ওপার বাংলা

Bangladeshএ কারাগারের ভেতরেই পরিকল্পনা হয় নতুন জঙ্গি দল গড়ার

ঢাকা: আইন-শৃঙ্খলাবাহিনীর ব্যাপক তৎপরতার মধ্যেও ফের নতুন একটি জঙ্গি সংগঠনের খবর সামনে চলে আসায় সবার মাঝে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে জঙ্গি সংগঠনটি তৈরির পুরো পরিকল্পনাই হয় কারাগারের ভেতর।

বৃহস্পতিবার ঢাকায় dhaka মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান।

বুধবার রাজধানী ঢাকার dhaka ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার পাঁচ সদস্যকে। জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া। অতি সংগোপনে ২০১৭ সাল থেকে এ জঙ্গিদল তৈরির কাজ চলছে।

সদস্যদের প্রশিক্ষণ শুরু হয় দেশের পার্বত্য জেলাগুলোতে। সংগঠনটির বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তারের পরেই নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকে পুলিশ পাকড়াও হওয়া পাঁচ জঙ্গির নামের তালিকা প্রকাশ করে। এরা হলো- দেশের উত্তর জনপদ জেলা  নাটোরের আব্দুল্লাহ (২২), পূর্বের কুমিল্লা জেলার চান্দিনার তাজুল ইসলাম (৩৩), ঢাকার অদূরে নারায়ণগঞ্জের মাহামুদুল হাসান (১৮) এবং একই জেলার জিয়াউদ্দিন (৩৭)এবং দক্ষিণের জেলা মাদারীপুরের হাবিবুল্লাহ (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিটিটিসি জানতে পারে, অ্যাডভেঞ্চারের নেশায় জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে হিজরতের উদ্দেশ্যে বাড়ি ছেড়ে বেড়িয়েছিল তারা। সপ্তাহখানেক আগেই ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতাদের ধরতে পার্বত্য অঞ্চল বান্দরবন ও রাঙামাটির পাহাড়ে অভিযান শুরু হয়।

ধৃত তরুণরা জানায়, তাদের এসব আস্তানায় ভারী অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিকে উগ্রপন্থায় উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হওয়া ১৯ জেলার ৫৫ তরুণের তালিকা প্রকাশ করেছে এলিট ফোরস র‌্যাব।

সিটিটিসির এক  কর্মকর্তা জানান, চলতি বছর আগস্টে কুমিল্লা comilla থেকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে এক যোগে সাত তরুণ ঘর ছেড়ে বেরিয়ে যান হিজরতের উদ্দেশ্য।

এরপরেই একে একে এদের পাকড়াও করে পুলিশ ও র‍্যাব। আইন-শৃঙ্খলা বাহিনীর এক আধিকারীক জানান, শামিন মাহফুজ ওরফে স্যার নামে এক ব্যক্তি সংগঠনের মূল মাস্টার।

২০১৪ সালে স্যার গ্রেপ্তার হন ডিবি’র হাতে। ২০১৫ সালেও একবার রক্সি গ্রেফতার হয়েছিলেন। গ্রেপ্তারকৃতরা কারাগারের অভ্যন্তরেই আলাপ-আলোচনায় নতুন সংগঠনটি তৈরির ব্যাপারে একমত হন।

পরে পরিকল্পনা সাজান। জামিন পেয়ে জঙ্গিদের নিয়ে শক্তিশালী একটি সংগঠন গড়ার কাজ শুরু করে। লোকচক্ষুর অন্তরাল হিসেবে বেছে নেওয়া পাহাড়ি অঞ্চল।

এরপর নতুন জঙ্গি সদস্যদের অস্ত্র চালনাসহ বোমা তৈরির প্রশিক্ষণ দেওয়া শুরু হয়।অর্থের বিনিময়ে নতুন জঙ্গি সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ নামে একটি সশস্ত্র গোষ্ঠী।

উল্লেখ্য, রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম এই উপজেলাগুলো নিয়ে আলাদা রাজ্যের দাবিতে লড়াই করছে ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ (কেএনএফ)।

তাদের দাবি, তারা বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, ম্রো ও খুমি এই ছয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে। কেএনএর দাবি, তাদের সামরিক শাখার শতাধিক সদস্য গেরিলা প্রশিক্ষণের জন্য মায়ানমারের myanmar কাচিন প্রদেশে পাড়ি জমায় বছর তিনেক আগে।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

7 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago