ওপার বাংলা

সন্তান নিয়ে বিবাদ, জাপানি মায়ের বিরুদ্ধে মামলা দায়ের

ঢাকাঃ দুই সন্তান নিয়ে বাংলাদেশি বাবা আর জাপানি এক মায়ের বছরাধিককাল ধরে টানাটানি গিয়ে দাঁড়ালো আদালতে।

জাপানি মায়ের বিরুদ্ধে মামলা ঠুকেছেন শিশুদের বাবা। দুই সন্তানের জিম্মা পেতে বাংলাদেশে নাকানো এরিকোর বিরুদ্ধে মামলা করেন শিশু দুটির বাংলাদেশি বাবা ইমরান শরীফ। বৃহস্পতিবার Dhakaর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এ মামলা করা হয়।

মামলায় জাপানি মা এরিকো এবং তাকে সহযোগিতাকারী নাসরিন নাহারকে আসামি করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

২০০৮ সালের ১১ জুলাই জাপানের এরিকো ও বাংলাদেশি আমেরিকান ইমরান শরীফ জাপানি আইন অনুযায়ী বিয়ে করেন। বিয়ের পর তারা টোকিওতে বসবাস শুরু করেন।

১২ বছরের সংসারে তারা তিন কন্যাসন্তানের জন্ম দেন। তারা হলো জেসমিন মালিকা, লাইলা লিনা ও সানিয়া হেনা। পুলিশ জানায়, জাপানি নাগরিক নাকানো এরিকো গতরাত সাড়ে ১২টায় সিঙ্গাপুরের একটি বিমানে Japan যাওয়ার চেষ্টা করেন।

অথচ আদালতের নির্দেশনা আছে, একটি মামলা বিচারাধীন থাকায় তিনি দুই মেয়েকে নিয়ে দেশের বাইরে যেতে পারেন না। সে কারণে তাদের বিমানবন্দর থেকে ফেরানো হয়েছে।

এরিকো পেশায় একজন চিকিৎসক। মালিকা, লিনা ও হেনা টোকিওর চফো সিটিতে আমেরিকান স্কুল ইন জাপানের (এএসআইজে) শিক্ষার্থী ছিল।  

এরিকোর অভিযোগ, গত ৯ ফেব্রুয়ারি মিথ্যা তথ্যের ভিত্তিতে ইমরান তার মেয়েদের জন্য নতুন পাসপোর্টের আবেদন করেন এবং গত ১৭ ফেব্রুয়ারি নতুন পাসপোর্ট নেন।

গত ২১ ফেব্রুয়ারি ইমরান তার দুই মেয়ে জেসমিন ও লাইলাকে নিয়ে দুবাই হয়ে বাংলাদেশে চলে আসেন। গত ১৯ আগস্ট বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক স্বামী শরীফ ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই কন্যাসন্তানকে ফিরে পেতে হাইকোর্টে রিট করেন জাপানি নারী এরিকো।

রিটের দীর্ঘ শুনানি শেষে গত ২১ নভেম্বর রায় দেয় হাইকোর্ট। রায়ে বলা হয়, দুই কন্যাকে বাবার কাছে রেখে মা বছরে তিনবার ১০ দিন করে দেখা করতে পারবেন।

আর এ জন্য মায়ের সব খরচ বাবাকে বহন করতে হবে। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করেন মা।এছাড়া দুই কন্যাকে নিয়ে গ্রীষ্মের ছুটিতে জাপানে যাওয়া এবং সন্তান দুটির বাবা ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত।

ছোট মেয়ে জাপানে নাকানোর সঙ্গে থেকে যান। মেয়েদের জিম্মা পেতে করোনাভাইরাস মহামারীর মধ্যে বাংলাদেশে আসেন জাপানি মা।

তিনি হাই কোর্টে রিট আবেদন করলে তাদের সমঝোতায় আসতে বলেছিলেন বিচারক। কিন্তু সমঝোতা না হওয়ায় কয়েক দফা শুনানির পর হাই কোর্ট সিদ্ধান্ত দেয়, ঢাকায় নিয়ে আসা দুই মেয়ে তাদের বাবা ইমরান শরীফের কাছেই থাকবে।

তবে মা সন্তানদের সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ পাবেন। তবে ইমরানের আচরণে উষ্মা প্রকাশ করে এবং হাই কোর্টের সেই রায়ের বিরুদ্ধে নাকানোর আবেদনে পরে সর্বোচ্চ আদালত রায় দেয় যে দুই শিশু কার জিম্মায় থাকবে, তার নিষ্পত্তি হবে পারিবারিক আদালতে; তার আগ পর্যন্ত দুই শিশু বাংলাদেশে তাদের মায়ের কাছেই থাকবে।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago