ওপার বাংলা

BNP ক্ষমতায় যাওয়া মানেই মানুষের ওপর অত্যাচার: বাংলাদেশের প্রধানমন্ত্রী Sheikh Hasina

ঢাকা: ‘বাংলাদেশে (Bangladesh) একটি মানুষও যেন ভূমিহীন না থাকে সে জন্য কাজ করছি। আওয়ামি লিগ ক্ষমতায় গেলেই উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় যাওয়ার মানেই হচ্ছে মানুষের ওপর অত্যাচার।

শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস ময়দানের জনসভায় যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী Sheikh Hasina। বক্তব্যের শুরুতে নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।

শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি। Sheikh Hasina বলেন, এখন শতভাগ ডিজিটাল বাংলাদেশ। সকলের হাতে হাতে এখন মোবাইল ফোন। কে দিয়েছে এই মোবাইল ফোন? আওয়ামি লিগ ক্ষমতায় এসে এই মোবাইল ফোন দিয়েছে।

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখন ওয়াই-ফাই এসেছে। এটাই ডিজিটাল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন জনসভায় যোগ দিয়ে ময়মনসিংহে বাস্তবায়িত ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। পাশাপাশি ৩০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে এবং তিনি সমাবেশ স্থলে পৌঁছান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেন, বিএনপির ক্ষমতা থাকা মানেই মানুষকে শোষণ করা, বঞ্চনা করা। আর আওয়ামি লিগ মানুষকে উপহার দেয় উন্নয়ন। আমরা আজ শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছি প্রত্যেকের ঘরে ঘরে। আমরা নতুন নতুন স্কুল করেছি। ২৬ হাজার নতুন প্রাইমারি স্কুল সরকারিকরণ করেছি। আজকে আমাদের স্বাক্ষরতার হার ৭৫.২ শতাংশ।তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল ২০০১ সালে বিএনপি-জামাত তখন লুটপাট, বোমা হামলা, জঙ্গিবাদ মানুষ হত্যার মতো কাজ করে। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল। বিএনপির ক্ষমতা থাকা মানে নির্যাতন, লুট করা।

শেখ হাসিনা আরও বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া নাকি মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন। তিনি শুধু অঙ্ক আর উর্দুতে পাস করেছেন। উর্দু পাকিস্তানের ভাষা-এটা তার খুব প্রিয় ভাষা। আর অঙ্কতো টাকা গোণা লাগে-ওই দুইটাতেই পাস করেছেন আর কোনোটাতে পাস করতে পারেনি। জিয়াউর রহমান ছিল মেট্রিক পাস।

তাদের ছেলে একবার এই স্কুল ওই স্কুল শেষ কী পাস করেছে কেউ জানে না। প্রধানমন্ত্রী বলেন, সদ্য স্বাধীনদেশে ‘তিন বছর সাত মাস তিনদিন জাতির পিতা দেশ গড়ার সময় পেয়েছিলেন। এ সময়ের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ার কাজ করেন। সংবিধান প্রণয়ন করেন।’

এ সময় তিনি অশ্রুসজল কণ্ঠে ১৯৭৫ সালে ১৫ আগস্ট তাঁর পরিবারের সদস্যদেরসহ সব শহীদদের আত্মার মাঘফেরাত কামনা করেন। শেখ হাসিনা বলেন, ‘আমি ও ছোট বোন শেখ রেহানা বিদেশে ছিলাম বলে বেঁচে গেছি। আওয়ামি লিগের সভাপতি করার পর দেশে আসার সুযোগ হয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার একটাই লক্ষ্য, আমার বাবা যে স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য- তা বাস্তবায়ন করা।’তিনি বলেন, ‘আমি আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছি।’ এরপর উদ্বোধন করা ৭৩টি উন্নয়ন প্রকল্প গুলো পড়ে শোনান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতার এ মাসে ৭৩টি প্রকল্প উদ্বোধন করে দিয়ে গেলাম, সেগুলো যত্ন করে রাখবেন।’ এরপর ভিত্তিপ্রস্তর স্থাপন করা ৩০টি প্রকল্প পড়ে শোনান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আওয়ামি লিগ ক্ষমতায় যাওয়ার পর ময়মনসিংহকে জেলা থেকে বিভাগ করে দিয়েছি।

প্রতিটি বিভাগের মতো এ বিভাগে ময়মনসিংহে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে, একটি পৃথক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় করে দেব। আমরা অনেক কিছু করতে পারতাম। কিন্তু করোনা ভাইরাসের কারণে অনেক কিছু সম্ভব হয়নি।’এ সময় সরকার প্রধান বলেন, দেশে ২১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে। দেশে কোনো খাদ্য ঘাটতি হবে না।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

7 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago