ওপার বাংলা

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর জমকালো উদ্বোধন

স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে। এ সময় রাজধানীর সোহরাওয়াদী ও জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় শুরু হয় আতশবাজি উৎসব।

মঙ্গলবার জাতির পিতার জন্মশতবর্ষ বাস্তবায়ন জাতীয় কমিটির আয়োজনে এ আতশবাজি উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছোট শিশুদের জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে। এদিন রাত ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারাদেশে উৎসব শুরু হয়। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর বাণী পাঠ করে শোনান। বাংলাদেশ টেলিভিশন বিটিভিসহ সব বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে।

সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও এই জন্মশতবার্ষিকীর উৎসব রাজধানীসহ সারাদেশে আতশবাজি মাধ্যমে উদযাপন করা হচ্ছে।
বঙ্গবন্ধুর আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাঙালির চিরন্তন প্রেরণার উৎস উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, তার নীতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সাহসী, ত্যাগী ও আদর্শবাদী নেতৃত্ব। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে ঘোষিত মুজিববর্ষ উদযাপনে মঙ্গলবার সন্ধ্যায় বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে জাতির উদ্দেশে দেয়া ভাষণে রাষ্ট্রপতি এ কথা বলেন।

আবদুল হামিদ বলেন, বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তার নীতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সাহসী, ত্যাগী ও আদর্শবাদী নেতৃত্ব, এ প্রত্যাশা করি। দেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর আজীবন সংগ্রামের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বাঙালির মুক্তি ও অধিকার আদায়ে পরিচালিত প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেন তিনি । এজন্য তাঁকে বহুবার কারাবরণ করতে হয়েছে। সহ্য করতে হয়েছে অমানুষিক নির্যাতন। কিন্তু বাঙালির অধিকারের প্রশ্নে তিনি কখনো শাসকগোষ্ঠীর সাথে আপস করেননি। রাজনীতিতে বঙ্গবন্ধু ছিলেন নীতি ও আদর্শের প্রতীক। বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’সহ তার ওপর লিখিত গ্রন্থ অধ্যয়ন করে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীতে জাতিগঠনে অবদান রাখতে সক্ষম হবে।

রাষ্ট্রপতি বলেন, দেশ ও জনগণের প্রতি জাতির পিতার যে অসামান্য অবদান, সেজন্যই বাংলা, বাংলাদেশ ও বঙ্গবন্ধু আজ ‘এক ও অভিন্ন সত্তায়’ পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে উদযাপনের জন্য দেশবাসী ও প্রবাসী বাঙালিদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদনের মাধ্যমে দেশকে সোনার বাংলায় পরিণত করাই হোক মুজিববর্ষে সকলের অঙ্গীকার।

একইদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণ দেন প্রধানমন্ত্রী। বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধুর ত্যাগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার নিজের জীবনের কোনো চাওয়া পাওয়া ছিল না। দেশের মানুষকে উন্নত, সুন্দর জীবন নিশ্চিত করতে চেয়েছিলেন তিনি। তার সে ত্যাগ বৃথা যায়নি। তিনি বলেন, আজকে বাংলাদেশ সারা বিশ্বে মর্যাদার আসনে আসীন। আমাদের আরও এগিয়ে যেতে হবে। গড়তে হবে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ। তিনি বলেন, আজকের শিশু-কিশোর, তরুণ সমাজের কাছে আমার আবেদন-তোমরা দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসবে। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে চলার উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। ঠিক যেভাবে জাতির পিতা দেশের মানুষকে ভালোবেসেছিলেন, সেভাবেই ভালোবাসতে হবে। তার আদর্শে নিজেকে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, পিতা, ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিয়েছে তোমাকে। তোমার দেহ রক্তাক্ত করেছে। তোমার নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে চেষ্টা করেছে। কিন্তু ওরা পারেনি। ঘাতকেরা বুঝতে পারেনি তোমার রক্ত ৩২ নম্বর বাড়ির সিঁড়ি বেয়ে-বেয়ে ছড়িয়ে গেছে সারা দেশে। জন্ম দিয়েছে কোটি কোটি মুজিবের। তাই আজ জেগে উঠেছে বাংলাদেশের মানুষ সত্যের অন্বেষণে। ইতিহাস মুছে ফেলা যায় না। সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। আজ শুধু বাংলাদেশ নয় তোমার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে বিশ্বব্যাপী। বাংলাদেশকে বিশ্ব চিনে নিয়েছে তোমার ত্যাগের মহিমায়। বঙ্গবন্ধু কন্যা বলেন, পিতা, তোমার কাছে আমাদের অঙ্গীকার, তোমার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়বই। সেদিন বেশি দূরে নয়। তুমি ঘুমিয়ে আছ টুঙ্গিপাড়ার সবুজ ছায়াঘেরা মাটিতে পিতা-মাতার কোলের কাছে। তুমি ঘুমাও পিতা শান্তিতে। তোমার বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা জেগে রইবো তোমার আদর্শ বুকে নিয়ে। জেগে থাকবে এদেশের মানুষ-প্রজন্মের পর প্রজন্ম- তোমার স্বপ্নের সোনার বাংলাদেশে। তোমার দেয়া পতাকা সমুন্নত থাকবে চিরদিন। কবিগুরুর ভাষায় তাই বলতে চাই-তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শকতি। তোমার সেবার মহৎ প্রয়াস সহিবারে দাও ভকতি। জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপনে যারা অকান্ত পরিশ্রম করছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে মুজিববর্ষের শুভ উদ্বোধন ঘোষণা করছি।

হাতিরঝিলের আকাশে উড়ল ১০০ ফানুস, আতশবাজি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে হাতিরঝিলের আকাশে ওড়ানো হয়েছে ১০০টি ফানুস। এর পরেই হাতিরঝিলের এম্ফিথিয়েটারের শুরু হয় লেজার শো। লেজার শো শেষ হওয়ার সাথে সঙ্গেই হাতিরঝিলের আকাশ আলোকিত হতে থাকে আতশবাজির ঝলকানিতে। এ সময় আতশবাজির উজ্জ্বল আলোয় পুরো হাতিরঝিল এলাকা আলোকিত হয়ে ওঠে। চমৎকার দৃষ্টিনন্দন এ আতশবাজি উপভোগ করেন হাতিরঝিলের পুরোটাজুড়ে থাকা শত শত দর্শনার্থী। ঝিলের পানিতে এর প্রতিচ্ছবি পড়ে তৈরি হয় এক চমৎকার পরিবেশ। হাতিরঝিলের আকাশজুড়ে আতশবাজির ঝলকানি স্মৃতিতে তুলে রাখার মতো করে উপভোগ করেছেন এখানে আগতরা। মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে হাতিরঝিলের এম্ফিথিয়েটারে আয়োজন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। ফানুস ওড়ানো, লেজার শো, আতশবাজির পর হাতিরঝিলের এম্ফিথিয়েটার অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবীন্দ্র সরোবরের আতশবাজি ও ফানুসে মুগ্ধ দর্শনার্থী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র সরোবরে হয়ে গেলো এক মনোমুগ্ধকর আতশবাজি ও ফানুস প্রদর্শন। একযোগে সারা দেশে আতশবাজি ও ফানুস প্রদর্শনের অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডি ৩২ এর রবীন্দ্র সরোবরে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। মঙ্গলবার রাত ৮টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলার জন্য সরকারের পক্ষ থেকে বলা হলেও জাতির জনকের জন্মশতবার্ষিকীতে বিশেষ মুহূর্তটির সাক্ষী হতে হাজারো মানুষের ঢল নামে রবীন্দ্র সরোবরে। আতশবাজি ও ফানুস প্রদর্শনের সময় নেতাকর্মী ও উপস্থিত জনতা একসঙ্গে ‘শুভ শুভ দিন বঙ্গবন্ধুর জন্মদিন’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দিতে থাকেন। আতশবাজির সময় বিকট শব্দ করে মাথার ওপর লেজার আলো ছড়িয়ে পড়ে। উপস্থিত দর্শনার্থীরা কানে হাত দিয়ে সে আলোকছটা উপভোগ করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত ঠিক আটটা শুরু হয় আতশবাজি উৎসব। ১৯২০ সালের এই ক্ষণেই ধরণীতে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক ১০০ বছর পর এই সময়েই শুরু হয় মুজিব জন্মশতবর্ষের আয়োজন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যা শুরু হয়েছে বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে। এই আতশবাজি উৎসব দেখার জন্য বিকেল থেকেই সোহরাওয়াদী উদ্যানের ভেতরে উৎসুক জনতা ভিড় করেন। তবে নিরাপত্তা বেষ্টনীর কারণে এ সংখ্যা খুবই সীমিত। চারপাশ ঘিরে প্রচুর মানুষ রয়েছে। আতশবাজি উৎসব কেন্দ্র করে সাজানো হয় সোহরাওয়ার্দী উদ্যান। আতশবাজি প্রদর্শন রাত ৮টায় শুরু হয় স্বাধীনতা স্তম্ভের সামনে থেকে।

হাতিরঝিল ঘুরে এলেন প্রধানমন্ত্রী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনে প্রস্তুতি ও আলোকসজ্জা দেখতে হাতিরঝিল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার রাত সাড়ে ১০টার পর পূর্ব ঘোষণা ছাড়াই হাতিরঝিল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ও ছোট বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

4 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

5 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

5 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

5 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

6 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

6 days ago