ওপার বাংলা

৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণটি ইউনেস্কোর পর এবার  পাকিস্তানিখান সেনাদের গণহত্যার নিন্দার স্বীকৃতি দিল আইএজিএস

ঢাকা: বাংলাদেশ দীর্ঘদিন  ধরেই দাবি জানিয়ে আসছিল ১৯৭১ সালের ২৫শে মার্চ ঢাকায় মধ্যরাতে শুরু হওয়া  পাকিস্তানি খানসেনাদের গণহত্যার নিন্দা জানিয়ে এর স্বীকৃতি দেওয়া।

দেশের মানুষের স্বাধীনতা সংগ্রাম দমিয়ে দিতে মুক্তিযুদ্ধ শুরুর আগের রাতে বর্বর পাকিস্তানি সেনারা অপারেশন সার্চলাইট নামে ঢাকায় এক লাখ মানুষকে হত্যা করে। বাংলাদেশের নিরাপরাধ মানুষের ওপর গণহত্যার নিন্দা জানাতে আন্তর্জাতিক সংস্থার প্রতি ঢাকার আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারস-আইএজিএস থেকে এই স্বীকৃতি মিলল।

এর আগে স্বাধীনতার ডাক দিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে (এখন সুরাবর্দ্দি উদ্যান)৭ মার্চ যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণকে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো স্বীকৃতি দিয়েছিল।

উল্লেখ্য, স্বাধীনতার পরবর্তীতে বঙ্গবন্ধুর আমন্ত্রণের ডাকে সারা দিয়ে এই ময়দানে ১৯৭২ সালের মার্চে এসে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভাষণ দিয়েছিলেন। ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শুনেই মানুষ স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। হাজার হাজার মুক্তিযোদ্ধা ভারতে গিয়ে অস্ত্রপ্রশিক্ষণ শেষে দেশে ফিরে পাকিস্তানি সেনা হত্যায় নামে।

মঙ্গলবার ঢাকায় বিদেশমন্ত্রক জানায়, ১৯৭১ সালে ২৫শে মার্চ রাত থেকে মুক্তিযুদ্ধের নয় মাস পাকিস্তানি সেনারা  বাংলাদেশ জুড়ে ব্যাপক গণহত্যা চালায়। প্রাণ হারায় ৩০ লাখ মানুষ, ধর্ষিত হয় ১০ লাখ মা-বোন।

মানবতার বিরুদ্ধে এমন অপরাধ ও যুদ্ধাপরাধ হিসেবে সংঘটিত অপরাধের স্বীকৃতি দিয়ে আইএজিএস থেকে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। আইএজিএস ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত একটি বৈশ্বিক, আন্তঃবিভাগীয়, নির্দলীয় সংস্থা।

যেটি গণহত্যার প্রকৃতি, কারণ, পরিণতি সম্পর্কে গবেষণা, শিক্ষা ও প্রতিরোধ নিয়ে কাজ করে। বিশ্বের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার জন্য আইএজিএসতে এখন পর্যন্ত বেশ কিছু আনুষ্ঠানিক রেজুলেশন গৃহীত হয়েছে।

আইএজিএস দ্বিবার্ষিক সম্মেলন করে এবং ‘জেনোসাইড স্টাডিজ অ্যান্ড প্রিভেনশন’ নামে একটি জার্নাল প্রকাশ করে। ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার সময় সংঘটিত নৃশংসতার আন্তর্জাতিক অঙ্গনে আইএজিএস রেজুলেশন একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

মহান যুদ্ধের সময় ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য বাংলাদেশ সরকার ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং এ রেজুলেশন গৃহীত বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যথাযথ স্বীকৃতি পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বাংলাদেশ সরকার আগামী দিনে ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার আরও বেশি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য তার নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে উল্লেখ করা হয়েছে।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 weeks ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

3 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

3 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 weeks ago