ওপার বাংলা

Bangladeshএ গতবারের ক্ষত সরিয়ে comilla র দিঘির পাড়ে ফিরেছে দুর্গোৎসবের আমেজ

ঢাকা: জঙ্গিদের কারসাজিতে দুর্গাপুজোর (durga puja) মণ্ডপে রাতের আধারে কোরআন শরিফ রেখে বাংলাদেশে (bangladesh) ছড়ানো হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা। কুমিল্লা জেলার কাণ্ড নিয়ে দেশের ১৮টি জেলায় সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে।

সরকারের কড়া ব্যবস্থা গ্রহণের আগেই বিভিন্ন জেলায় মারাও যান বেশ কয়েকজন। কুমিল্লার (comilla)নানুয়ার দিঘির পাড়ের সাম্প্রদায়িক সহিংসতার ক্ষত সরিয়ে সব ভুলে দুর্গাপুজোর (durga puja) আনন্দে মেতে উঠতে চান স্থানীয় সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা।

কুমিল্লার (comilla) পুজো উদযাপন পরিষদের নেতারা বলছেন, এবার আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের বাড়তি তৎপরতা দেখছেন তারা। এতে অনেকটা ‘স্বস্তিতেই’ পুজো উদযাপনের প্রস্তুতি প্রায় শেষ করেছেন।

এখন উৎসবের রংয়ে নিজেদের রাঙাতে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। মহামারীর কারণে ২০২০ সালের দুর্গাপুজো (durga puja) অনুষ্ঠিত হয়েছিল সীমিত পরিসরে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় গত বছর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ উৎসব উদযাপনের প্রস্তুতিও ছিল ব্যাপক।

কিন্তু কুমিল্লার (comilla) নানুয়ার দিঘির পাড়ের পুজোমণ্ডপে কোরআন শরিফ উদ্ধারের পর পুজোর আনন্দ ম্লান হয়ে যায় মুহূর্তেই। বছর ঘুরে আবারও এসেছে দুর্গাপুজো (durga puja)। উৎসবকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মনে যেমন আনন্দ ছিলো, তেমনই ঘিরে ছিলো চাপা আতঙ্ক।

গত বছরের তাণ্ডবের পর এবার দুর্গোৎসব উদযাপন নিয়ে শঙ্কায় ছিলেন অনেকেই।কুমিল্লা (comilla) মহানগর পুজো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত্য দাশ টিটু এবার সেই নানুয়ার দিঘির পাড়ের ওই অস্থায়ী পুজোমণ্ডপের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

গেল বছরের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলেই ভাবতে চান জানিয়ে টিটু বলেন, “গত বছরের ওই ঘটনায় আমাদের উৎসব পরিণত হয়েছিলো বিষাদে।

নিরাপদে উৎসব পালন করতে পারবো বলে এবার আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের আশ্বাস পাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের সম্প্রদায়ের লোকজনের মধ্যে খুব বেশি আতঙ্ক না থাকলেও বাস্তবতায় বলতে গেলে- পুরোনো সেই ক্ষত এখনও শুকোয়নি।

আমরা আশাবাদী, শেষ পর্যন্ত হিন্দু-মুসলিমসহ সকলে মিলেমিশে আনন্দঘন অতীতের মতোই উৎসব উদযাপন করতে পারবো।”এবার কুমিল্লা সিটি করপোরেশন এলাকা ও জেলার ১৭টি উপজেলায় ৭৯৪টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।

প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে আগ থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, জেলা পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন ইউনিট। এরই মধ্যে কয়েক দফা সকল ধর্মের মানুষদের নিয়ে প্রস্তুতিমূলক সভাও করা হয়েছে।

কুমিল্লা (comilla) সদর আসনের সংসদ সদস্য ও শাসকদল আওয়ামি লিগের মহানগর সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এরই মধ্যে ঘোষণা দিয়েছেন এ বছর নানুয়ার দিঘির পাড়ের ওই অস্থায়ী দুর্গাপুজো (durga puja) মণ্ডপসহ প্রতিটি স্থানে সর্বোচ্চ সতর্কতায় পুজো উদযাপন করা হবে।

এমপি বাহার বলেন, “এ বছর আমরা সর্বোচ্চ সতর্ক আছি। নানুয়ার দিঘির পাড়ে এবার অবশ্যই জাঁকজমক ভাবে পুজো হবে। এবার যদি কেউ কোনো পূজামণ্ডপে হামলা করে, সে আর পালিয়ে বাঁচতে পারবে না।

এবার কোনো ষড়যন্ত্র হলে ষড়যন্ত্রকারীদের কঠোর হাতে দমন করা হবে। আওয়ামি লিগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে কুমিল্লা (comilla) নগরীর প্রতিটি পুজোমণ্ডপ এলাকায় স্বেচ্ছাসেবীরা কাজ করবে।”

গত বছরের ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা (comilla)নগরীর নানুয়া দিঘির পাড়ে অস্থায়ী পুজোমণ্ডপে কোরআন শরিফ পাওয়া যায়।

ওই ঘটনাকে কেন্দ্র করে নগরীর চারটি মন্দির ও সাতটি পুজোমণ্ডপে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটে। এ ছাড়া নগরীর ঠাকুরপাড়া এলাকায় রক্ষাকালী মন্দির, কাপড়িয়াপট্টি শ্রী শ্রী চান্দমনি রক্ষাকালী মন্দির, মনোহরপুর এলাকার রাজ রাজেশ্বরী কালীবাড়ি মন্দিরেও সহিংসতা হয়েছিলো সেদিন।

রাজেশ্বরী কালীবাড়ি মন্দিরে সহিংসতার সময় ইটের আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলীপ কুমার দাস মারা যান।এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শঙ্কা ও আতঙ্ক থাকলেও প্রশাসনের আশ্বাসে পুজোর আনন্দেই মেতে উঠতে চান বলে জানালেন কুমিল্লা জেলা পুজো উদযাপন পরিষদের সভাপতি নির্মল পাল।

তিনি বলেন, আমরা জনপ্রতিনিধি থেকে প্রশাসনের তৎপরতায় এখন পর্যন্ত সন্তুষ্ট। এবার জেলার মোট ৭৯৪টি মণ্ডপে পুজো উদযাপন করা হবে। এবারের শারদীয় দুর্গোৎসব আনন্দের এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নানেরও।

প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা দিতে কয়েক স্তরে আইনশৃংখলা বাহিনী মোতায়েন থাকবে। কেউ কোনো ধরনের নাশকতা করে পালিয়ে যেতে পারবে না। আমরা এ বছর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি, বলেন এ পুলিশ কর্মকর্তা।

কুমিল্লার পুজোমণ্ডপে কোরআন রাখা ও সহিংসতার গত বছরের ঘটনায় মোট ১২টি মামলা হয়েছিলো কুমিল্লার বিভিন্ন থানায়। ওই ১২টি মামলার মধ্যে এরই মধ্যে ছয়টির তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে আইনশৃংখলা বাহিনী।

নগরীর নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপে কোরআন শরিফ রাখার ঘটনার আসামি ইকবাল হোসেনের মামলাটির তদন্ত করছে সিআইডি।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

6 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

7 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago