ওপার বাংলা

এবার Bangladeshএ নাইক্ষ্যংছড়ির আছারতলি ও কম্বনিয়া সীমান্তে গোলাগুলি, অনাহারে ও অর্ধাহারে আতঙ্কে দিন কাটছে সীমান্তবাসীর

ঢাকা: বাংলাদেশে Bangladesh বান্দরবানের bandarban নাইক্ষ্যংছড়ি উপজেলার আছারতলি,কম্বনিয়া সীমান্তে ১১ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সীমান্তের মিয়ানমার অভ্যন্তরে জান্তা বাহিনী ও বিদ্রোহী গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় ভারী আগ্নেয়াস্ত্রের গুলির শব্দ ও মর্টারের বিকট শব্দে আছারতলী ও কম্বনিয়া সীমান্ত এলাকা কেঁপে উঠেছে। ক্রমাগত ভারী অস্ত্রের গুলির শব্দে ভয়ানক এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়।

সীমান্তের হাজারো লোকজন ভয়ে দিক্বিদিক ছোটাছুটি করতে দেখা যায়। এদিকে মঙ্গলবার তুমব্রু-টেকনাফের teknaf হোয়াইক্যং সীমান্তের পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ গুলি ও মর্টারের বিকট শব্দে নাইক্ষ্যংছড়ি ও টেকনাফের teknaf সীমান্ত এলাকা কেঁপে উঠেছে।

দীর্ঘ দেড় মাস ধরে নাইক্ষ্যংছড়ি ও টেকনাফ সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে জ্যামিতিক হারে জান্তা বাহিনী ও বিদ্রোহী গ্রুপের মধ্যে লড়াই চলে আসছে। মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি সীমান্তের আছারতলি ও কম্বনিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষের সূত্রপাত হওয়ায় সীমান্তবাসীর মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

সীমান্তে অনুসন্ধান কালে জানা যায়, গত সোমবার গভীর রাতে টেকনাফে teknaf রাত দুইটার পর থেকে শুরু হয় বিকট শব্দে ভারি গোলাগুলি। প্রচণ্ড বিকট শব্দে সীমান্ত নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের তুমব্রু,বাইশফাঁড়ি, রেজু ও বড়ইতলী এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডসহ আশেপাশের এলাকা কেঁপে উঠে।

বজ্রপাতের মতো বিকট গোলার শব্দে গভীর রাতে অনেকেরই ঘুম ভেঙে যায় বলে নাইক্ষ্যংছড়ি ও টেকনাফ সীমান্ত এলাকায় বসবাসরতরা জানিয়েছেন।

এসময় নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত আর টেকনাফের হোয়াইখ্যং সীমান্তে বিজিবি সর্তক অবস্থানে টহল জোরদার করা হয়েছে। থেমে থেমে এই প্রচণ্ড গোলাগুলির শব্দ গুলো দুই সীমান্তে গভীর রাত সাড়ে দুইটা থেকে সকাল সাতটা পর্যন্ত চলে।

এদিকে, নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পূর্বে মিয়ানমারের ডেক বুনিয়া ও টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পূর্বে মিয়ানমারের তোতারদিয়া, নাইসাদং, বালুখালী, মলইরজাগা, কুয়ারবিল, কুয়ানচিবং, নাকপুরা, কুমীরখালী, শীলখালী, বলিবাজার ইত্যাদি এলাকা।

সেখানে মিয়ানমার Myanmar বাহিনীর বড় ধরণের ঘাঁটি আছে তোতারদিয়া, কুমিরখালী ও নাইসাদং, বলিবাজার। সীমান্তে সারারাত থেমে থেমে গুলি ও মর্টার শেলের আওয়াজে কেঁপে উঠে নাইক্ষ্যংছড়ির তুমব্রু, বাইশফাঁড়ি, গর্জনবুনিয়া,রেজু, বড়ইতলী, চাকমাপাড়া আর টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া, খারাইঙ্গাঘুনা, বালুখালীসহ টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তের জনপদ।

মিয়ানমারের Myanmar জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের অংশ হিসাবে এটি রাতের ভয়াবহ হামলা বলে সীমান্তবাসীদের ধারণা।

সীমান্তের বিভিন্ন সুত্রে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মিয়ানমারের নাইসাদং ও কুমিরখালী দুটি ঘাঁটিতে মিয়ানমারের Myanmar জান্তা ও বিদ্রোহী গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।

এখান থেকে মিয়ানমারের myanmar কুমিরখালী বিজিপির ঘাঁটিতে অগ্নির কুণ্ডলী দেখা গেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, গত ২৮ আগস্ট মিয়ানমার অভ্যান্তরে মর্টারশেল, গোলাগুলি শব্দ আর সীমান্ত ঘেঁষে যুদ্ধ বিমানের আনাগোনা দেখা গেলে সীমান্তবাসী আতঙ্কে দিন কাটিয়ে ছিল।

মিয়ানমার myanmar থেকে ছোঁড়া মর্টারশেল বাংলাদেশের bangladesh ভূখণ্ডে এসে বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটলেও সরকার মিয়ানমার সরকারের প্রতি কড়া প্রতিবাদে একেবারে বন্ধ হয়ে গেছিল। তবে রবিবার মধ্যরাতে আবার শোনা যায়, সীমান্তের ওপারে ঘুম ভেঙে যাওয়ার মতো বিকট শব্দ মর্টারশেল ও গোলাগুলির।

তবে আমাদের ভূখণ্ডে কোনো আসা মর্টারশেল, গুলি কিংবা হতাহতের কোনো খবরাখবর পাওয়া যায়নি।
এদিকে, হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সিরাজুল মোস্তফা চৌধুরী লালু বলেন, মিয়ানমারের ভিতরে গুলি ও বোমা বিস্ফোরণের বিকট আওয়াজে সর্বত্র আতঙ্ক পড়ে।

প্রচণ্ড শব্দে ঘুমের শিশুরা ও জেগে উঠে।হোয়াইক্যং ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হাজী জালাল আহমদ বলেন, ভারি অস্ত্রের বিকট শব্দে পুরো এলাকা কেঁপে উঠে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষে ছোড়া গোলাবারুদ টেকনাফের অংশে পড়েছে কিনা এবং এতে হতাহতের তাৎক্ষণিক কোন খবর পাওয়া যায়নি। আতংকে মানুষ এলাকা ছাড়ার প্রস্ততি নিচ্ছে।

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের একটি গুলির শব্দও যদি শোনা যায় তার প্রতিবাদ জানায় বিজিবি। মিয়ানমার থেকে অনুপ্রবেশ যাতে না ঘটে সেজন্য বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

বান্দরবান bandarban জেলার নাইক্ষৎছড়ির ঘুমধুম সীমান্তের পরিদর্শনে এসে রেজুপাড়া ফাতরাজিরি বিওপিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মেজর জেনারেল সাকিল আহমদে বলেন, জনবল বাড়িয়ে সীমান্তে টহল জোরদার অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের ব্যাপারেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

সীমান্তের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদ জানিয়ে মিয়ানমারকে কূটনৈতিকভাবে চিঠিও দেওয়া হয়েছে। তারাও আমাদের চিঠির জবাব দিয়েছেন। একই সঙ্গে চিঠিগুলো সংরক্ষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমার এই পরিদর্শনের উদ্দেশ্য হচ্ছে বিজিবি জোয়ানদের টহল নজরদারিতে আরও বেশি উদ্বুদ্ধ করা। একজন প্রধান হিসেবে তারা আমাকে দেখলে দায়িত্ব পালনে আরও সাহস পাবেন এবং কাজের প্রতি আরও বেশি আন্তরিক থাকবে।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

7 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

7 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago