ওপার বাংলা

“আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই”

ইতিহাসবিহীন মানুষ আর স্মৃতিভ্রষ্ট মানুষের মধ্যে কোন পার্থক্য নেই। ঐতিহাসিক; খোদাই করা ৭ মার্চ ছাড়া বাঙালি এক পা এগোতে পারবে না। ৭ মার্চ বাঙালির সেই ঐতিহাসিক দিন!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের জ্বালাময়ী ঘোষণায় বাঙালি জাতি পেয়েছিল স্বাধীনতার দিক নির্দেশনা। স্বাধীনতার যে ডাক বঙ্গবন্ধু দিয়েছিলেন, তা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সারাদেশে।

“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” “আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই” ! জাতির পিতার দৃপ্ত কন্ঠ সেদিন প্রত্যেক বাঙালির অন্তরযজ্ঞে ঘি ঢালার কাজ করেছিল। বঙ্গনবন্ধুর সেই আগুনের আঁচেই ছাই হয়ে গেল শত্রুবাহিনী!

১৯৭১ সালের আজকের দিনে তৎকালীন রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে দেওয়া ওই ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

বিশাল জনসমুদ্রের মেঘের মতো গর্জে উঠেছিল বঙ্গবন্ধুর ভাষণ!

মুজিবর রহমানের সংগ্রামী ঘোষণা এসেছিল এমন এক অভিশাপগ্রস্ত সময়, যখন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই শুরু করার আহ্বানের অধীর অপেক্ষায় ছিল বাঙালি জাতি।

শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এদিন বাংলাদেশের সময় বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দেশের বুদ্ধিজীবীরা আলোচনায় অংশগ্রহণ করবেন।

আগামি ১৭ই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী।

২০২০-২১ সাল মুজিব বর্ষ ঘিরে দেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মোট ২৯৬টি পরিকল্পনাসংবলিত এক মহাপরিকল্পনা করা হয়েছে।

মূল আয়োজন শুরু হবে ১৭ মার্চ সূর্যোদয়ের মুহূর্ত থেকে।

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে মূল আয়োজন। সেখানে প্রকাশ করা হবে জন্মশতবার্ষিকীর বিভিন্ন স্যুভেনির, স্মারক বক্তৃতা, দেশী-বিদেশী শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লন্ডনসহ বিদেশে আরো মোট ৫টি বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দূতাবাসকে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

১৭ মার্চ অনুষ্ঠানের মূল পর্বে উপযথিত থাকবেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। এছাড়াও থাকবেন বঙ্গবন্ধুর সমসাময়িক সময়ের রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্বরা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, ইউনেস্কোর সাবেক মহাসচিব ইরিনা বুকোভা ও আরব লিগের সাবেক মহাসচিব আমর মুসা মুজিব অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এছাড়া আমন্ত্রণের তালিকায় থাকতে পারেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি,  সোনিয়া গান্ধী, বিজেপির নেতা ও ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানি, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল প্রমুখ।

এ বছর বিজয় দিবসও মহাড়ম্বরভাবে পালিত হবে বাংলাদেশ।

উল্লেখযোগ্য যে, ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর তারিখে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সর্বপ্রথম বাংলায় ভাষণ প্রদান করেছিলেন বঙ্গবন্ধু মুজিবর রহমান।

এই মহান দিন উপলক্ষ্যে ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ প্রদানের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

আগামি নভেম্বর মাসে জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় আন্তর্জাতিক বইমেলার আয়োজন করা হবে।

বাংলাদেশ মুক্ত হোক ফের একবার, বাংলাদেশ স্বাধীন হোক আরো একবার, বাংলাদেশ জেগে উঠুক আরো একবার, বাংলা দেখাক সারা বিশ্বকে পথ!

কুসংস্কারমুক্ত, অমলিন,নারী নির্যাতন মুক্ত, ধর্ষণ মুক্ত, দেশের জনগণের অধিকার থাকা মুজিবর রহমানের স্বপ্নের সেই সফল বাংলাদেশ গড়ে উঠুক।

পবিত্র মুজিব বর্ষে এই হোক দেশবাসীর একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য!

 

 

সাগরিকা দাস

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 day ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

2 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

4 days ago