ওপার বাংলা

চট্টগ্রামে আনোয়ারায় পরৈকোড়া গণহত্যা দিবসে এক মুক্তিযোদ্ধা ও শহীদের সন্তানের ক্ষোভ: মুক্তিযোদ্ধা-শহীদদের নামে সড়ক হয়না কিন্তু ঘাতক রাজাকারের নামে সড়ক স্বাধীন বাংলাদেশে !

চট্টগ্রামে আনোয়ারা পরৈকোড়া গণহত্যা দিবস ২১ মে। উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে এই পড়ৈকোড়া, বাথুয়াপাড়া ও পূর্বকন্যারা গ্রামে স্থানীয় চিহ্নিত রাজাকারদের সহায়তায় পাকিস্তানী হানাদার বাহিনী নির্মম নৃশংসতায় সেদিন এখানে নারী-শিশু-পুরুষ-মুক্তিযোদ্ধা নির্বিশেষে খুন করেছিল অন্তত: ১৭৬ জন বাঙালিকে। পাকবাহিনী সেদিন নির্মম নৃশংসতায় শুধু বাঙালিদের খুনই করেনি। অসহায় নারীদের ধর্ষণ, লুটপাটসহ ঘরবাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিল। মুক্তিযুদ্ধের ৪৯ বছর পরেও ওই এলাকার মুক্তিযোদ্ধা ও ক্ষতিগ্রস্ত মানুষ সে দিনটির নির্মমতা স্মরণ করে আজো শিউরে ওঠেন। সেদিন স্থানীয় মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার ও পাকবাহিনীর হামলায় যারা শহীদ হয়েছিলেন দেশমাতৃকার জন্য তাদেরকে সেদিন যার যার ধর্মীয়মতে শেষকৃত্য ও দাফনও করতে পারেননি। প্রসঙ্গত: একাত্তরের মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারত অকৃত্রিমভাবে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের সাহায্য করেছিল। ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসামসহ বিভিন্ন রাজ্যে কমপক্ষে এককোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল পরম মমতায়।

এই ২১ মে আনোয়ারার পরৈকোড়া এলাকায় সেদিন স্বজন হারানোদের মধ্যে কেউ কেউ এখনো বেঁচে আছেন সেই বেদনার্ত স্মৃতি নিয়ে, আবার অনেকেই মৃত্যুবরণ করেছেন এরমধ্যে। একাত্তরের এই দিনে পরৈকোড়া গ্রামে রাজাকার ও পাকবাহিনীর বিরুদ্ধে অসীম সাহসে লড়াই করেছিলেন মুক্তিযোদ্ধা সুরজিত দাশ সুনু সহ আরো কয়েকজন অকুতোভয় মুক্তিযোদ্ধা। তিনি এ প্রতিবেদককে বললেন, সেদিন আমরা ১৬/১৭ জন মুক্তিযোদ্ধা যতক্ষণ পেরেছি রাজাকার ও পাকবাহিনীর বিরুদ্ধে আপ্রাণ যুদ্ধ করেছি। ৩ জন রাজাকারকে মেরেও ফেলেছিলাম। কিন্তু পাকবাহিনীর বিপুল সৈন্য ও ভাড়ি অস্ত্রশস্ত্রের গোলাগুলির মুখে তারাও এক পর্যায়ে পিছু হঠতে বাধ্য হই।

দীর্ঘ ২ যুগের বেশি সময় ধরে ভাত মুখে না তুলে যিনি দেশের মানুষের জন্যে সমব্যাথী হচ্ছেন সেই যোদ্ধাকে সেলাম!

উল্লেখ্য মুক্তিযোদ্ধা সুরজিত দাশ সুনু গত ৩২ বছর ধরে ভাত মুখে তোলেননি। কিছু সবজি, মুড়ি, ফল বা কখনো রুটি এসব খেয়েই কঠোরভাবে জীবন ধারণ করছেন।

কেন ভাত খাননা আপনি এ প্রশ্ন করেছিলাম তাঁকে। প্রত্তুত্তরে তিনি বললেন,

   “আজ থেকে ৩২ বছর আগে আমি দেখলাম যে দেশের সব মানুষ এখনো সবাই ভাত পাচ্ছেনা সেখানে আমি ভাত খাই কি করে ?  সেই কষ্ট থেকেই ভাত খাওয়া ছেড়ে দিয়েছি।’  হঠাৎ করে এ সিদ্ধান্ত কেন ? বললেন, “ একদিন সম্ভবত: এপ্রিল মাস হবে। আমি চট্টগ্রাম শহরের নন্দনকানন এলাকার বৌদ্ধ মন্দির সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়লো, ২/৩ জন মানুষ একটি ডাস্টবিন থেকে মানুষের ফেলে দেয়া বাসী খাবার তুলে খাচ্ছে। এ দৃশ্য দেখে তখন নিজের মধ্যে প্রচন্ড দু:খ-কষ্ট আর ক্ষোভ জন্মালো- এজন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছি ? আমার বাবাসহ  ৮ জন নিকটাত্মীয় একদিনে প্রান দিয়েছিলো এই দেশমাতৃকার জন্য ? যেখানে সবাই পেট ভরে ভাত খেতে পারেনা ? সেই থেকে আমি সংকল্প করলাম যতদিন বেঁচে থাকি ততদিন আর ভাত খাবোনা।”

একাত্তর সালে টগবগে তরুণ মুক্তিযোদ্ধা সুরজিত দাশ শুনু বোয়ালখালী উপজেলার স্যার আশুতোষ কলেজে বিএসসি’র ছাত্র ছিলেন। তিনি এ প্রতিবেদককে সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে বললেনঃ

   “বেশ কিছুদিন ধরেই রাজাকারদের সহায়তায় পাকবাহিনী আমাদের গ্রাম আক্রমণের চেষ্টা করছিল। কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে কয়েকবার চেষ্টা করেও পারেনি। কিন্তু ২১ মে সকাল আনুমানিক ৯ টার দিকে চট্টগ্রাম শহর থেকে পাকিস্তানী সৈন্য বোঝাই কমপক্ষে ৩৭ টি সৈন্যবোঝাই ট্রাক ও অন্যান্য গাড়ি নিয়ে আমাদের গ্রামে ঢুকে পড়ে। তখন তাদেরকে পথ দেখিয়ে নিয়ে আসে এলাকার কুখ্যাত রাজাকার ও মুসলীম লীগ নেতা খয়রাতি মিয়া  ও তার সহযোগীরা। এই খয়রাতি মিয়ার আসল নাম খায়ের আহমদ চৌধুরী।”

বয়সের ভাড়ে কিছুটা ন্যূজ্ব হলেও এখনো প্রচন্ড প্রতিবাদী ও রাজপথ দাবড়িয়ে বেড়ানো এই মুক্তিযোদ্ধা শুনু সেদিনের ঘটনা বর্ণনা দিতে গিয়ে বলেন,

পাকবাহিনী স্থানীয় রাজাকারদের নিয়ে পরৈকোড়া হিন্দু অধ্যুষিত গ্রামে হামলাশুরু করলে আমরা মুক্তিযোদ্ধারাও প্রতিরোধ শুরু করি।  আমাদেরও প্রতিরোধের মুখে কমপক্ষে ৩ জন রাজাকার মারা যায়। এসময় পাকবাহিনী প্রায় ঘন্টাদুয়েক তাদেও আক্রমন বন্ধ রাখে। পরে আরো সৈন্য ও রাজাকারদের নিয়ে তীব্রভাবে আক্রমণ চালায়। যেহেতু তখন ওই এলাকায় আমি মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিচ্ছিলাম তাই রাজাকারদের আক্রোশ বেশি ছিল আমার ও আমার পরিবারের সদস্যদের ওপর। আমাকে না পেয়ে তারা আমার বাবা ডা. রমনী মোহন দাশ, ভাগ্নে পুলক চৌধুরী, আমার মেসোঁসশাই দ্বিজেন্দ্রলাল দত্ত, ভগ্নিপতি নারায়ন সাধন দাশসহ আমার নিকটাত্মীয়ের মধ্যে ৮ জনকে নৃশংসভাবে হত্যা করে। পাকবাহিনী চলে যাওয়ার পর আমাদের স্থানীয় আত্মীয়স্বজন ও লোকজন তাদেরকে মাটিতে একটি গর্ত করে সেখানেই সমাহিত করতে বাধ্য হন। হিন্দু ধর্মানুযায়ী তাদের সৎকারও করা সম্ভব হয়নি। তিনি বললেন, আমার বাবাসহ আমার আত্মীয়স্বজন যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিরক্ষার্থে আমরা কিছু জায়গাও রেখেছিলাম যেখানে স্মৃতিসৌধ নির্মাণ করার জন্য যাতে ভবিষ্যৎ প্রজন্ম এ বাঙ্গালি জাতির আত্মত্যাগের কথা জানতে পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে আজ পর্যন্ত কোন উদ্যোগ দেখিনি।”

মুক্তিযোদ্ধার হৃদয়ভাঙা কান্না শোনা গেল! সুরজিত দাশ শুনু অত্যন্ত দু:খ করে এ প্রতিবেদককে আরো বললেনঃ

 “মুক্তিযুদ্ধের এত বছর পরেও এই স্বাধীন বাংলাদেশে লেকোড়া গ্রামে ১৭৬ জন শহীদকে নিয়ে চলছে নানা নির্মম পরিহাস। যে রাজাকার খায়ের আহমদ চৌধুরী বা খয়রাতি মিয়ার  প্রত্যক্ষ সহায়তায় এতগুলো মুক্তিকামী বাঙালিকে নির্মমভাবে হত্যা করা হলো সেখানে একাত্তরের ঘাতক-দালাল রাজাকার খায়ের আহমদ চৌধুরী’র নামে একটি সড়কের নামকরন করা হয়েছে ২০১৩ সালের ২৬ এপ্রিল এবং একজন প্রভাবশালী আওয়ামীলীগ নেতাই এই সড়কটির উদ্বোধন করেছিলেন। অথচ এই সড়কটি আগে ‘ নন্দি সড়ক’ নামেই পরিচিত ছিল। মুক্তিযোদ্ধা সুরজিত দাশ শুনু প্রচন্ড ক্ষোভ নিয়ে প্রশ্ন করেন, “ এ জন্য কি আমার আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম ? স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা-শহীদদের নামে সড়ক হবেনা, স্মৃতিসৌধ হবেনা অথচ ঘাতক-রাজাকারদের নামে সড়ক হবে আর তাও আমাদেরকে মেনে নিতে হবে?  এ কেমন বাংলাদেশ আমার…?”

—সমরেশ বৈদ্য, চট্টগ্রাম, বাংলাদেশ

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

7 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

7 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago