ঢাকা: করোনা, ডেঙ্গু (dengue) চলছেই। গত ২৪ ঘণ্টায় সারা বাংলাদেশে ডেঙ্গু (dengue)আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৩৮ জন রোগী। এবং এই সংখ্যা নিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু (dengue) রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ৫৬০ জনে।

আজ মঙ্গলবার,২০ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের স্বাক্ষর করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে ডেঙ্গু (dengue) সম্পর্কে এই তথ্য জানানো হয়।
নতুন ভর্তি হওয়া ডেঙ্গু (dengue) রোগীদের মধ্যে ৩১৫ জন ঢাকায় আর ১২৩ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

উল্লেখযোগ্য যে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু (dengue) রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১২ হাজার ৭ জন।
এর মধ্যে আবার ডেঙ্গু (dengue) থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৪০২ জন।