছরের মাকে বিয়ে দিলেন ছেলে-মেয়েরা

ঢাকা: দিন এগিয়ে যাচ্ছে আর মানুষ প্রয়োজনের তাগিদে সনাতন ধ্যান-ধারণা হটিয়ে খাপ-খাইয়ে নিতে অভ্যস্ত হচ্ছে সামনের দিনগুলো।

তেমনই একজন বাংলাদেশের bangladesh রাজধানী ঢাকার dhaka মিরপুরের ৫৩ বছরের নাদিরা বেগম nadira begum। স্বামী নেই পাঁচ বছর যাবত। পাঁচ বছর আগে স্বামী মো. রুহুল আমিন আত্মহত্যা করেন। এর পর থেকে দুই মেয়ে জান্নাতুল ফেরদৌস ও মারিয়াম জ্বীমকে নিয়ে সংসারের হাল ধরেন।

চড়াই-উতরাই পেরিয়ে বড় মেয়ে জান্নাতুল ফেরদৌসের বিয়ে দেন তিনি। বড় মেয়ে জান্নাতুল নিরাপত্তার কথা ভেবে ছোট বোন মারিয়ামকে নিজের কাছে নিয়ে আসেন। এতে একা হয়ে পড়েন মা নাদিরা। কিন্তু মেয়ে বলে কথা।

দুই মেয়ে মাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন, মাকে বিয়ে দেবেন। এতে মা একজন সঙ্গী পাবেন এবং নতুন সংসারে বাকি জীবনটা ব্যস্ততায় কাটাতে পারবেন।

ব্যস, যেই ভাবনা, সেই কাজ। মাত্র দুই মাসের চেষ্টায় গত ৩০ সেপ্টেম্বর ৬২ বছর বয়সী মো. হান্নান খানের সঙ্গে নাদিরা বেগমের nadira begum বিয়ে দিয়েছেন মেয়েরা। এ বিয়েতে সার্বিক সহযোগিতা দিয়েছেন ফেরদৌসের স্বামী মাহমুদুল ইসলাম।

শুধু তাই নয়, তিনি শাশুড়ির বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন। বিয়ের পর ঢাকার dhaka মিরপুরে mirpur স্বামীকে নিয়ে সুখের সংসার পেতেছেন নাদিরা বেগম nadira begum।  নতুন বর মো. হান্নান খান মাহমুদুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌসকে আব্বা ও আম্মা বলেই সম্বোধন করছেন।

এর আগে নাদিরা বেগম nadira begum ২৮ বছর সংসার করেছেন। আর নতুন বিয়ের পর পার হয়েছে মাত্র সাত দিন। নাদিরা বেগম nadira begum ও হান্নান খান নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এরই ফাঁকে দুজন দুজনকে চিনতে-বুঝতে সময় নিচ্ছেন। তবে দুজনই হাসিমুখে বললেন, তাঁরা সঙ্গী নির্বাচনে ভুল করেননি।

এ বয়সে এসে তাঁরা চেয়েছিলেন, জীবনসঙ্গী যেন ভালো মানুষ হন, সে বিষয়ে তাঁদের মধ্যে এখন আর কোনো দ্বিধা নেই। নাদিরা বেগম nadira begum অকপটে বললেন, স্বামী হান্নান খান সহজে রেগে যান না, পান-সিগারেটের নেশা নেই।তাঁর মুচকি হাসি খুব ভালো লেগেছে।

আর পাশ থেকে হান্নান খান মুচকি হাসি দিয়ে বললেন, নাদিরা বেগমের nadira begum অকপটে কথা বলাটাই তাঁর বেশি পছন্দ। সামাজিক, পারিবারিক বাস্তবতায় মায়ের নতুন করে বিয়ে দেওয়া বা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল না।

জান্নাতুল ফেরদৌস ও স্বামী মাহমুদুলকে তাই এ নিয়ে বিস্তর ভাবতে হয়েছে। অবশেষে দুজন নিঃসঙ্গ মানুষকে এক করতে পেরে তাঁরা আনন্দিত। মায়ের বিয়ের পর তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন।

ফেসবুক পোস্টে এত বেশি ইতিবাচক প্রচার দেখে নিজেরাই অবাক হয়েছেন। এ পর্যন্ত সাত হাজারের বেশি মানুষ নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। এক হাজারের বেশি শেয়ার হয়েছে। জান্নাতুল বললেন, মায়ের বিয়ের পোস্টটি দেওয়ার পর থেকেই তা শেয়ার হতে থাকে।

প্রায় সবই ইতিবাচক মন্তব্য করেছেন। যাঁরা নেতিবাচক মন্তব্য করছেন, তাঁকে কিছু বলতে হচ্ছে না, অন্য মন্তব্য কারীরাই প্রতিবাদ করছেন।  হান্নান খানের স্ত্রী সাত বছর আগে মারা গেছেন। এক ছেলে ও এক মেয়ে বিয়ে করে নিজেদের সংসার নিয়ে ব্যস্ত।

মায়ের পাত্র চেয়ে বিজ্ঞপ্তি: এদিকে মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞপ্তি  দিয়েছেন ঢাকার কেরানিগঞ্জের ছেলে মোহাম্মদ অপূর্ব। বাবা মারা গেছেন বছর দুয়েক হয়। বাবার মৃত্যুর পর মা অনেকটা একা হয়ে পড়েছেন। দুই ছেলে মাকে যথেষ্ট সময় দিতে পারেন না।

তবে তাঁরা মাকে বাকিটা জীবন ভালো রাখতে চান। তাই মায়ের সম্মতি নিয়ে তাঁর জন্য পাত্র খুঁজছেন তাঁরা। এ জন্য ফেসবুক পেজে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তিনি ‘জি অ্যান্ড টেক’ নামের একটি অনলাইন পেজের মাধ্যমে ব্যবসা করছেন। ইমরান-অপূর্বের বাবা ঈয়াদ আলী। তিনি দুই বছর আগে মারা গেছেন।

দীর্ঘদিন ক্যানসারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মা ডলি আক্তারের বয়স এখন ৪২ বছর।  বিজ্ঞপ্তিতে অপূর্ব লিখেছেন, বাবা মারা গেছেন। তাই আম্মুর জন্য পাত্র খুঁজছি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন মায়ের সঙ্গে মানানসই পাত্র চান। পাত্র ঢাকার আশপাশের হলে ভালো হয়।

পাত্রের বয়স ৪২ থেকে ৫০ বছরের মধ্যে হলে ভালো হয়।বিজ্ঞপ্তি শেষ করা হয়েছে এভাবে, পারিবারিকভাবেই মায়ের বিয়ে দিতে ইচ্ছুক। বিজ্ঞপ্তির সঙ্গে মা-ছেলে ও মায়ের একার ছবি যুক্ত করা হয়েছে।
মাকে ছেড়ে গেছে বাবা: বাবা-মায়ের বিচ্ছেদ হয়েছে এক যুগ হলো। এরপর বাবা বিয়ে করে কানাডায় পাড়ি জমিয়েছেন। কিন্তু মায়ের আর সেই অর্থে সংসার করা হয়ে ওঠেনি। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে মা মুস্তারি পারভীন আর বিয়ে করেননি।

কিন্তু তার সন্তানরা বড় হয়ে মায়ের বিয়ে নিয়ে ভাবতে শুরু করেছেন। সেই ভাবনা থেকেই মায়ের অনুমতি নিয়ে তার জন্য জীবনসঙ্গী খুঁজছেন তারা। এজন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপনটি দিয়েছেন ঢাকার মিরপুরের বাসিন্দা ফারাহ জামান।

রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি সম্পন্ন করেছেন তিনি। তার বড় ভাই রেহমান মুশফিক এ-লেভেল সম্পন্ন করে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন। ফারাহ-মুশফিকের বাবা-মায়ের বিয়ে হয় ১৯৯৬ সালে।

৭ বছরের প্রেমের সম্পর্ককে পরিণতি দিয়ে বিয়ে করেন তাদের বাবা-মা। কিন্তু ২০১০ সালে ১৪ বছরের সংসারে হঠাৎ বিচ্ছেদের সুর বেজে ওঠে। এরপর মুস্তারি পারভীন একা হাতে দুই সন্তানকে মানুষ করার দায়িত্ব নেন।

ফারাহ-মুশফিকের মায়ের বয়স এখন ৪৫ বছর। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা মুস্তারি পারভীন গত ১০ বছর ধরে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। তার মেয়েও পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আর বিদেশে চলে গেলে তাদের মা আরও একা হয়ে পড়বেন।

মায়ের এই একাকিত্বের কথা ভেবে ‘বিসিসিবি মেট্রিমনিয়াল: হেভেনলি ম্যাচ’ নামের একটি ফেসবুক গ্রুপে মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞপ্তি পোস্ট করেন ফারাহ।মায়ের চারটি ছবিসহ ফারাহ তার পোস্টে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমার আম্মুর জন্য পাত্র খুঁজছি।’

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

7 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago